নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্মশালায় আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে নতুন বলে উইকেট নিতে পারেননি পেস বোলাররা। রীতিমতো সেই চাপ এসে পড়ে মাঝের ওভারের বোলারদের কাঁধে। তবে অন্যরা যখন ব্যর্থ, তখন বারবার এগিয়ে এলেন সাকিবই। আজ চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এর ব্যতিক্রম ঘটেনি। প্রেক্ষাপট আগের দুই ম্যাচের চেয়ে একটু ভিন্ন হলেও ব্রেক থ্রু এনে দিলেন বাংলাদেশ অধিনায়কই।
প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদরা ব্যর্থ হয়েছেন আফগানিস্তানের ওপেনিং জুটির ছেদ ধরাতে। ৯ম ওভারে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ৪৭ রানের জুটি ভাঙেন সাকিব।
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও একই দৃশ্য দেখা গিয়েছিল। প্রথম উইকেট পেতে বাংলাদেশ দলকে অপেক্ষা করতে হয়েছিল ১৮তম ওভার পর্যন্ত। জনি বেয়ারস্টো ও বিধ্বংসী ডেভিড মালান ওপেনিং জুটিতে তুলেছিলেন ১১৫ রান। ১৮তম ওভারে বেয়ারস্টোকে বোল্ড করে জুটি ভাঙেন সেই সাকিবই।
আজ একটু ব্যতিক্রম ছিল—ইনিংসের তৃতীয় ওভারেই মোস্তাফিজুর রহমান ভাঙেন নিউজিল্যান্ডের ওপেনিং জুটি। ৯ রানে ফেরান রাচিন রবিন্দ্রকে। এর পরে দ্বিতীয় উইকেট পেতে ২১ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তাঁদের। কেন উইলিয়ামসনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৫ বলে ৮০ রানের দারুণ একটি জুটি গড়েন আরেক ওপেনার ডেভন কনওয়ে।
২১তম ওভারের প্রথম বলেই কনওয়েকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন সাকিবই। ৪৫ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটার। এর পর অবশ্য আর উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। ফিফটি তুলে নিয়েছেন উইলিয়ামসন। এ প্রতিবেদন নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২.৪ ওভারে ২ উইকেটে ১৬০ রান। উইলিয়ামসন ৬৭ ও ড্যারিল মিচেল ৩০ রানে অপরাজিত আছেন।
ধর্মশালায় আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে নতুন বলে উইকেট নিতে পারেননি পেস বোলাররা। রীতিমতো সেই চাপ এসে পড়ে মাঝের ওভারের বোলারদের কাঁধে। তবে অন্যরা যখন ব্যর্থ, তখন বারবার এগিয়ে এলেন সাকিবই। আজ চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এর ব্যতিক্রম ঘটেনি। প্রেক্ষাপট আগের দুই ম্যাচের চেয়ে একটু ভিন্ন হলেও ব্রেক থ্রু এনে দিলেন বাংলাদেশ অধিনায়কই।
প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদরা ব্যর্থ হয়েছেন আফগানিস্তানের ওপেনিং জুটির ছেদ ধরাতে। ৯ম ওভারে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ৪৭ রানের জুটি ভাঙেন সাকিব।
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও একই দৃশ্য দেখা গিয়েছিল। প্রথম উইকেট পেতে বাংলাদেশ দলকে অপেক্ষা করতে হয়েছিল ১৮তম ওভার পর্যন্ত। জনি বেয়ারস্টো ও বিধ্বংসী ডেভিড মালান ওপেনিং জুটিতে তুলেছিলেন ১১৫ রান। ১৮তম ওভারে বেয়ারস্টোকে বোল্ড করে জুটি ভাঙেন সেই সাকিবই।
আজ একটু ব্যতিক্রম ছিল—ইনিংসের তৃতীয় ওভারেই মোস্তাফিজুর রহমান ভাঙেন নিউজিল্যান্ডের ওপেনিং জুটি। ৯ রানে ফেরান রাচিন রবিন্দ্রকে। এর পরে দ্বিতীয় উইকেট পেতে ২১ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তাঁদের। কেন উইলিয়ামসনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৫ বলে ৮০ রানের দারুণ একটি জুটি গড়েন আরেক ওপেনার ডেভন কনওয়ে।
২১তম ওভারের প্রথম বলেই কনওয়েকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন সাকিবই। ৪৫ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটার। এর পর অবশ্য আর উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। ফিফটি তুলে নিয়েছেন উইলিয়ামসন। এ প্রতিবেদন নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২.৪ ওভারে ২ উইকেটে ১৬০ রান। উইলিয়ামসন ৬৭ ও ড্যারিল মিচেল ৩০ রানে অপরাজিত আছেন।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
২ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৪ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে