ক্রীড়া ডেস্ক
১২ আগস্টের মধ্যেই বিসিবি নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করবে। ওয়ানডে অধিনায়ক ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, ক্রিকেটপ্রেমীদের কৌতূহলও বাড়ছে-কে হবেন তামিমের উত্তরসূরি?
ঢাকার সোনারগাঁও হোটেলে মানিগ্রাম নামক ফাইন্যান্স সার্ভিসের এক অনুষ্ঠানে এসে প্রশ্নটার সামনে পড়লেন লিটন কুমার দাসও। এগিয়ে যেতে চাইলেও প্রশ্নটার জবাব দিতেই হলো জাতীয় দলের ওপেনারকে। এবং উত্তরে যা বললেন, তাতে ধরেই নেওয়া যেতে পারে অধিনায়কত্বে আগ্রহ আছে তাঁর। আগ্রহ যে আছে, সেটি তিনি ওই অনুষ্ঠানেই নিজের পছন্দের একাদশে নিজেকে অধিনায়ক হিসেবে রেখে বুঝিয়ে দেন লিটন। আর নেতৃত্বের প্রশ্নে দক্ষ কূটনীতিকের মতো বলে গেলেন, ‘এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের বিষয়। আপনারা হয়তো ২-১ দিনের ভেতরেই খবরটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে এই জিনিসটা বোর্ড থেকে পেলে খুব ভালো হবে। আমার বলা উচিত হবে না কোনো ভাবেই। যেহেতু আমি বোর্ডের কর্মীর মতো, পারিশ্রমিক পাই, উপার্জন করি। এই জিনিসগুলোর জন্য একটু অপেক্ষা করেন। ২-১ দিন অপেক্ষা করলেই পেয়ে যাবেন।’
নিজেও কী অপেক্ষা করছেন না লিটন! অপেক্ষা যে করছেন সেটি তার পরের কথাতেই পরিষ্কার। দায়িত্ব পেয়ে গেলে নিজেকে উজাড় করে দেবেন এমনটা জানিয়ে বললেন, ‘যেহেতু অনেক দিন ধরে খেলছি, দল আমার কাছে অনেক ভালো কিছু চায়। আমিও চাইব দেশকে ভালো কিছু দিতে। আমি শতভাগ দেওয়ার চেষ্টা করব যেটা সব সময় করে এসেছি।’
১২ আগস্টের মধ্যেই বিসিবি নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করবে। ওয়ানডে অধিনায়ক ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, ক্রিকেটপ্রেমীদের কৌতূহলও বাড়ছে-কে হবেন তামিমের উত্তরসূরি?
ঢাকার সোনারগাঁও হোটেলে মানিগ্রাম নামক ফাইন্যান্স সার্ভিসের এক অনুষ্ঠানে এসে প্রশ্নটার সামনে পড়লেন লিটন কুমার দাসও। এগিয়ে যেতে চাইলেও প্রশ্নটার জবাব দিতেই হলো জাতীয় দলের ওপেনারকে। এবং উত্তরে যা বললেন, তাতে ধরেই নেওয়া যেতে পারে অধিনায়কত্বে আগ্রহ আছে তাঁর। আগ্রহ যে আছে, সেটি তিনি ওই অনুষ্ঠানেই নিজের পছন্দের একাদশে নিজেকে অধিনায়ক হিসেবে রেখে বুঝিয়ে দেন লিটন। আর নেতৃত্বের প্রশ্নে দক্ষ কূটনীতিকের মতো বলে গেলেন, ‘এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের বিষয়। আপনারা হয়তো ২-১ দিনের ভেতরেই খবরটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে এই জিনিসটা বোর্ড থেকে পেলে খুব ভালো হবে। আমার বলা উচিত হবে না কোনো ভাবেই। যেহেতু আমি বোর্ডের কর্মীর মতো, পারিশ্রমিক পাই, উপার্জন করি। এই জিনিসগুলোর জন্য একটু অপেক্ষা করেন। ২-১ দিন অপেক্ষা করলেই পেয়ে যাবেন।’
নিজেও কী অপেক্ষা করছেন না লিটন! অপেক্ষা যে করছেন সেটি তার পরের কথাতেই পরিষ্কার। দায়িত্ব পেয়ে গেলে নিজেকে উজাড় করে দেবেন এমনটা জানিয়ে বললেন, ‘যেহেতু অনেক দিন ধরে খেলছি, দল আমার কাছে অনেক ভালো কিছু চায়। আমিও চাইব দেশকে ভালো কিছু দিতে। আমি শতভাগ দেওয়ার চেষ্টা করব যেটা সব সময় করে এসেছি।’
কোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
২৭ মিনিট আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেএগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
৩ ঘণ্টা আগে