ক্রীড়া ডেস্ক
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮ উইকেটের জয় এনে দেওয়ার ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন লোকেশ রাহুল। কিন্তু ৫৩ বলে ৮২ রানের ইনিংসের আনন্দটা উপভোগ করতে পারলেন কই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক? ম্যাচ শেষে যে দুঃসংবাদ পেয়েছেন তিনি।
অবশ্য শুধু রাহুলই নন, দুঃসংবাদটা পেয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও। দুজনকেই স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে। ১২ লাখ রুপি জরিমানা দিতে হবে তাঁদের। নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার বল শেষ করতে না পারার শাস্তি পেয়েছেন তাঁরা।
লক্ষ্ণৌ জয় পাওয়ায় রাহুলের হতাশা কিছুটা কমলেও রুতুরাজের দুদিকেই কপাল পুড়েছে। এবারের আইপিএলে প্রথমবারের মতো একই ম্যাচে দুই অধিনায়কের জরিমানার শাস্তি দেখা গেল। নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে এক ওভারের বেশি বাকি ছিল রাহুলের দল লক্ষ্ণৌর। অন্যদিকে সময়ের চেয়ে তিন ওভার পিছিয়ে ছিল মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যৌথভাবে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই।
গতকাল লক্ষ্ণৌতে প্রথমে ব্যাট করে রবীন্দ্র জাদেজার অপরাজিত ৫৭ এবং মহেন্দ্র সিং ধোনির অনবদ্য ২৮ রানের সৌজন্যে ৬ উইকেটে ১৭৬ রান করেছিল চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় লক্ষ্ণৌ। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৯ চার ও ৩ ছক্কায় ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন রাহুল। তাঁর মতো ফিফটি পেয়েছেন আরেক ওপেনার কুইন্টন ডি কক। ৫ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেছেন তিনি।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮ উইকেটের জয় এনে দেওয়ার ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন লোকেশ রাহুল। কিন্তু ৫৩ বলে ৮২ রানের ইনিংসের আনন্দটা উপভোগ করতে পারলেন কই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক? ম্যাচ শেষে যে দুঃসংবাদ পেয়েছেন তিনি।
অবশ্য শুধু রাহুলই নন, দুঃসংবাদটা পেয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও। দুজনকেই স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে। ১২ লাখ রুপি জরিমানা দিতে হবে তাঁদের। নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার বল শেষ করতে না পারার শাস্তি পেয়েছেন তাঁরা।
লক্ষ্ণৌ জয় পাওয়ায় রাহুলের হতাশা কিছুটা কমলেও রুতুরাজের দুদিকেই কপাল পুড়েছে। এবারের আইপিএলে প্রথমবারের মতো একই ম্যাচে দুই অধিনায়কের জরিমানার শাস্তি দেখা গেল। নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে এক ওভারের বেশি বাকি ছিল রাহুলের দল লক্ষ্ণৌর। অন্যদিকে সময়ের চেয়ে তিন ওভার পিছিয়ে ছিল মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যৌথভাবে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই।
গতকাল লক্ষ্ণৌতে প্রথমে ব্যাট করে রবীন্দ্র জাদেজার অপরাজিত ৫৭ এবং মহেন্দ্র সিং ধোনির অনবদ্য ২৮ রানের সৌজন্যে ৬ উইকেটে ১৭৬ রান করেছিল চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় লক্ষ্ণৌ। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৯ চার ও ৩ ছক্কায় ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন রাহুল। তাঁর মতো ফিফটি পেয়েছেন আরেক ওপেনার কুইন্টন ডি কক। ৫ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেছেন তিনি।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৬ ঘণ্টা আগে