ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের আশা আর পূরণ হলো না। গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছিলেন, শ্রীলঙ্কাকে ২৫০ রানের লক্ষ্যের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশ তাড়া করতে পারবে। আজ সেটা পার হয়ে এখন পর্যন্ত ৩২৫ রানে দাঁড়িয়েছে।
লাঞ্চের পর শ্রীলঙ্কার লিড যে ৩২৫ রানেও থামছে না, সেটা না বললেও চলে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষের আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৩৩ রান তুলেছে সফরকারীরা। ব্যাটিংয়ে আছেন প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।
সিলেটে ইতিমধ্যে দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন ধনঞ্জয়া-কামিন্দু। ৫০ রান করে অপরাজিত আছেন কামিন্দু। অন্যদিকে ৮৫ রান করে এখন জোড়া সেঞ্চুরির পথে অধিনায়ক ধনঞ্জয়া। সকালে অবশ্য তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৫ উইকেটে ১১৯ রানে দিন শুরু করতে নামা গত দিনের দুই অপরাজিত ব্যাটার ধনঞ্জয়া ও বিশ্ব ফার্নান্দো আজ দলীয় রানের সঙ্গে ৭ রান যোগ করতে পেরেছেন।
নাইট ওয়াচম্যান হিসেবে নামা বিশ্বকে আজ ব্যক্তিগত ৪ রানে আউট করে দিনের শুরুটা করেছিলেন খালেদ আহমেদ। কিন্তু দিনের তৃতীয় ওভারে পাওয়া সেই উইকেটই যে প্রথম সেশনের একমাত্র সাফল্য হবে, সেটা হয়তো কখনো ভাবেননি বাংলাদেশি বোলাররা।
স্বাগতিক বোলারদের উইকেট না পাওয়ার সেই হতাশা দিয়েছেন ধনঞ্জয়া ও কামিন্দু। প্রথম ইনিংসে ২০২ রানের জুটি গড়া দুই ব্যাটার আজ ১০৭ রানের জুটি গড়ে ক্রিজে আছেন। লক্ষ্যে তাড়া করার হিসাবে এমনিতেই শ্রীলঙ্কার ৩২৫ রানের লিড বাংলাদেশের নাগালের বাইরে। এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ। লাঞ্চের পর শ্রীলঙ্কা আরও কত বড় লক্ষ্য দেবে, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের আশা আর পূরণ হলো না। গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছিলেন, শ্রীলঙ্কাকে ২৫০ রানের লক্ষ্যের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশ তাড়া করতে পারবে। আজ সেটা পার হয়ে এখন পর্যন্ত ৩২৫ রানে দাঁড়িয়েছে।
লাঞ্চের পর শ্রীলঙ্কার লিড যে ৩২৫ রানেও থামছে না, সেটা না বললেও চলে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষের আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৩৩ রান তুলেছে সফরকারীরা। ব্যাটিংয়ে আছেন প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।
সিলেটে ইতিমধ্যে দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন ধনঞ্জয়া-কামিন্দু। ৫০ রান করে অপরাজিত আছেন কামিন্দু। অন্যদিকে ৮৫ রান করে এখন জোড়া সেঞ্চুরির পথে অধিনায়ক ধনঞ্জয়া। সকালে অবশ্য তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৫ উইকেটে ১১৯ রানে দিন শুরু করতে নামা গত দিনের দুই অপরাজিত ব্যাটার ধনঞ্জয়া ও বিশ্ব ফার্নান্দো আজ দলীয় রানের সঙ্গে ৭ রান যোগ করতে পেরেছেন।
নাইট ওয়াচম্যান হিসেবে নামা বিশ্বকে আজ ব্যক্তিগত ৪ রানে আউট করে দিনের শুরুটা করেছিলেন খালেদ আহমেদ। কিন্তু দিনের তৃতীয় ওভারে পাওয়া সেই উইকেটই যে প্রথম সেশনের একমাত্র সাফল্য হবে, সেটা হয়তো কখনো ভাবেননি বাংলাদেশি বোলাররা।
স্বাগতিক বোলারদের উইকেট না পাওয়ার সেই হতাশা দিয়েছেন ধনঞ্জয়া ও কামিন্দু। প্রথম ইনিংসে ২০২ রানের জুটি গড়া দুই ব্যাটার আজ ১০৭ রানের জুটি গড়ে ক্রিজে আছেন। লক্ষ্যে তাড়া করার হিসাবে এমনিতেই শ্রীলঙ্কার ৩২৫ রানের লিড বাংলাদেশের নাগালের বাইরে। এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ। লাঞ্চের পর শ্রীলঙ্কা আরও কত বড় লক্ষ্য দেবে, সেটাই এখন দেখার বিষয়।
এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
২৭ মিনিট আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৩৫ মিনিট আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৩ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৪ ঘণ্টা আগে