ক্রীড়া ডেস্ক
গত অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানের যে খরা লেগেছিল, অবশেষে সেটি কেটে গেছে। পুরোনো ফর্মে ফিরেছেন সূর্যকুমার যাদব। গত রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেছেন ২৬ বলে ৭ চার ও ৩ ছয়ে ৫৭ রানের ইনিংস। চলতি আইপিএলে এটিই তাঁর সর্বোচ্চ ইনিংস।
তবে এমন বিধ্বংসী খেলেও মুম্বাই ইন্ডিয়ানসকে জেতাতে পারেননি সূর্য। ১৩ রানে হেরেছে তাঁর দল। তবে আর্শদীপ সিংহের বলে নিভে যাওয়ার আগে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি। ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সূর্য।
আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্জাইজিসহ সব টি-টোয়েন্টি মিলিয়ে এই ভারতীয় ব্যাটারের বর্তমান রান ১৪৯.৫৫ স্ট্রাইক রেটে ৬০২১। দ্রুততম সময়ে ৬ হাজার রান করতে তাঁর লেগেছে ২২১ ইনিংস। ভারতীয়দের মধ্যে এই রেকর্ড গড়লেও এই অভিজাত ক্লাবে বেশ পিছিয়ে তিনি। দ্রুততম ৬ হাজার রানের রেকর্ডে সবার শীর্ষে ক্রিস গেইল। পরের স্থানে তাঁর সাবেক ক্যারিবিয়ান সতীর্থ আন্দ্রে রাসেল। এরপর আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও কাইরন পোলার্ড।
গত মার্চে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হ্যাটট্রিক ডাক মারেন সূর্য। এরপর আইপিলের শুরুতে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ১৫, ১, ০, ৪৩, ৭—পাঞ্জাবের বিপক্ষে ঝোড়ো ফিফটি পাওয়ার আগে এই ছিল আইপিএলে সূর্যের পাঁচ ইনিংস। গত শনিবার দল হারলেও নতুন রেকর্ড গড়েছেন তাঁর সতীর্থ রোহিত শর্মা। প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে ২৫০ ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক। এই ফ্র্যাঞ্চাইজি ইজি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারায় ক্রিস গেইল ও এবিডি ভিলিয়ার্সের পরেই রোহিতের অবস্থান।
গত অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানের যে খরা লেগেছিল, অবশেষে সেটি কেটে গেছে। পুরোনো ফর্মে ফিরেছেন সূর্যকুমার যাদব। গত রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেছেন ২৬ বলে ৭ চার ও ৩ ছয়ে ৫৭ রানের ইনিংস। চলতি আইপিএলে এটিই তাঁর সর্বোচ্চ ইনিংস।
তবে এমন বিধ্বংসী খেলেও মুম্বাই ইন্ডিয়ানসকে জেতাতে পারেননি সূর্য। ১৩ রানে হেরেছে তাঁর দল। তবে আর্শদীপ সিংহের বলে নিভে যাওয়ার আগে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি। ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সূর্য।
আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্জাইজিসহ সব টি-টোয়েন্টি মিলিয়ে এই ভারতীয় ব্যাটারের বর্তমান রান ১৪৯.৫৫ স্ট্রাইক রেটে ৬০২১। দ্রুততম সময়ে ৬ হাজার রান করতে তাঁর লেগেছে ২২১ ইনিংস। ভারতীয়দের মধ্যে এই রেকর্ড গড়লেও এই অভিজাত ক্লাবে বেশ পিছিয়ে তিনি। দ্রুততম ৬ হাজার রানের রেকর্ডে সবার শীর্ষে ক্রিস গেইল। পরের স্থানে তাঁর সাবেক ক্যারিবিয়ান সতীর্থ আন্দ্রে রাসেল। এরপর আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও কাইরন পোলার্ড।
গত মার্চে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হ্যাটট্রিক ডাক মারেন সূর্য। এরপর আইপিলের শুরুতে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ১৫, ১, ০, ৪৩, ৭—পাঞ্জাবের বিপক্ষে ঝোড়ো ফিফটি পাওয়ার আগে এই ছিল আইপিএলে সূর্যের পাঁচ ইনিংস। গত শনিবার দল হারলেও নতুন রেকর্ড গড়েছেন তাঁর সতীর্থ রোহিত শর্মা। প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে ২৫০ ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক। এই ফ্র্যাঞ্চাইজি ইজি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারায় ক্রিস গেইল ও এবিডি ভিলিয়ার্সের পরেই রোহিতের অবস্থান।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে