ক্রীড়া ডেস্ক
ব্রিসবেনে অষ্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিন রাজত্ব করেছেন বোলাররা। প্রথম দিনেই উইকেট পড়েছে ১৫ টি। বোলারদের রাজত্বের দিনে দারুণ ব্যাটিং করেছেন ট্রাভিস হেড। দুর্দান্ত এক ফিফটি করে অপরাজিত থেকে দিন শেষ করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। ৭ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকেরা।
গ্যাবায় আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর পঞ্চম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন টেম্বা বাভুমা ও কাইল ভেরেইন। ভেরেইন-বাভুমা যোগ করেন ৯৮ রান। ৩৮ রান করা বাভুমাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিচেল স্টার্ক। এখান থেকেই সফরকারীদের ইনিংসের ধ্বস নামা শুরু হয়। ১২৫ থেকে ১৫২-এই ২৭ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। সফরকারীদের ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন ভেরেইন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন নাথান লিওন এবং মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়াও তাঁদের ব্যাটিং ইনিংসের শুরুতে হোঁচট খায়। ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। এরপর চতুর্থ উইকেট জুটিতে ১১৭ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। স্মিথকে ফিরিয়ে এই জুটি ভাঙেন এনরিখ নরকীয়া। ৩৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। এরপর স্কট বোল্যান্ডকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়া ৫ উইকেটে ১৪৫ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে। হেড ৭৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। দুটি করে উইকেট নিয়েছেন রাবাদা ও নরকীয়া। একটি উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন।
ব্রিসবেনে অষ্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিন রাজত্ব করেছেন বোলাররা। প্রথম দিনেই উইকেট পড়েছে ১৫ টি। বোলারদের রাজত্বের দিনে দারুণ ব্যাটিং করেছেন ট্রাভিস হেড। দুর্দান্ত এক ফিফটি করে অপরাজিত থেকে দিন শেষ করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। ৭ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকেরা।
গ্যাবায় আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর পঞ্চম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন টেম্বা বাভুমা ও কাইল ভেরেইন। ভেরেইন-বাভুমা যোগ করেন ৯৮ রান। ৩৮ রান করা বাভুমাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিচেল স্টার্ক। এখান থেকেই সফরকারীদের ইনিংসের ধ্বস নামা শুরু হয়। ১২৫ থেকে ১৫২-এই ২৭ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। সফরকারীদের ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন ভেরেইন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন নাথান লিওন এবং মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়াও তাঁদের ব্যাটিং ইনিংসের শুরুতে হোঁচট খায়। ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। এরপর চতুর্থ উইকেট জুটিতে ১১৭ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। স্মিথকে ফিরিয়ে এই জুটি ভাঙেন এনরিখ নরকীয়া। ৩৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। এরপর স্কট বোল্যান্ডকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়া ৫ উইকেটে ১৪৫ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে। হেড ৭৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। দুটি করে উইকেট নিয়েছেন রাবাদা ও নরকীয়া। একটি উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
২ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৪ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৫ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৫ ঘণ্টা আগে