নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে তাঁদের চারজনেরও বন্ধুত্বের শুরু। দুজন পেস বোলার, একজন স্পিনার, অন্যজন ছিলেন মারকুটে ব্যাটার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে কয়েক বছর একসঙ্গে খেলেছেন তাঁরা। এখন পেশাগত দিক থেকে আলাদা হলেও বন্ধুত্বের বন্ধন রয়েছে আগের মতোই অটুট।
অনেক দিন পর আজ আবারও একসঙ্গে দেখা গেছে চারজনকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুবাদে একত্র হয়েছেন মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, আফতাব আহমেদ ও নাজমুল হোসেন। বাউন্ডারি লাইনের বাইরে বসে আড্ডায় মজেছেন তাঁরা।
দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি সংসদ সদস্য। খেলার মাঠের চেয়ে রাজনীতির মাঠেই বেশি ব্যস্ত থাকতে হয় তাঁকে। অবসরের পর রাজ্জাক হয়েছেন জাতীয় দলের নির্বাচক। আর আফতাব-নাজমুল জড়িয়েছেন কোচিংয়ে।
২০০০ সালে মাশরাফি-রাজ্জাক-আফতাব-নাজমুলের বন্ধুত্ব গড়ে ওঠে। প্রায় এক দশক একসঙ্গে খেলেছেন বাংলাদেশ দলে। ২০১১-১২ মৌসুম শেষে পেশাদার ক্রিকেটকে বিদায় বলেন আফতাব ও নাজমুল। কিন্তু পায়ে সাত-সাতবার অস্ত্রোপচার করিয়েও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যান মাশরাফি। বোলিং অ্যাকশন শুধরে ফেরেন রাজ্জাকও।
২০২০ সালে ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর মাশরাফিকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। এ নিয়ে কোনো ভাবনা না থাকলেও আরও কয়েক বছর ক্রিকেট চালিয়ে যান তিনি।
৩৮ বছর বয়সী ম্যাশ এবারের ডিপিএলে নাম লিখিয়েছেন রূপগঞ্জ টাইগার্সে। এই দলেরই কোচ তাঁর দুই বন্ধু আফতাব ও নাজমুল। আর রাজ্জাক এসেছেন খেলোয়াড় নির্বাচনের কাজে।
বন্ধুত্বের মাঝে পেশাদারির ছাপ তুলে ধরে কদিন আগে ফেসবুকে মাশরাফি লিখেছিলেন, ‘সম্পর্কগুলো একই আছে, একে-অপরের প্রতি সম্মান আগের মতোই অটুট, কাজের ধরন হয়তো বদলেছে, কিন্তু জায়গাটা সেই একই—ভালোবাসার ২২ গজ। তোরা বন্ধু, ছোট ভাই থেকে এখন আমার কোচ। আমি কিন্তু দারুণ উপভোগ করছি, আশা করি তোরাও।’
মাশরাফির মতো একই গল্প শুনিয়েছেন আফতাব আহমেদও। আজকের পত্রিকাকে আজ রূপগঞ্জের এই কোচ বলেছেন, ‘২০০০ সাল থেকে আমরা বন্ধু। ৪-৫ বছর পর একসঙ্গে জাতীয় দলেও খেলেছি। এখন আমি কোচ আর মাশরাফি আমার দলের খেলোয়াড়। আসলে বন্ধুত্বটা মধুর হওয়াতে কাজ করতে বেশ ভালো লাগে। নিজেদের মাঝে ভালো বোঝাপড়া আছে। সে এত চোট-সার্জারি নিয়েও যেভাবে খেলে চলেছে, তা আমাকে মুগ্ধ করে।’
ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে তাঁদের চারজনেরও বন্ধুত্বের শুরু। দুজন পেস বোলার, একজন স্পিনার, অন্যজন ছিলেন মারকুটে ব্যাটার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে কয়েক বছর একসঙ্গে খেলেছেন তাঁরা। এখন পেশাগত দিক থেকে আলাদা হলেও বন্ধুত্বের বন্ধন রয়েছে আগের মতোই অটুট।
অনেক দিন পর আজ আবারও একসঙ্গে দেখা গেছে চারজনকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুবাদে একত্র হয়েছেন মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, আফতাব আহমেদ ও নাজমুল হোসেন। বাউন্ডারি লাইনের বাইরে বসে আড্ডায় মজেছেন তাঁরা।
দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি সংসদ সদস্য। খেলার মাঠের চেয়ে রাজনীতির মাঠেই বেশি ব্যস্ত থাকতে হয় তাঁকে। অবসরের পর রাজ্জাক হয়েছেন জাতীয় দলের নির্বাচক। আর আফতাব-নাজমুল জড়িয়েছেন কোচিংয়ে।
২০০০ সালে মাশরাফি-রাজ্জাক-আফতাব-নাজমুলের বন্ধুত্ব গড়ে ওঠে। প্রায় এক দশক একসঙ্গে খেলেছেন বাংলাদেশ দলে। ২০১১-১২ মৌসুম শেষে পেশাদার ক্রিকেটকে বিদায় বলেন আফতাব ও নাজমুল। কিন্তু পায়ে সাত-সাতবার অস্ত্রোপচার করিয়েও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যান মাশরাফি। বোলিং অ্যাকশন শুধরে ফেরেন রাজ্জাকও।
২০২০ সালে ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর মাশরাফিকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। এ নিয়ে কোনো ভাবনা না থাকলেও আরও কয়েক বছর ক্রিকেট চালিয়ে যান তিনি।
৩৮ বছর বয়সী ম্যাশ এবারের ডিপিএলে নাম লিখিয়েছেন রূপগঞ্জ টাইগার্সে। এই দলেরই কোচ তাঁর দুই বন্ধু আফতাব ও নাজমুল। আর রাজ্জাক এসেছেন খেলোয়াড় নির্বাচনের কাজে।
বন্ধুত্বের মাঝে পেশাদারির ছাপ তুলে ধরে কদিন আগে ফেসবুকে মাশরাফি লিখেছিলেন, ‘সম্পর্কগুলো একই আছে, একে-অপরের প্রতি সম্মান আগের মতোই অটুট, কাজের ধরন হয়তো বদলেছে, কিন্তু জায়গাটা সেই একই—ভালোবাসার ২২ গজ। তোরা বন্ধু, ছোট ভাই থেকে এখন আমার কোচ। আমি কিন্তু দারুণ উপভোগ করছি, আশা করি তোরাও।’
মাশরাফির মতো একই গল্প শুনিয়েছেন আফতাব আহমেদও। আজকের পত্রিকাকে আজ রূপগঞ্জের এই কোচ বলেছেন, ‘২০০০ সাল থেকে আমরা বন্ধু। ৪-৫ বছর পর একসঙ্গে জাতীয় দলেও খেলেছি। এখন আমি কোচ আর মাশরাফি আমার দলের খেলোয়াড়। আসলে বন্ধুত্বটা মধুর হওয়াতে কাজ করতে বেশ ভালো লাগে। নিজেদের মাঝে ভালো বোঝাপড়া আছে। সে এত চোট-সার্জারি নিয়েও যেভাবে খেলে চলেছে, তা আমাকে মুগ্ধ করে।’
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
১ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
১ ঘণ্টা আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
২ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৪ ঘণ্টা আগে