Ajker Patrika

কোহলির নাম শুনতেই কি বিরক্ত গম্ভীর

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৫৮
কোহলির নাম শুনতেই কি বিরক্ত গম্ভীর

বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের ঝগড়ার ঘটনা তো সবারই জানা। আইপিএলে তাঁদের কথা কাটাকাটির ঘটনা রীতিমতো ভাইরাল সামাজিকমাধ্যমে। এবারের এশিয়া কাপে সেই ব্যাপারটিই যেন আবার নতুন করে সামনে এসেছে।

এবারের এশিয়া কাপে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন গৌতম গম্ভীর। আর এ সপ্তাহের শনিবার পাল্লেকেলেতে টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচ শেষে গম্ভীর যখন চলে যাচ্ছিলেন, তখন একদল ভক্ত-সমর্থক তাঁকে উদ্দেশ্য করে ‘কোহলি, কোহলি’ বলে স্লোগান দেন। তাতে মেজাজ হারান গম্ভীর। সমর্থকদের উদ্দেশ্যে মধ্যাঙ্গুলি দেখান ভারতের সাবেক এই বাঁহাতি ব্যাটার।

গম্ভীরের এই ঘটনা দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর গতকাল গণমাধ্যমের সামনে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। ভারতের সাবেক এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘পাকিস্তানি সমর্থকেরা ভারতবিরোধী স্লোগান দিচ্ছিলেন। কাশ্মীর নিয়েও তারা মন্তব্য করছিলেন। ভারতীয় হিসেবে আমার দেশ সম্পর্কে কেউ কিছু বললে আমি তা সহ্য করব না। এ কারণেই আমি তেমন প্রতিক্রিয়া দেখিয়েছি। সামাজিকমাধ্যমে আপনারা যা দেখেন তা সবসময় সঠিক না।’

এ বছরের ১ মে আইপিএলে মুখোমুখি হয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলি খেলেন বেঙ্গালুরুর হয়ে আর গম্ভীর ছিলেন লক্ষ্ণৌর পরামর্শকের দায়িত্বে। সেদিন ম্যাচ শেষে কোহলির কথা কাটাকাটি হয় লক্ষ্ণৌর নাভিন উল হকের সঙ্গে। এ সময় আগুনে ঘি ঢালতে আসেন গম্ভীর। দুই জনকেই (কোহলি, গম্ভীর) ম্যাচ ফির শতভাগ জরিমানা গুনতে হয়েছিল। এর আগে ২০১১ আইপিএলেও তর্কে জড়িয়েছিলেন এই দুই ক্রিকেটার। কোহলি খেলেন বেঙ্গালুরুর হয়ে আর গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কোহলি আউট হওয়ার পর তাঁর সঙ্গে গম্ভীরের তর্ক শুরু হয়। গম্ভীরকে শান্ত করতে এগিয়ে আসেন কলকাতায় তাঁরই সতীর্থ রজত ভাটিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত