Ajker Patrika

আইপিএলে পারেননি কোহলি বিশ্বকাপে কি পারবেন

ক্রীড়া ডেস্ক
আইপিএলে পারেননি কোহলি বিশ্বকাপে কি পারবেন

এবারের বিশ্বকাপে ব্যাটিংয়ের অনেক রেকর্ডই ভেঙেছেন বিরাট কোহলি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ফিফটি, এক বিশ্বকাপে সর্বোচ্চ রান ও পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ভারতীয় ব্যাটারের আজও সুযোগ ছিল বেশ কিছু রেকর্ড নিজের করে নেওয়ার। 

বিশ্বকাপ ফাইনালে ৫৪ রানে আউট হওয়ায় ভারতের প্রথম ব্যাটার হিসেবে ফাইনালে সেঞ্চুরি করার কীর্তি গড়া হলো না কোহলির। প্যাট কামিন্সের নিরীহ এক বলে বোল্ড হয়ে অতীতের এক দুঃসহ স্মৃতিকেই যেন মনে করাচ্ছেন কোহলি। তাঁর ভুলে যাওয়ার মতো স্মৃতিটি হচ্ছে আইপিএলের এক টুর্নামেন্টে সর্বোচ্চ রান ও আজকের মতো সমান রানের ইনিংস খেলেও শিরোপা না জেতার আক্ষেপ। 

আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার কোহলি। তবে কোনোবারও শিরোপা জেতা হয়নি বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের এই ব্যাটারের। তিনবার বেঙ্গালুরুর হয়ে ফাইনালে খেললেও হতাশাই সঙ্গী হয়েছে তাঁর। সর্বশেষ ২০১৬ আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন তিনি। সেবার টুর্নামেন্টের সেরা রান স্কোরার তো ছিলেনই, আইপিএলের ইতিহাসে এক সংস্করণে সর্বোচ্চ ৯৬৩ রানের রেকর্ডও গড়েন তিনি। 

তবে, রেকর্ডের মালা গলায় পড়লেও চ্যাম্পিয়নের পদক গলায় ঝুলাতে পারেননি কোহলি। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০০ রান করে তাঁর দল বেঙ্গালুরু। ৮ রানে ফাইনাল হারার দিন কোহলির ব্যাট থেকে ৩৫ বলে ৫৪ রান এসেছিল। সেদিনের মতো আজও ৫৪ রান করেছেন তিনি। এবারও টুর্নামেন্টের সেরা ব্যাটার। ৯ ম্যাচে করেছেন ৭৬৫ রান। 

দুই টুর্নামেন্টে কোহলির পারফরম্যান্সের মিল থাকার কারণেই শঙ্কা জাগছে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারবেন কি? অবশ্য আইপিএলে কখন চ্যাম্পিয়ন হতে না পারলেও ২০১১ বিশ্বকাপের জয়ী সদস্য তিনি। পুনরায় এমন স্মৃতিতে ভুগতে না চাইলে অস্ট্রেলিয়াকে ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে দেওয়া যাবে না তাঁর দল ভারতকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত