ক্রীড়া ডেস্ক
রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে সেন্ট লুসিয়ায় যেন লু হাওয়া বয়ে গেল অস্ট্রেলিয়ার বোলারদের ওপর দিয়ে। ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যাটিং সহায়ক উইকেটে এই সিদ্ধান্তের খেসারতই যেন দিয়ে যাচ্ছে তারা।
১১ ওভারেই ভারত তুলেছে ২ উইকেটে ১২৭ রান। এর মধ্যে ভারতীয় অধিনায়ক রোহিতেরই ৯২ রান। ১২ তম ওভারে মিচেল স্টার্কের শিকার হওয়ার আগে মেরেছেন ৮টি ছক্কা ও ৭টি চার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে রোহিতের ছক্কা হলো ১৩৩ টি। কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে একজন ব্যাটারের এটাই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ১৩০টি ছক্কা মেরেছেন ইংল্যান্ডের বিপক্ষে।
আজিদের বিপক্ষে আজ মাত্র ১৯ বলে ফিফটি করেছেন রোহিত, যা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির তালিকায় শীর্ষস্থান জায়গা করে নিয়েছে। পাওয়ার-প্লেতে ভারত তুলেছে ৬০ রান। এর মধ্যে রোহিতের ২১ বলে ৫১ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার-প্লেতে সবচেয়ে বেশি রান তোলা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে এখন রোহিত। পাওয়ার-প্লেতে তাঁর চেয়ে বেশি রান তুলেছেন নেদারল্যান্ডসের স্টিফেন মাইবুর ও বাংলাদেশের লিটন দাস।
মাইবুর ২০২৪ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়ার-প্লেতে ২১ বলে ৫৭ রান তোলেন। লিটন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৪ বলে করেন ৫৪ রান। তবে বিশ্বকাপে কোনো দলের বিপক্ষে ভারতের পক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিয়েছেন রোহিত। আজ এই ওপেনার ছক্কা মেরেছেন ৮ টি। ২০০৭ বিশ্বকাপে ভারতের সাবেক হার্ড হিটার যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে মেরেছিলেন ৭টি ছক্কা। এত দিন সেটি ছিল তাদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুরেশ রায়নার (১০১) পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এখন রোহিতের ৯২। অধিনায়ক হিসেবেও ক্রিস গেইলের (৯৮) পর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস তাঁর। ৪১ বলে ৯২ রানের ইনিংসের কল্যাণে বড় সংগ্রহের পথে ভারত।
রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে সেন্ট লুসিয়ায় যেন লু হাওয়া বয়ে গেল অস্ট্রেলিয়ার বোলারদের ওপর দিয়ে। ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যাটিং সহায়ক উইকেটে এই সিদ্ধান্তের খেসারতই যেন দিয়ে যাচ্ছে তারা।
১১ ওভারেই ভারত তুলেছে ২ উইকেটে ১২৭ রান। এর মধ্যে ভারতীয় অধিনায়ক রোহিতেরই ৯২ রান। ১২ তম ওভারে মিচেল স্টার্কের শিকার হওয়ার আগে মেরেছেন ৮টি ছক্কা ও ৭টি চার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে রোহিতের ছক্কা হলো ১৩৩ টি। কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে একজন ব্যাটারের এটাই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ১৩০টি ছক্কা মেরেছেন ইংল্যান্ডের বিপক্ষে।
আজিদের বিপক্ষে আজ মাত্র ১৯ বলে ফিফটি করেছেন রোহিত, যা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির তালিকায় শীর্ষস্থান জায়গা করে নিয়েছে। পাওয়ার-প্লেতে ভারত তুলেছে ৬০ রান। এর মধ্যে রোহিতের ২১ বলে ৫১ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার-প্লেতে সবচেয়ে বেশি রান তোলা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে এখন রোহিত। পাওয়ার-প্লেতে তাঁর চেয়ে বেশি রান তুলেছেন নেদারল্যান্ডসের স্টিফেন মাইবুর ও বাংলাদেশের লিটন দাস।
মাইবুর ২০২৪ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়ার-প্লেতে ২১ বলে ৫৭ রান তোলেন। লিটন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৪ বলে করেন ৫৪ রান। তবে বিশ্বকাপে কোনো দলের বিপক্ষে ভারতের পক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিয়েছেন রোহিত। আজ এই ওপেনার ছক্কা মেরেছেন ৮ টি। ২০০৭ বিশ্বকাপে ভারতের সাবেক হার্ড হিটার যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে মেরেছিলেন ৭টি ছক্কা। এত দিন সেটি ছিল তাদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুরেশ রায়নার (১০১) পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এখন রোহিতের ৯২। অধিনায়ক হিসেবেও ক্রিস গেইলের (৯৮) পর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস তাঁর। ৪১ বলে ৯২ রানের ইনিংসের কল্যাণে বড় সংগ্রহের পথে ভারত।
এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
১ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৩ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৪ ঘণ্টা আগে