বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে দিশেহারা নেপালও

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে ১৪১ রানে গুটিয়ে গেল নেপাল। ছবি: এসিসি

২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের বোলিংটা হচ্ছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ২০০ রান করার আগেই গুটিয়ে দিয়েছিল আফগানিস্তানকে। সেই ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রেখেছে দুবাইয়ে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষেও। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫০-এর আগেই গুটিয়ে গেল নেপাল।

এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ ও নেপালের শুরুটা হয়েছে দুই রকম। দুবাইয়ে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনটা শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অন্যদিকে নেপাল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার কাছে হেরেছিল ৫৫ রানে। আজও বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে দেখা গেছে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং ব্যর্থতা। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে নেপাল অলআউট হয়েছে ১৪১ রানে।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। প্রথমে ব্যাটিং পাওয়া নেপাল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। রানরেট ছিল ৩-এর চেয়েও কম। ৩৪.৪ ওভারে নেপালের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৯৩ রানে।

বিপদে পড়া দলটি দিশা খুঁজে পায় অষ্টম উইকেটে উত্তম মাগার ও অভিষেক তিওয়ারির ৩৬ রানের জুটিতে। ৪৩তম ওভারের প্রথম বলে উত্তম রানআউটের শিকার হলে নেপালের স্কোর হয়ে যায় ৪২.১ ওভারে ৮ উইকেটে ১২৯ রান।

অষ্টম উইকেটের জুটি ভাঙার পর দ্রুতই শেষ হয়ে যায় নেপাল। ৪৫.৪ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন আকাশ ত্রিপাঠি। ৭৭ বলে ৪৩ রান করেন আকাশ। ইনিংসে ৫ চার মারেন নেপালের এই ওপেনার। বাংলাদেশের রিজান হোসেন, ইকবাল হোসেন ইমন, আল ফাহাদ নিয়েছেন ২টি করে উইকেট। যেখানে রিজান ৬ ওভারে খরচ করেন ৮ রান। এক ওভার মেডেনও দিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৫ ওভারে ১ উইকেটে ২৪ রান করেছে। ২০ বলে ১৭ রানে ব্যাটিং করছেন ওপেনার জাওয়াদ আবরার। আরেক ওপেনার কালাম সিদ্দিকি বিদায় নিয়েছেন শূন্য রানে। খেলেছেন কেবল ২ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত