ক্রীড়া ডেস্ক
দুর্দান্ত খেলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠেছে বাংলাদেশ। তবে সেমিফাইনালে ওঠার পথে আজ বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে হেরেছে ২৮ রানে। তবু ভারত ও আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে বাংলাদেশ দারুণ কিছু করবে বলে আশা নাজমুল হোসেন শান্তর।
সুপার এইটে গ্রুপ ‘ওয়ানে’ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। অস্ট্রেলিয়ার কাছে হারের পর দ্রুতই আরেকটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। অ্যান্টিগায় আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রতিবেশী ভারতের বিপক্ষে খেলবেন শান্ত-সাকিব আল হাসানরা। বাংলাদেশের নেট রানরেট এখন-২.৪৭১ ও ভারতের + ২.৩৫। অপর দল আফগানিস্তান গত রাতে ভারতের কাছে ৪৭ রানে হারলেও টুর্নামেন্টজুড়ে দারুণ বোলিং করছেন ফজলহক ফারুকি, রশিদ খানরা। দুই এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে জেতা গুরুত্বপূর্ণ মনে করছেন শান্ত। অস্ট্রেলিয়া ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, অবশ্যই দুটি ম্যাচ (ভারত ও আফগানিস্তানের) আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাচ দুটি থেকে পাওয়ার অনেক কিছু আছে। কারণ দুটি ম্যাচ যদি জিততে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো অবস্থানে যেতে পারব। প্রত্যেক ম্যাচই আমরা জয়ের জন্য খেলব।’
টি-টোয়েন্টিতে অনেক দিন ধরেই বাংলাদেশ আশানুরূপ ব্যাটিং করতে পারছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ০ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে শান্ত-লিটন দাসের জুটি ৪৮ বল টিকলেও রান উঠেছে ৫৮। শান্ত ও লিটন দুজনেই অ্যাডাম জাম্পার শিকার হয়েছেন। ৩৬ বলে ৪১ রান করেছেন শান্ত এবং লিটন করেছেন ২৫ বলে ১৬ রান। লোয়ার মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের ২৮ বলে ৪০ রানের ইনিংসই বাংলাদেশকে ১৪০ পর্যন্ত টেনে নিয়ে গেছে। এমন হতাশাজনক ব্যাটিংয়ের উত্তর জানেন না স্বয়ং শান্তও। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘স্বাধীনতা নিয়ে খেলার কথাটা যে বললেন, সবাইকে সেটা বলা হয়েছে। ম্যাচে গিয়ে যার যার মতো খেলার চেষ্টা করছে। তবে কেন হচ্ছে না সেটা সত্যিই আমার জানা নেই। এভাবে যদি খেলি, বোলারদের জন্য তা অনেক কঠিন।’
আরও পড়ুন:
দুর্দান্ত খেলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠেছে বাংলাদেশ। তবে সেমিফাইনালে ওঠার পথে আজ বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে হেরেছে ২৮ রানে। তবু ভারত ও আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে বাংলাদেশ দারুণ কিছু করবে বলে আশা নাজমুল হোসেন শান্তর।
সুপার এইটে গ্রুপ ‘ওয়ানে’ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। অস্ট্রেলিয়ার কাছে হারের পর দ্রুতই আরেকটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। অ্যান্টিগায় আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রতিবেশী ভারতের বিপক্ষে খেলবেন শান্ত-সাকিব আল হাসানরা। বাংলাদেশের নেট রানরেট এখন-২.৪৭১ ও ভারতের + ২.৩৫। অপর দল আফগানিস্তান গত রাতে ভারতের কাছে ৪৭ রানে হারলেও টুর্নামেন্টজুড়ে দারুণ বোলিং করছেন ফজলহক ফারুকি, রশিদ খানরা। দুই এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে জেতা গুরুত্বপূর্ণ মনে করছেন শান্ত। অস্ট্রেলিয়া ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, অবশ্যই দুটি ম্যাচ (ভারত ও আফগানিস্তানের) আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাচ দুটি থেকে পাওয়ার অনেক কিছু আছে। কারণ দুটি ম্যাচ যদি জিততে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো অবস্থানে যেতে পারব। প্রত্যেক ম্যাচই আমরা জয়ের জন্য খেলব।’
টি-টোয়েন্টিতে অনেক দিন ধরেই বাংলাদেশ আশানুরূপ ব্যাটিং করতে পারছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ০ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে শান্ত-লিটন দাসের জুটি ৪৮ বল টিকলেও রান উঠেছে ৫৮। শান্ত ও লিটন দুজনেই অ্যাডাম জাম্পার শিকার হয়েছেন। ৩৬ বলে ৪১ রান করেছেন শান্ত এবং লিটন করেছেন ২৫ বলে ১৬ রান। লোয়ার মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের ২৮ বলে ৪০ রানের ইনিংসই বাংলাদেশকে ১৪০ পর্যন্ত টেনে নিয়ে গেছে। এমন হতাশাজনক ব্যাটিংয়ের উত্তর জানেন না স্বয়ং শান্তও। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘স্বাধীনতা নিয়ে খেলার কথাটা যে বললেন, সবাইকে সেটা বলা হয়েছে। ম্যাচে গিয়ে যার যার মতো খেলার চেষ্টা করছে। তবে কেন হচ্ছে না সেটা সত্যিই আমার জানা নেই। এভাবে যদি খেলি, বোলারদের জন্য তা অনেক কঠিন।’
আরও পড়ুন:
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২২ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে