পেস দিয়ে বাংলাদেশকে ঘায়েল করতে চান এনগিডি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২, ২০: ২২

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ আছে ফুরফুরে অবস্থায়। অন্যদিকে প্রোটিয়াদের প্রথম ম্যাচ জয়ে বাধ সেঁধেছিল বৃষ্টি। আগামীকাল সিডনিতে তাই বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ভিন্ন অনুভূতি নিয়ে। আর এই ম্যাচ জেতার লক্ষ্যে পেস আক্রমণ দিয়ে বাংলাদেশকে ভড়কে দিতে চান লুঙ্গি এনগিডি।

দ. আফ্রিকা দলে আছেন এনগিদি, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনের মতো একগাদা তারকা পেসার। পেস আক্রমণ প্রোটিয়াদের শক্তির জায়গা বলে মনে করেন এনগিদি। আর বাংলাদেশকে এই পেস আক্রমণ দিয়েই ঘায়েল করতে চান তিনি। দ. আফ্রিকার এই পেসার বলেন, ‘আমি মনে করি, আমরা আমাদের শক্তির জায়গা থেকেই খেলছি। শুরু থেকেই আমরা দেখছি, টুর্নামেন্টে পেসাররা বেশি সফল হচ্ছে। বাংলাদেশকে আমরা আমাদের শক্তির জায়গা থেকেই আক্রমণ করব এবং তা হচ্ছে পেস।’

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ মুখোমুখি হয় চলতি বছরের মার্চ-এপ্রিলে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। আর এবার দল দুটি মুখোমুখি হবে টি-টোয়েন্টিতে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স তেমন একটা সন্তোষজনক নয়। এনগিদির মতে, কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘আমি মনে করি, কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, তারা (বাংলাদেশ) আমাদের ঘরের মাঠে ওয়ানডেতে জিতেছে এবং আমরা পাত্তাই পায়নি। আগামীকাল নতুন দিন, নতুন খেলা এবং আমরা এই ব্যাপারটাও মাথায় রাখছি, তারা আগে কেমন খেলেছে। তবে আমি যেমনটা বললাম, আগামীকাল নতুন দিন, দেখা যাক কি হয়।’ 

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ একটা ম্যাচও জেতেনি। ৭ ম্যাচের ৭টিতেই হেরেছে বাংলাদেশ। এই সংস্করণে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। আবুধাবিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল প্রোটিয়ারা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত