ক্রীড়া ডেস্ক
রোহিত শর্মাকে ছাড়াই পার্থে জিতেছে ভারত। রোহিতকে নিয়ে খেলে হেরেছে অ্যাডিলেডে। অতএব, বোর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের পরাজয়ের কারণ দলে রোহিতের উপস্থিতি! যুক্তিবিদ্যার ‘ফ্যালাসি তত্ত্বে’র এই যুক্তিটাই আলোচনায়। অ্যাডিলেডে রোহিতের উপস্থিতি কোনোই কাজে আসেনি দলের। উল্টো তাঁর ফর্মহীনতাই ডুবিয়েছে ভারতকে!
অস্ট্রেলিয়ার গোলাপি দুর্গ অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টের দুই ইনিংসে ৩ ও ৬ রান করেছেন রোহিত। প্রথম ইনিংসে ৩ রান করতে খেলেছেন ২৩ বল। সবচেয়ে উদ্বেগের বিষয় উইকেটে মোটেও স্বাচ্ছন্দ্য মনে হয়নি তাঁকে। অ্যাডিলেডের পারফরম্যান্স দেখে ভারতীয় অধিনায়ককে তো বাতিলের খাতাতেই ফেলে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ড্যারিল কালিনান, ‘রোহিতের ওজন অনেক বেড়ে গেছে। এত ওজন নিয়ে লম্বা সময় খেলা যায় না। একজন অ্যাথলেটের যেমন শারীরিক অবস্থা হওয়া উচিত, সেই অবস্থায় নেই ও। পুরো একটা টেস্ট সিরিজ খেলার মতো অবস্থা ওর নেই।’
শুধু অ্যাডিলেডেই নয়, আগের চার ইনিংসেও রান নেই রোহিতের; করেছেন—০, ৮, ১৮ ও ১১। অর্থাৎ শেষ ৬ ইনিংসে রোহিতের রান ৪৬!
আগামীকাল ভোরে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় ব্রিসবেন টেস্ট। এই টেস্টে মাঠে নামার আগে অধিনায়কের রানখরা ছাড়াও ভারতীয় শিবিরের চিন্তা জসপ্রীত বুমরাহকে নিয়ে। অ্যাডিলেডে বোলিংয়ের সময় পেশিতে টান পড়েছিল সফরকারী দলের স্ট্রাইক বোলারের। তিন দিনেই শেষ হয়ে যাওয়া গোলাপি টেস্টে সে চোটের পর মাত্র এক ওভারই বল করেছিলেন বুমরা। পরে ভারত দলের পেস বোলিং কোচ মরনে মরকেল সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বুমরার পেশির সমস্যা, তাঁর অন্য কোনো সমস্যা নেই। ‘কোনো সমস্যা না থাকলে’ মাঝের কয়দিন বিশ্রাম পাওয়ায় এমনিতেই তাঁর ফিট হয়ে যাওয়ার কথা। গতকাল অবশ্য নেটে বোলিং করেছেন বুমরা। অবশ্য সেটা মাত্র ৩০ মিনিটের জন্য।
আশা করা হচ্ছে, ব্রিসবেনে খেলবেন বুমরা। রোহিতের চেয়ে পরের টেস্টে বুমরার খেলাটা বেশি গুরুত্বপূর্ণ বলেই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং, ‘ভারতের জন্য বুমরা এতটাই গুরুত্বপূর্ণ যে, তাঁকে ছাড়া ভারত জিততে পারবে বলে মনে করি না আমি।’
তবে বুমরাকে নিয়েও যদি ব্রিসবেনে ভারত জিততে না পারে, তাহলে টানা তৃতীয়বারের মতন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনাটা নিজেদের নিয়ন্ত্রণে থাকবে না। তখন ফাইনাল খেলার জন্য তাকিয়ে থাকতে হবে অন্য দলের টেস্ট পারফরম্যান্সের ওপর। আর অস্ট্রেলিয়া জিতলে ফাইনাল থেকে এক জয়ের দূরত্বে থাকবে তারা।
ব্রিসবেনে আরেকটি টেস্ট খেলার আগে অবশ্য গ্যাবায় আগের সাক্ষাতের স্মৃতি রোমন্থন করতে পারে ভারত। ২০২১ সালে এখানে নাটকীয়ভাবে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছিল তারা; যা ক্রিকেটের এই ভেন্যুতে অস্ট্রেলিয়ার ৩৩ বছর অপরাজিত থাকার রেকর্ড ক্ষুণ্ন করেছিল।এবার কী অপেক্ষা করছে গ্যাবায়!
এদিকে অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে। অ্যাডিলেড টেস্টের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে অজিরা। ব্রিসবেনের গ্যাবায় ভারতের বিপক্ষে টেস্টে স্কট বোল্যান্ডের জায়গায় একাদশে এসেছেন জশ হ্যাজলউড।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের একাদশ
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ হ্যাজলউড, মিচেল মার্শ, মারনাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল স্টার্ক
রোহিত শর্মাকে ছাড়াই পার্থে জিতেছে ভারত। রোহিতকে নিয়ে খেলে হেরেছে অ্যাডিলেডে। অতএব, বোর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের পরাজয়ের কারণ দলে রোহিতের উপস্থিতি! যুক্তিবিদ্যার ‘ফ্যালাসি তত্ত্বে’র এই যুক্তিটাই আলোচনায়। অ্যাডিলেডে রোহিতের উপস্থিতি কোনোই কাজে আসেনি দলের। উল্টো তাঁর ফর্মহীনতাই ডুবিয়েছে ভারতকে!
অস্ট্রেলিয়ার গোলাপি দুর্গ অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টের দুই ইনিংসে ৩ ও ৬ রান করেছেন রোহিত। প্রথম ইনিংসে ৩ রান করতে খেলেছেন ২৩ বল। সবচেয়ে উদ্বেগের বিষয় উইকেটে মোটেও স্বাচ্ছন্দ্য মনে হয়নি তাঁকে। অ্যাডিলেডের পারফরম্যান্স দেখে ভারতীয় অধিনায়ককে তো বাতিলের খাতাতেই ফেলে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ড্যারিল কালিনান, ‘রোহিতের ওজন অনেক বেড়ে গেছে। এত ওজন নিয়ে লম্বা সময় খেলা যায় না। একজন অ্যাথলেটের যেমন শারীরিক অবস্থা হওয়া উচিত, সেই অবস্থায় নেই ও। পুরো একটা টেস্ট সিরিজ খেলার মতো অবস্থা ওর নেই।’
শুধু অ্যাডিলেডেই নয়, আগের চার ইনিংসেও রান নেই রোহিতের; করেছেন—০, ৮, ১৮ ও ১১। অর্থাৎ শেষ ৬ ইনিংসে রোহিতের রান ৪৬!
আগামীকাল ভোরে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় ব্রিসবেন টেস্ট। এই টেস্টে মাঠে নামার আগে অধিনায়কের রানখরা ছাড়াও ভারতীয় শিবিরের চিন্তা জসপ্রীত বুমরাহকে নিয়ে। অ্যাডিলেডে বোলিংয়ের সময় পেশিতে টান পড়েছিল সফরকারী দলের স্ট্রাইক বোলারের। তিন দিনেই শেষ হয়ে যাওয়া গোলাপি টেস্টে সে চোটের পর মাত্র এক ওভারই বল করেছিলেন বুমরা। পরে ভারত দলের পেস বোলিং কোচ মরনে মরকেল সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বুমরার পেশির সমস্যা, তাঁর অন্য কোনো সমস্যা নেই। ‘কোনো সমস্যা না থাকলে’ মাঝের কয়দিন বিশ্রাম পাওয়ায় এমনিতেই তাঁর ফিট হয়ে যাওয়ার কথা। গতকাল অবশ্য নেটে বোলিং করেছেন বুমরা। অবশ্য সেটা মাত্র ৩০ মিনিটের জন্য।
আশা করা হচ্ছে, ব্রিসবেনে খেলবেন বুমরা। রোহিতের চেয়ে পরের টেস্টে বুমরার খেলাটা বেশি গুরুত্বপূর্ণ বলেই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং, ‘ভারতের জন্য বুমরা এতটাই গুরুত্বপূর্ণ যে, তাঁকে ছাড়া ভারত জিততে পারবে বলে মনে করি না আমি।’
তবে বুমরাকে নিয়েও যদি ব্রিসবেনে ভারত জিততে না পারে, তাহলে টানা তৃতীয়বারের মতন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনাটা নিজেদের নিয়ন্ত্রণে থাকবে না। তখন ফাইনাল খেলার জন্য তাকিয়ে থাকতে হবে অন্য দলের টেস্ট পারফরম্যান্সের ওপর। আর অস্ট্রেলিয়া জিতলে ফাইনাল থেকে এক জয়ের দূরত্বে থাকবে তারা।
ব্রিসবেনে আরেকটি টেস্ট খেলার আগে অবশ্য গ্যাবায় আগের সাক্ষাতের স্মৃতি রোমন্থন করতে পারে ভারত। ২০২১ সালে এখানে নাটকীয়ভাবে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছিল তারা; যা ক্রিকেটের এই ভেন্যুতে অস্ট্রেলিয়ার ৩৩ বছর অপরাজিত থাকার রেকর্ড ক্ষুণ্ন করেছিল।এবার কী অপেক্ষা করছে গ্যাবায়!
এদিকে অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে। অ্যাডিলেড টেস্টের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে অজিরা। ব্রিসবেনের গ্যাবায় ভারতের বিপক্ষে টেস্টে স্কট বোল্যান্ডের জায়গায় একাদশে এসেছেন জশ হ্যাজলউড।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের একাদশ
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ হ্যাজলউড, মিচেল মার্শ, মারনাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল স্টার্ক
ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি টেস্ট জিতলেও ওয়ানডে সিরিজে হতাশই করল বাংলাদেশ দল। ৫০ ওভারের সিরিজে ধবলধোলাইয়ের ধাক্কা নিয়ে পরশু থেকে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবেন লিটন দাসরা। তবে দলের ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার আশাবাদী, সেন্ট কিটসের প্রতিশোধ সেন্ট ভিনসেন্টে কুড়ি ওভারের সিরিজে নেবেন তাঁরা।
২২ মিনিট আগেগতকাল আবারও আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম। তাঁর পথ অনুসরণ করে আজ অবসর ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আমির। ২০২১ সালে একবার অবসর ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। কিন্তু ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অবসর ভেঙে আবারও ফিরেছিলেন দলের প্রয়োজনে। ইমাদের মতো আজ
২ ঘণ্টা আগে৫৭ বলে ৯৮ রান, ইনিংসের আরও ৯ বল বাকি। কিন্তু শেষ ৯ বলে স্ট্রাইক পেলেন না সায়েম আইয়ুব! ২ রানের জন্য হলো না টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। সায়েমকে অবশ্য খুব বেশি হতাশ হতে দেখা যায়নি। উল্টো স্ট্রাইকে থাকা ব্যাটারকে পিঠ সাপটে দিলেন বারবার এবং স্কোরে যত বেশি রান জমা করা যায়, মেরে খেলতে বললেন সতীর
৩ ঘণ্টা আগেএকটা সময় ছিল যখন আবাহনী-মোহামেডান ম্যাচ উত্তাপ ছড়াত। ম্যাচের আগে পাড়া-মহল্লায় ম্যাচ নিয়ে শুরু হতো আলোচনা। দুই দলের লড়াই নিয়ে আগের সেই উন্মাদনা এখন নেই। তবে অর্ধশতক বছর পেরোনো ঐতিহ্যের এই দ্বৈরথের সঙ্গে মিশে আছে অনেক হিসাব-নিকাশ। আজ দুপুর আড়াইটায় এ মৌসুমে প্রথমবার মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান। যে
৪ ঘণ্টা আগে