Ajker Patrika

অতীতে কী হয়েছে, সেটা নিয়ে এখন ভাবছে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালিয়র থেকে
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৫: ৩৬
অতীতে কী হয়েছে, সেটা নিয়ে এখন ভাবছে না বাংলাদেশ

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা এখন তাওহিদ হৃদয়। অভিষেকেই যিনি আয়ারল্যান্ডের বিপক্ষে ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। মাঝে কিছুটা ছন্দপতন ঘটলেও হৃদয় ফিরেছেন নিজের সেরা ছন্দে। তাঁর কাছে দলের যেমন প্রত্যাশা, তেমনি দলের প্রতি রয়েছে তাঁর দায়িত্বও। ২৩ বছর বয়সী এই ব্যাটার জানালেন, এবার তাঁর লক্ষ্য দলকে জয়ের পথে নিয়ে যাওয়া।

আজ দুপুরে গোয়ালিয়রে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আমরা এখানে খেলার সুযোগ পাচ্ছি, এটা আমাদের জন্য বড় ব্যাপার। আমি জয়ের জন্য মুখিয়ে আছি। চ্যালেঞ্জ যাই হোক, আমরা শুধু জয় নিয়েই ভাবছি। দেশে ভালো প্রস্তুতি নিয়ে এসেছি এবং আশা করছি, এখানে সফল হব।’

ভারতের মাটিতে বাংলাদেশের সুখস্মৃতির মধ্যে অন্যতম ২০১৯ সালে দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়। যদিও পরের দুই ম্যাচ হেরে সেই সিরিজ বাংলাদেশকে হারতে হয়েছিল ২–১ ব্যবধানে। এবার সেই চ্যালেঞ্জের পুনরাবৃত্তি হবে কি না—এমন প্রশ্নে হৃদয়ের জবাব, ‘আগে কী হয়েছে, তা নিয়ে ভাবছি না। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য।’

ভারতের মাঠে টি-টোয়েন্টি ম্যাচগুলো সাধারণত হাই-স্কোরিং হয়ে থাকে। এ বছরের আইপিএলে গড় রান ছিল প্রায় ২০০-এর কাছাকাছি। গোয়ালিয়রের নবনির্মিত সিন্ধিয়া স্টেডিয়ামেও কি তেমনই কোনো হাই-স্কোরিং ম্যাচ হবে? এ প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘জানতাম এখানে ঘরোয়া লিগে দুই শর ওপর রান হয়েছে। তবে ঘরোয়া ম্যাচ আর আন্তর্জাতিক ম্যাচ এক নয়। আমার মনে হয়েছে, পাশের উইকেটে খেলে বোঝা গেছে যে এখনকার উইকেট কিছুটা স্লো। আমরা ম্যাচের উইকেটের চরিত্র অনুযায়ী মানিয়ে নেওয়ার চেষ্টা করব এবং দলীয় পরিকল্পনা অনুযায়ী খেলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত