ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রায়ই একের পর এক নিয়ম বদল করে। যার মধ্যে একটি বলে থুতু লাগানোর নিষেধাজ্ঞা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এত দিন সেই ধারা বজায় ছিল। তবে ২০২৫ আইপিএলে বলে থুতু লাগাতে কোনো বাধা থাকছে না।
কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এই আইপিএলে বোলারদের বলে থুতু লাগাতে কোনো বাধা নেই। মুম্বাইয়ে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান কার্যালয়ে ২০২৫ আইপিএলের অধিনায়কদের সভার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিকাংশ অধিনায়কই বলে থুতু লাগানো নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কথা বলেছেন দেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে।
আইপিএলে বলে থুতু লাগানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন গণমাধ্যমে নিশ্চিত করেছে বিসিসিআইও। বার্তা সংস্থা পিটিআইকে বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘থুতু লাগানোর নিয়ম তুলে দেওয়া হয়েছে। অধিনায়ক ক্রিকেটারই এটার পক্ষে ছিল। পুনরায় সেটা চালু করার ব্যাপারে বিভিন্ন মতামত ছিল। তবে অনেকেই এটাকে সমর্থন দিয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর্যন্ত বলে থুতু ব্যবহারের সুযোগ ছিল। কিন্তু করোনা মহামারির কারণে ২০২০ সালের মে মাসে থুতু লাগিয়ে বল মসৃণ করা সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি। পরবর্তীতে ক্রিকেটের অভিভাবক সংস্থা ২০২২-এর সেপ্টেম্বরে স্থায়ীভাবে বলে থুতু লাগানো নিষিদ্ধ করে। ২০২৫ আইপিএলে আইসিসির নিষিদ্ধ নিয়ম যেহেতু ফিরছে, তাতে পেসারদের রিভার্স সুইয়ে অসুবিধা হবে না।
বলে থুতু দিলে রিভার্স সুইং করাটা পেসারদের জন্য অনেক সহজ হয় বলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সময় বলেছিলেন মোহাম্মদ শামি। আইসিসির নিয়মটা বদলানোর আবেদন করেছিলেন ভারতীয় এই পেসার। সদ্য সমাপ্ত আইসিসির এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ৫ ম্যাচে ৫.৬৮ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছিলেন শামি।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রায়ই একের পর এক নিয়ম বদল করে। যার মধ্যে একটি বলে থুতু লাগানোর নিষেধাজ্ঞা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এত দিন সেই ধারা বজায় ছিল। তবে ২০২৫ আইপিএলে বলে থুতু লাগাতে কোনো বাধা থাকছে না।
কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এই আইপিএলে বোলারদের বলে থুতু লাগাতে কোনো বাধা নেই। মুম্বাইয়ে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান কার্যালয়ে ২০২৫ আইপিএলের অধিনায়কদের সভার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিকাংশ অধিনায়কই বলে থুতু লাগানো নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কথা বলেছেন দেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে।
আইপিএলে বলে থুতু লাগানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন গণমাধ্যমে নিশ্চিত করেছে বিসিসিআইও। বার্তা সংস্থা পিটিআইকে বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘থুতু লাগানোর নিয়ম তুলে দেওয়া হয়েছে। অধিনায়ক ক্রিকেটারই এটার পক্ষে ছিল। পুনরায় সেটা চালু করার ব্যাপারে বিভিন্ন মতামত ছিল। তবে অনেকেই এটাকে সমর্থন দিয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর্যন্ত বলে থুতু ব্যবহারের সুযোগ ছিল। কিন্তু করোনা মহামারির কারণে ২০২০ সালের মে মাসে থুতু লাগিয়ে বল মসৃণ করা সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি। পরবর্তীতে ক্রিকেটের অভিভাবক সংস্থা ২০২২-এর সেপ্টেম্বরে স্থায়ীভাবে বলে থুতু লাগানো নিষিদ্ধ করে। ২০২৫ আইপিএলে আইসিসির নিষিদ্ধ নিয়ম যেহেতু ফিরছে, তাতে পেসারদের রিভার্স সুইয়ে অসুবিধা হবে না।
বলে থুতু দিলে রিভার্স সুইং করাটা পেসারদের জন্য অনেক সহজ হয় বলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সময় বলেছিলেন মোহাম্মদ শামি। আইসিসির নিয়মটা বদলানোর আবেদন করেছিলেন ভারতীয় এই পেসার। সদ্য সমাপ্ত আইসিসির এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ৫ ম্যাচে ৫.৬৮ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছিলেন শামি।
ভারতের গিয়ে একের পর এক ঝামেলার মধ্যে পড়ছে বাংলাদেশ ফুটবল দল। এর প্রভাব বেশ ভালোভাবেই পড়ছে প্রস্তুতিতে৷ মানসিকভাবে অবশ্য খুব বেশি চাপ নিচ্ছেন না ফুটবলাররা। কিন্তু একটু তো বিরক্তি লাগছেই।
৩ ঘণ্টা আগেহামজা চৌধুরী দলে না থাকলে ভারত ম্যাচ নিয়ে কী ভাবতেন আপনি? অবশ্যই ফেবারিটের তালিকায় রাখতে হতো ভারতকেই। ফেবারিট হিসেবে ভারত এখনো থাকছে; কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশ দলে যোগ হয়েছে হামজা চৌধুরীর মতো বিশ্বমানের ফুটবলার। তাঁকে কেন্দ্রে রেখে যে বাংলাদেশ কষছে দারুণ কিছুর ছক।
৬ ঘণ্টা আগেবছর দু-এক আগে বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছে চরম বিতর্কের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির চাপে সাকিব সেই বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সেই চুক্তি থেকে সরে আসেন। গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর শুধু সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারই থমকে যায়নি,
১০ ঘণ্টা আগেগুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে বিকেএসপিতে দুই ম্যাচের কোনোটিই মাঠে গড়ানো যায়নি। পরিত্যক্ত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ–গুলশান ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন–রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবশ্য তেমন বাধার মুখে পড়তে হয়নি। তবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে
১০ ঘণ্টা আগে