রানা আব্বাস, ডালাস থেকে
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নেটে কাল অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন সাকিব আল হাসান। সাংবাদিকদের দেখে একটু দাঁড়ালেন।
টুর্নামেন্ট ভালো খেলতে শুভকামনা জানাতেই সাকিবের রসিকতা, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’ সাকিবের রসিকতায় হাসির রোল উঠল। গত বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার ব্যাখ্যায় বাংলাদেশ দলের এক তরুণ স্পিনার সম্প্রচারকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দোয়া করবেন, দোয়া চাওয়া ছাড়া অপশন নেই!’ সেই থেকে বাংলাদেশ দলকে ফেসবুকে ট্রল হচ্ছে ‘মায়ের দোয়া টিম’ হিসেবে।
বিশ্বকাপ কাভার করতে আসা এক সিনিয়র সাংবাদিকের অনুরোধে সাকিব এগিয়ে এলেন উপস্থিত সব বাংলাদেশি সংবাদকর্মীদের সঙ্গে ছবি তুলতে। নেটেও সাকিবকে ফুরফুরে মেজাজেই দেখা গেল। অনুজ সতীর্থ স্পিনারদের সহায়তা করছিলেন নানা পরামর্শ দিয়ে সহায়তা করতে। অনুজ ব্যাটারদেরও সহায়তা করছিলেন ব্যাটিংয়েও পরামর্শ দিতে। অনুশীলনেই দেখা গেল তরুণ স্পিনার তানভীর ইসলামের সঙ্গে বিপিএলে সেই বিখ্যাত পুষ্পা উদযাপন নিয়ে রসিকতা করতে।
অনুশীলনে হঠাৎ পাওয়া লিটন দাসের চোট সাময়িক উদ্বেগ ছড়ালেও পরে বাংলাদেশ ওপেনার নিজেই চিন্তা দূর করেছেন সাবলীলভাবে অনুশীলন সেশন শেষ করে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে যাওয়া তাসকিন আহমেদও বোলিং করছেন পূর্ণ ছন্দে। এখন দলের বিশ্বকাপ অভিযান শুরু করাই শুধু বাকি।
টুর্নামেন্টে জয়ের ধারায় ফিরে গত কদিনের হতাশা দূর করার প্রত্যয় দলের সঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। সাংবাদিকদের তিনি বললেন, ‘খেলায় উন্নতি করেই আমরা গ্লানি কিছুটা দূর করতে পারি। আপনারা এত সংবাদমাধ্যমকর্মী এখানে এসেছেন। সবার দিকে তাকিয়ে হলেও দলকে তাদের সেরা চেষ্টাই করতে হবে। দেশের সবাই ক্রিকেট ভালোবাসেন। খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপ ভালো করার চেষ্টা করবে। আমরা সেভাবেই অনুপ্রেরণা দিয়ে যাচ্ছি।’
টি২০ বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কিত আরও খবর পড়ুন:
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নেটে কাল অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন সাকিব আল হাসান। সাংবাদিকদের দেখে একটু দাঁড়ালেন।
টুর্নামেন্ট ভালো খেলতে শুভকামনা জানাতেই সাকিবের রসিকতা, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’ সাকিবের রসিকতায় হাসির রোল উঠল। গত বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার ব্যাখ্যায় বাংলাদেশ দলের এক তরুণ স্পিনার সম্প্রচারকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দোয়া করবেন, দোয়া চাওয়া ছাড়া অপশন নেই!’ সেই থেকে বাংলাদেশ দলকে ফেসবুকে ট্রল হচ্ছে ‘মায়ের দোয়া টিম’ হিসেবে।
বিশ্বকাপ কাভার করতে আসা এক সিনিয়র সাংবাদিকের অনুরোধে সাকিব এগিয়ে এলেন উপস্থিত সব বাংলাদেশি সংবাদকর্মীদের সঙ্গে ছবি তুলতে। নেটেও সাকিবকে ফুরফুরে মেজাজেই দেখা গেল। অনুজ সতীর্থ স্পিনারদের সহায়তা করছিলেন নানা পরামর্শ দিয়ে সহায়তা করতে। অনুজ ব্যাটারদেরও সহায়তা করছিলেন ব্যাটিংয়েও পরামর্শ দিতে। অনুশীলনেই দেখা গেল তরুণ স্পিনার তানভীর ইসলামের সঙ্গে বিপিএলে সেই বিখ্যাত পুষ্পা উদযাপন নিয়ে রসিকতা করতে।
অনুশীলনে হঠাৎ পাওয়া লিটন দাসের চোট সাময়িক উদ্বেগ ছড়ালেও পরে বাংলাদেশ ওপেনার নিজেই চিন্তা দূর করেছেন সাবলীলভাবে অনুশীলন সেশন শেষ করে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে যাওয়া তাসকিন আহমেদও বোলিং করছেন পূর্ণ ছন্দে। এখন দলের বিশ্বকাপ অভিযান শুরু করাই শুধু বাকি।
টুর্নামেন্টে জয়ের ধারায় ফিরে গত কদিনের হতাশা দূর করার প্রত্যয় দলের সঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। সাংবাদিকদের তিনি বললেন, ‘খেলায় উন্নতি করেই আমরা গ্লানি কিছুটা দূর করতে পারি। আপনারা এত সংবাদমাধ্যমকর্মী এখানে এসেছেন। সবার দিকে তাকিয়ে হলেও দলকে তাদের সেরা চেষ্টাই করতে হবে। দেশের সবাই ক্রিকেট ভালোবাসেন। খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপ ভালো করার চেষ্টা করবে। আমরা সেভাবেই অনুপ্রেরণা দিয়ে যাচ্ছি।’
টি২০ বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কিত আরও খবর পড়ুন:
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৬ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৭ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৭ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৮ ঘণ্টা আগে