Ajker Patrika

আইপিএল নিয়ে আশা নেই তাসকিনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইপিএল নিয়ে আশা নেই তাসকিনের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এই মৌসুমে খেলার সুযোগ এসেছিল। কিন্তু তাসকিন আহমেদের স্বপ্নপূরণে অন্তরায় হয়ে দাঁড়ায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ। তাঁকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে লক্ষনৌ সুপার জায়ান্টসকে তাসকিন জানান, আইপিএলে খেলছেন না তিনি। এ নিয়ে আক্ষেপ নেই ডানহাতি পেসারের। ভবিষ্যতে আইপিএলে দল পাওয়া নিয়েও আশা করছেন না তাসকিন।

তাসকিনের আইপিএল খেলতে না পারার আক্ষেপ মিটে গেছে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে। বল হাতে আগুন ঝরিয়ে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু সফরটা শেষ করতে পারেননি তাসকিন। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট খেলে চোট নিয়ে আজ দেশে ফিরে এসেছেন তিনি। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন সতীর্থ শরীফুল ইসলাম। তিনিও আছেন ইনজুরির অস্বস্তিতে। 
বিমানবন্দরে পা রাখার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। অবধারিতভাবেই আইপিএল প্রসঙ্গটা উঠল। এ প্রসঙ্গে তাসকিন বলেছেন, ‘কজন খেলোয়াড় হিসেবে সবারই আইপিএল খেলতে মন চায়। যেহেতু দেশের খেলা ছিল, ওই সময় কিছু করার ছিল না। দেশের হয়ে খেলার কারণেই তো আইপিএল খেলার সুযোগ হয়েছে। ম্যান অব দ্য সিরিজ এবং সিরিজ জয় ওটা (আইপিএল খেলতে না পারার আক্ষেপ) পুষিয়ে দিয়েছে। যদি একটা টেস্ট জিততে পারি তাহলে আরও বেশি ভালো হবে।’

জাতীয় দলের প্রতিশ্রুতির কারণে ভারতীয় জমজমাট টুর্নামেন্ট খেলা হলো না তাসকিনের। এটাই কি তাঁর জন্য প্রথম এবং শেষ সুযোগ হয়ে গেল কিনা তা নিয়ে কিছুটা হলেও সংশয় আছে। তাসকিন অবশ্য নিজেও আইপিএলে দল পাওয়া নিয়ে আশা করছেন না। আজ সংবাদমাধ্যমকে তাসকিন বলেছেন, ‘এটা (আগামী মৌসুমে দল পাওয়া) নিয়ে আসলে আশা নেই। যদি হয় হবে, না হলে নেই। কিন্তু দেশের হয়ে নিয়মিত খেলতে চাই।’

দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। সিরিজজুড়ে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন; ৩ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। ব্যক্তিগত পারফরম্যান্সে তৃপ্ত তাসকিন বলেছেন, ‘অবশ্যই, এটা অন্যরকম একটা সিরিজ। সব সময় চেয়েছি বড় দলের বিপক্ষে জয়ে ভূমিকা রাখতে। আল্লাহর অশেষ রহমতে এবার পেরেছি এবং জয়ও পেয়েছি। সামনে যাতে এ রকম আরও সিরিজ জয়ে অবদান রাখতি পারি এটাই আশা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত