শোয়েব বলছেন, বিশ্বকাপের পর কোহলি টি-টোয়েন্টি ছাড়বেন

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

শোয়েব আখতার আগেও একবার বলেছেন বিষয়টি নিয়ে। সাবেক গতি তারকা কথাটা আবারও বিরাট কোহলির টি-টোয়েন্টির ক্যারিয়ার নিয়ে বললেন। শোয়েবের মতে, এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সংক্ষিপ্ততম সংস্করণ থেকে বিদায় নিতে পারেন বিরাট কোহলি।

প্রথম ভারতীয় হিসেবে তিন সংস্করণেই ১০০ ম্যাচ খেলা কোহলি দুর্দান্ত ছন্দে আছেন। সর্বশেষ এশিয়া কাপে পেয়েছেন আরাধ্য টি­-টোয়েন্টি সেঞ্চুরিও। করেছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৭৬ রান। এই সংস্করণে যতই ছন্দে থাকুন, শোয়েব মনে করেন অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এই বিশ্বকাপ খেলেই টি-টোয়েন্টি সংস্করণ ছেড়ে দেবেন কোহলি। ভারতীয় ব্যাটিং তারকা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়তে পারেন টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ার লম্বা করতে। ইন্ডিয়াডটকমকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘অন্য সংস্করণে ক্যারিয়ার বড় করতে কোহলি সম্ভবত এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসরে যাবে। ওর জায়গায় যদি আমি থাকতাম, বৃহৎ পরিসের ছবিটা দেখতাম এবং সিদ্ধান্ত নিতাম।’

কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপ চলার সময় কোহলির টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে শোয়েব বলেছিলেন, ‘লম্বা সংস্করণের ক্রিকেটে সে নিজেকে মানিয়ে নেওয়ার সময় পাবে। সংক্ষিপ্ত সংস্করণে চেষ্টা করছে, কিন্তু সময় কম। এখানে ভালো স্ট্রাইক রেট বজায় রাখার সঙ্গে দলের জয়ও নিশ্চিত করতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত