ক্রীড়া ডেস্ক
শিরোনাম দেখে মনে হতে পারে, ওলি রবিনসনের যমজ ভাই ক্রিকেট খেলতে শুরু করেছেন কি না। আসলে ব্যাপারটি তা নয়। নতুন ওলি রবিনসনের সঙ্গে আগের ওলি রবিনসনের কোনো সম্পর্ক নেই।
তাহলে নতুন এই ওলি রবিনসনের কাহিনী কী? হঠাৎ কেন পাদপ্রতীপের আলোয় তিনি? এই রবিনসন উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেওয়া হয়েছে একটা টেস্ট চলার সময়। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ ঘোষণা করেছে রবিনসনের নাম।অর্থাৎ, ক্রাইস্টচার্চে আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড প্রথম টেস্ট। রবিনসন এসেছেন জর্ডান কক্সের বদলি হিসেবে। কারণ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন কক্স। টেস্ট সিরিজ থেকে পুরোপুরি তিনি ছিটকে গেছেন।
২৫ বছর বয়সী উইকেটরক্ষক রবিনসন খেলেন ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ডারহামে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুই মৌসুমে করেছেন ১৮০২ রান। রান করছেন ৮৬.২২ স্ট্রাইক রেটে। ২০২৪ মৌসুমে তাঁর ব্যাটিং গড় ছিল ৪৮.৩৮। উইকেটরক্ষক রবিনসনের কথা বললে আপনা আপনি চলে আসে পেসার ওলি রবিনসনের নাম। শুধু নামেই নয়, দুই রবিনসনের জন্মদিনেও মিল রয়েছে। দুজনেরই জন্মদিন ১ ডিসেম্বর। তবে পেসার রবিনসন ৫ বছরের বড়। ১ ডিসেম্বর পেসার রবিনসন ৩১ বছর পূর্ণ করবেন। উইকেটরক্ষক রবিনসনের বয়স হবে ২৬ বছর।
দুই রবিনসনের অবস্থা দুই রকম। উইকেটরক্ষক রবিনসনের নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে। অন্যদিকে পেসার রবিনসন ইংল্যান্ডের জার্সিতে সবশেষ খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে। ভারতের কাছে রাঁচিতে সেই টেস্ট ইংল্যান্ড হেরেছিল ৫ উইকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে পেসার রবিনসন শুধু টেস্টই খেলেছেন। ২০২১ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত ২০ টেস্টে নিয়েছেন ৭৬ উইকেট। ইনিংসে তিন বার নিয়েছেন ৫ উইকেট। পেসার রবিনসন নেই নিউজিল্যান্ড সিরিজের দলে।
ক্রাইস্টচার্চে আজ শুরু হওয়া প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলেছে নিউজিল্যান্ড। ৮৩ ওভারে ৮ উইকেটে ৩১৯ রান করেছে কিউইরা। ৬ ডিসেম্বর ওয়েলিংটনে শুরু হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। সিরিজের শেষ তথা তৃতীয় টেস্টের ভেন্যু হ্যামিল্টন। এই ম্যাচ শুরু হবে ১৪ ডিসেম্বর। তিন ম্যাচের এই টেস্ট সিরিজ আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত। ৫৪.৫৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের চারে নিউজিল্যান্ড। ৬ নম্বরে থাকা ইংল্যান্ডের সাফল্যের হার ৪০.৭৯ শতাংশ।
শিরোনাম দেখে মনে হতে পারে, ওলি রবিনসনের যমজ ভাই ক্রিকেট খেলতে শুরু করেছেন কি না। আসলে ব্যাপারটি তা নয়। নতুন ওলি রবিনসনের সঙ্গে আগের ওলি রবিনসনের কোনো সম্পর্ক নেই।
তাহলে নতুন এই ওলি রবিনসনের কাহিনী কী? হঠাৎ কেন পাদপ্রতীপের আলোয় তিনি? এই রবিনসন উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেওয়া হয়েছে একটা টেস্ট চলার সময়। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ ঘোষণা করেছে রবিনসনের নাম।অর্থাৎ, ক্রাইস্টচার্চে আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড প্রথম টেস্ট। রবিনসন এসেছেন জর্ডান কক্সের বদলি হিসেবে। কারণ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন কক্স। টেস্ট সিরিজ থেকে পুরোপুরি তিনি ছিটকে গেছেন।
২৫ বছর বয়সী উইকেটরক্ষক রবিনসন খেলেন ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ডারহামে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুই মৌসুমে করেছেন ১৮০২ রান। রান করছেন ৮৬.২২ স্ট্রাইক রেটে। ২০২৪ মৌসুমে তাঁর ব্যাটিং গড় ছিল ৪৮.৩৮। উইকেটরক্ষক রবিনসনের কথা বললে আপনা আপনি চলে আসে পেসার ওলি রবিনসনের নাম। শুধু নামেই নয়, দুই রবিনসনের জন্মদিনেও মিল রয়েছে। দুজনেরই জন্মদিন ১ ডিসেম্বর। তবে পেসার রবিনসন ৫ বছরের বড়। ১ ডিসেম্বর পেসার রবিনসন ৩১ বছর পূর্ণ করবেন। উইকেটরক্ষক রবিনসনের বয়স হবে ২৬ বছর।
দুই রবিনসনের অবস্থা দুই রকম। উইকেটরক্ষক রবিনসনের নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে। অন্যদিকে পেসার রবিনসন ইংল্যান্ডের জার্সিতে সবশেষ খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে। ভারতের কাছে রাঁচিতে সেই টেস্ট ইংল্যান্ড হেরেছিল ৫ উইকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে পেসার রবিনসন শুধু টেস্টই খেলেছেন। ২০২১ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত ২০ টেস্টে নিয়েছেন ৭৬ উইকেট। ইনিংসে তিন বার নিয়েছেন ৫ উইকেট। পেসার রবিনসন নেই নিউজিল্যান্ড সিরিজের দলে।
ক্রাইস্টচার্চে আজ শুরু হওয়া প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলেছে নিউজিল্যান্ড। ৮৩ ওভারে ৮ উইকেটে ৩১৯ রান করেছে কিউইরা। ৬ ডিসেম্বর ওয়েলিংটনে শুরু হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। সিরিজের শেষ তথা তৃতীয় টেস্টের ভেন্যু হ্যামিল্টন। এই ম্যাচ শুরু হবে ১৪ ডিসেম্বর। তিন ম্যাচের এই টেস্ট সিরিজ আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত। ৫৪.৫৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের চারে নিউজিল্যান্ড। ৬ নম্বরে থাকা ইংল্যান্ডের সাফল্যের হার ৪০.৭৯ শতাংশ।
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
২৪ মিনিট আগেঅ্যান্টিগায় ২০১ রানে হেরে টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। ক্যারিবীয়রা নিজেদের মাঠে টেস্ট খেলছে, অথচ গ্যালারি খাঁ-খাঁ করছে। টেস্টে এমনি দর্শক কম হয়, তাই বলে ৫০ জন দর্শকও কি মাঠে আসবে না? জ্যামাইকায় পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। আয়োজকেরা স্যাবাইনা পার্কে সুলভ মূল্যে
২ ঘণ্টা আগেজাতীয় লিগে (এনসিএল) সাধারণত স্পিনারদের দাপটই বেশি দেখা যায়; বিশেষ করে বাঁহাতি স্পিনাররা রাজত্ব করেন বেশি। এবার সেরা বোলারের তালিকায় ব্যতিক্রম ছবি—শীর্ষ পাঁচ বোলারের চারজনই পেসার। তবে সবার ওপরে আছেন ঢাকার এনামুল হক।
৫ ঘণ্টা আগেভারত সফরের দলে কেইন উইলিয়ামসনের নাম ছিল ঠিকই। তবে কুঁচকির চোট থাকায় সিরিজের একটা ম্যাচও তাঁর খেলা হয়নি। সতীর্থদের সঙ্গে তাই উপভোগ করতে পারেননি ভারতের মাঠে নিউজিল্যান্ডের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আনন্দ। ভারত সিরিজ মিসের পর এবার উইলিয়ামসন হাতের নাগালে থাকা সেঞ্চুরি হাতছাড়া করেছেন।
৫ ঘণ্টা আগে