নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকার ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলের ঘটনা। হাসান মাহমুদের বলে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ক্যাচ মিস হাতছাড়া করেন। ব্যক্তিগত ৬ রানে জীবন পাওয়া টনি দে জর্জি এখন ছুটছেন আপন গতিতে। বাংলাদেশের ওপর সফরকারীরা চাপিয়ে দিচ্ছে রানের পাহাড়।
ফিফটির পর আরও এক দফা জীবন পেলেন দে জর্জি। ব্যাটিং বান্ধব উইকেটে এভাবে একের পর এক সুযোগ পেলে সেগুলো কি কেউ হাতছাড়া করতে পারেন? দে জর্জিও বাংলাদেশের থেকে পাওয়া সুযোগগুলো মুঠোভরে লুফে নিচ্ছেন। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার তুলে নিয়েছেন চা পানের বিরতির আগেই। প্রোটিয়ারা ৫৬ ওভারে ১ উইকেটে ২০৫ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটিংবান্ধব উইকেটে দলীয় ২৫ রানেই প্রোটিয়ারা প্রথম উইকেট হারাতে পারত। তবে টেস্টে অভিষিক্ত অঙ্কন উইকেটের পেছনে ক্যাচ মিস করায় সেই সুযোগ হারায় বাংলাদেশ।
ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে সাবলীলভাবে এগোতে থাকে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৬৯ রান যোগ করেন মার্করাম ও দে জর্জি। তবে তাঁদের আর জুটিটা বড় করতে দেননি অভিজ্ঞ তাইজুল ইসলাম। ১৭ ওভারের প্রথম বলে তাইজুল ফিরিয়েছেন মার্করামকে। প্রোটিয়া অধিনায়ক ৩৩ রানে ফিরেছেন মিড অনে দাঁড়িয়ে থাকা মুমিনুল হককে ক্যাচ দিয়ে।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলের ঘটনা। হাসান মাহমুদের বলে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ক্যাচ মিস হাতছাড়া করেন। ব্যক্তিগত ৬ রানে জীবন পাওয়া টনি দে জর্জি এখন ছুটছেন আপন গতিতে। বাংলাদেশের ওপর সফরকারীরা চাপিয়ে দিচ্ছে রানের পাহাড়।
ফিফটির পর আরও এক দফা জীবন পেলেন দে জর্জি। ব্যাটিং বান্ধব উইকেটে এভাবে একের পর এক সুযোগ পেলে সেগুলো কি কেউ হাতছাড়া করতে পারেন? দে জর্জিও বাংলাদেশের থেকে পাওয়া সুযোগগুলো মুঠোভরে লুফে নিচ্ছেন। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার তুলে নিয়েছেন চা পানের বিরতির আগেই। প্রোটিয়ারা ৫৬ ওভারে ১ উইকেটে ২০৫ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটিংবান্ধব উইকেটে দলীয় ২৫ রানেই প্রোটিয়ারা প্রথম উইকেট হারাতে পারত। তবে টেস্টে অভিষিক্ত অঙ্কন উইকেটের পেছনে ক্যাচ মিস করায় সেই সুযোগ হারায় বাংলাদেশ।
ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে সাবলীলভাবে এগোতে থাকে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৬৯ রান যোগ করেন মার্করাম ও দে জর্জি। তবে তাঁদের আর জুটিটা বড় করতে দেননি অভিজ্ঞ তাইজুল ইসলাম। ১৭ ওভারের প্রথম বলে তাইজুল ফিরিয়েছেন মার্করামকে। প্রোটিয়া অধিনায়ক ৩৩ রানে ফিরেছেন মিড অনে দাঁড়িয়ে থাকা মুমিনুল হককে ক্যাচ দিয়ে।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে