Ajker Patrika

জিম্বাবুয়েকে কেন ধবলধোলাই করতে পারল না বাংলাদেশ, জানালেন শান্ত

ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়েকে কেন ধবলধোলাই করতে পারল না বাংলাদেশ, জানালেন শান্ত

চার বছর পর জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের সুযোগ এসেছিল বাংলাদেশের কাছে। তবে মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরে যায় ৮ উইকেটে। ম্যাচ হারের পর কৃতিত্ব জিম্বাবুয়েকে দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

শেষ টি-টোয়েন্টিতে টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাটিং পেয়ে ৬ উইকেটে ১৫৭ রান করে। রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে জিম্বাবুয়ে করে ১ 
উইকেটে ৬২ রান। রিকোয়ার্ড রেট ১০ এর কাছাকাছি থাকলেও সফরকারীরা ম্যাচ শেষ করেছে ৯ বল হাতে রেখে। ম্যাচসেরা বেনেট করেছেন ৪৯ বলে ৭০ রান। পুরো সিরিজে রানের জন্য ধুকতে থাকা সিকান্দার রাজা করেছেন ৭২ রান। উইকেটে থিতু হওয়ার পর বিধ্বংসী হয়েছেন রাজা। ১৮ তম ওভার বোলিংয়ে আসা মোহাম্মদ সাইফউদ্দিনকে দুই ছক্কা ও এক চার মেরেছেন রাজা। ফিল্ডিংয়েও বাংলাদেশের পিচ্ছিল হাত দেখা গেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘যেই রানটা করেছিলাম, এই উইকেটের জন্য যথেষ্ট ছিল। তবে আমরা বোলিংটা ভালো করিনি। ফিল্ডিংয়েও একটু ঢিলেমি দিয়েছি কিছু জায়গায়। জিনিসগুলো হলো যে রাজা এবং যে ব্যাটসম্যানটা রান করল, দুই ব্যাটার খুব ভালো ব্যাটিং করেছে। কোনো সুযোগই দেয়নি। এই কৃতিত্ব তাদের দিতেই হবে।’ 

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। তবে এই জয়ও বাংলাদেশের এসেছে অনেক কষ্টে। জিম্বাবুয়ের বিপক্ষে
তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি বাংলাদেশ জিতেছে ৯ ও ৫ রানে। যেখানে গত পরশু মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৪২ রানে ১০ উইকেট হারিয়েছে। একই মাঠে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে ১৫ রানে হারিয়েছে ৩ উইকেট। সতীর্থদের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘খুব ভালো একটা সিরিজ গিয়েছে। সিরিজ জিতলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। তৃপ্তির জায়গা এটা বলব যে আমরা যে যে এক্সপেরিমেন্ট পরীক্ষাগুলো করেছিলাম, যে যে জিনিসগুলো আমাদের দেখার দরকার ছিল যে আমরা কাছাকাছি গিয়ে ম্যাচ জিতেছি। টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো শুরু এনে দিয়েছে। আজকের ম্যাচ যদি দেখেন, মিডল অর্ডার একটু ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে। এই রকম বেশ কিছু জায়গা আছে।’ 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত