ক্রীড়া ডেস্ক
চার বছর পর জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের সুযোগ এসেছিল বাংলাদেশের কাছে। তবে মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরে যায় ৮ উইকেটে। ম্যাচ হারের পর কৃতিত্ব জিম্বাবুয়েকে দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শেষ টি-টোয়েন্টিতে টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাটিং পেয়ে ৬ উইকেটে ১৫৭ রান করে। রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে জিম্বাবুয়ে করে ১
উইকেটে ৬২ রান। রিকোয়ার্ড রেট ১০ এর কাছাকাছি থাকলেও সফরকারীরা ম্যাচ শেষ করেছে ৯ বল হাতে রেখে। ম্যাচসেরা বেনেট করেছেন ৪৯ বলে ৭০ রান। পুরো সিরিজে রানের জন্য ধুকতে থাকা সিকান্দার রাজা করেছেন ৭২ রান। উইকেটে থিতু হওয়ার পর বিধ্বংসী হয়েছেন রাজা। ১৮ তম ওভার বোলিংয়ে আসা মোহাম্মদ সাইফউদ্দিনকে দুই ছক্কা ও এক চার মেরেছেন রাজা। ফিল্ডিংয়েও বাংলাদেশের পিচ্ছিল হাত দেখা গেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘যেই রানটা করেছিলাম, এই উইকেটের জন্য যথেষ্ট ছিল। তবে আমরা বোলিংটা ভালো করিনি। ফিল্ডিংয়েও একটু ঢিলেমি দিয়েছি কিছু জায়গায়। জিনিসগুলো হলো যে রাজা এবং যে ব্যাটসম্যানটা রান করল, দুই ব্যাটার খুব ভালো ব্যাটিং করেছে। কোনো সুযোগই দেয়নি। এই কৃতিত্ব তাদের দিতেই হবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। তবে এই জয়ও বাংলাদেশের এসেছে অনেক কষ্টে। জিম্বাবুয়ের বিপক্ষে
তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি বাংলাদেশ জিতেছে ৯ ও ৫ রানে। যেখানে গত পরশু মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৪২ রানে ১০ উইকেট হারিয়েছে। একই মাঠে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে ১৫ রানে হারিয়েছে ৩ উইকেট। সতীর্থদের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘খুব ভালো একটা সিরিজ গিয়েছে। সিরিজ জিতলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। তৃপ্তির জায়গা এটা বলব যে আমরা যে যে এক্সপেরিমেন্ট পরীক্ষাগুলো করেছিলাম, যে যে জিনিসগুলো আমাদের দেখার দরকার ছিল যে আমরা কাছাকাছি গিয়ে ম্যাচ জিতেছি। টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো শুরু এনে দিয়েছে। আজকের ম্যাচ যদি দেখেন, মিডল অর্ডার একটু ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে। এই রকম বেশ কিছু জায়গা আছে।’
আরও পড়ুন:
চার বছর পর জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের সুযোগ এসেছিল বাংলাদেশের কাছে। তবে মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরে যায় ৮ উইকেটে। ম্যাচ হারের পর কৃতিত্ব জিম্বাবুয়েকে দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শেষ টি-টোয়েন্টিতে টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাটিং পেয়ে ৬ উইকেটে ১৫৭ রান করে। রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে জিম্বাবুয়ে করে ১
উইকেটে ৬২ রান। রিকোয়ার্ড রেট ১০ এর কাছাকাছি থাকলেও সফরকারীরা ম্যাচ শেষ করেছে ৯ বল হাতে রেখে। ম্যাচসেরা বেনেট করেছেন ৪৯ বলে ৭০ রান। পুরো সিরিজে রানের জন্য ধুকতে থাকা সিকান্দার রাজা করেছেন ৭২ রান। উইকেটে থিতু হওয়ার পর বিধ্বংসী হয়েছেন রাজা। ১৮ তম ওভার বোলিংয়ে আসা মোহাম্মদ সাইফউদ্দিনকে দুই ছক্কা ও এক চার মেরেছেন রাজা। ফিল্ডিংয়েও বাংলাদেশের পিচ্ছিল হাত দেখা গেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘যেই রানটা করেছিলাম, এই উইকেটের জন্য যথেষ্ট ছিল। তবে আমরা বোলিংটা ভালো করিনি। ফিল্ডিংয়েও একটু ঢিলেমি দিয়েছি কিছু জায়গায়। জিনিসগুলো হলো যে রাজা এবং যে ব্যাটসম্যানটা রান করল, দুই ব্যাটার খুব ভালো ব্যাটিং করেছে। কোনো সুযোগই দেয়নি। এই কৃতিত্ব তাদের দিতেই হবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। তবে এই জয়ও বাংলাদেশের এসেছে অনেক কষ্টে। জিম্বাবুয়ের বিপক্ষে
তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি বাংলাদেশ জিতেছে ৯ ও ৫ রানে। যেখানে গত পরশু মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৪২ রানে ১০ উইকেট হারিয়েছে। একই মাঠে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে ১৫ রানে হারিয়েছে ৩ উইকেট। সতীর্থদের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘খুব ভালো একটা সিরিজ গিয়েছে। সিরিজ জিতলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। তৃপ্তির জায়গা এটা বলব যে আমরা যে যে এক্সপেরিমেন্ট পরীক্ষাগুলো করেছিলাম, যে যে জিনিসগুলো আমাদের দেখার দরকার ছিল যে আমরা কাছাকাছি গিয়ে ম্যাচ জিতেছি। টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো শুরু এনে দিয়েছে। আজকের ম্যাচ যদি দেখেন, মিডল অর্ডার একটু ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে। এই রকম বেশ কিছু জায়গা আছে।’
আরও পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
৫ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
৫ ঘণ্টা আগে