Ajker Patrika

তামিমের জন্য মন খারাপ হার্শা-যুবরাজদেরও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ২০: ২৮
বিকেএসপি থেকে তামিমের জন্য এয়ার অ্যাম্বুলেন্স আনা হলেও হাসপাতালে নেওয়ার মতো অবস্থায় ছিলেন না। ছবি: বিসিবি
বিকেএসপি থেকে তামিমের জন্য এয়ার অ্যাম্বুলেন্স আনা হলেও হাসপাতালে নেওয়ার মতো অবস্থায় ছিলেন না। ছবি: বিসিবি

বিপদ যে কখন কার দরজায় কড়া নাড়বে, সেটা অনুমান করা যায় না। বিকেএসপির তিন নম্বর মাঠের ঘটনা দেখেই সেটা আরও স্পষ্ট বোঝা যাবে। টসের সময় সুস্থ তামিম ইকবাল কি ঘুণাক্ষরেও কল্পনা করতে পেরেছিলেন, মাঠ ছেড়ে তাঁকে ভর্তি হতে হবে হাসপাতালে? তামিমের সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে আবেগী পোস্ট দিচ্ছেন দেশি-বিদেশি ক্রিকেটাররা।

তামিম যেন দ্রুত আরোগ্য লাভ করেন, সেই কামনা করে মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, নাহিদ রানারা ফেসবুকে পোস্ট দিয়েছেন। বাংলাদেশের এমন এক তারকা ক্রিকেটারের হঠাৎ অসুস্থ হওয়ার সংবাদ স্পর্শ করেছে লাসিথ মালিঙ্গা, হার্শা ভোগলে, যুবরাজ সিংদেরও। হার্শা নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। তোমাকে শিগগিরই আমাদের পাশে দেখার আশা করছি এবং আমাদের সঙ্গে কাজ করবে।’ ২০২৪ সালে বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যকক্ষে হার্শার সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন।

এ বছরের জানুয়ারিতে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম। বাংলাদেশের জার্সিতে অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন তিনি। মনে রাখার মতো অনেক জয় তিনি এনে দিয়েছেন। যুবরাজের মতে অতীতে তামিম ২২ গজে অনেক কঠিন পরিস্থিতি সামলে জয়ী হয়েছেন, এবারও অসুস্থতাকে তুড়ি মেরে উড়িয়ে দেবেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে যুবরাজ লিখেছেন, ‘তামিম ইকবাল ও তাঁর পরিবারের জন্য আমার প্রার্থনা ও শুভকামনা। তুমি এর আগে অনেক কঠিন প্রতিপক্ষ মোকাবিলা করেছ ও শক্তিশালী হয়ে ফিরে এসেছ। এবারও ভিন্ন কিছু হবে না। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। শক্তিশালী থেকো চ্যাম্পিয়ন।’

যুবরাজ ভারতের জার্সিকে বিদায় বলেছেন ২০১৯ সালে। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে তামিম-যুবরাজ মুখোমুখি হয়েছেন ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে। অন্যদিকে তামিমের আরেক প্রতিপক্ষ মালিঙ্গা ছিলেন প্রতিপক্ষের যম। তামিমকেও বলে কয়ে আউট করতেন মালিঙ্গা। আজ সেই তামিমের জন্য মন খারাপ মালিঙ্গা-যুবরাজদের।

তামিম বর্তমানে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর হার্টে রিং পরানো হয়েছে। ব্লক দূর হলেও জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. রাজীব হাসান। বিকেলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, কথা বলতে পারছেন তামিম। তাঁকে দেখতে গিয়েছিলেন বন্ধু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সতীর্থদের সঙ্গেও তামিম কথা বলেছেন। তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের মোহামেডান আজ ডিপিএলে ৭ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

১৫ লাখ টাকায় বিক্রি হলো এক পরিবারের সেই উমানাথপুর গ্রাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত