ক্রীড়া ডেস্ক
বিপদ যে কখন কার দরজায় কড়া নাড়বে, সেটা অনুমান করা যায় না। বিকেএসপির তিন নম্বর মাঠের ঘটনা দেখেই সেটা আরও স্পষ্ট বোঝা যাবে। টসের সময় সুস্থ তামিম ইকবাল কি ঘুণাক্ষরেও কল্পনা করতে পেরেছিলেন, মাঠ ছেড়ে তাঁকে ভর্তি হতে হবে হাসপাতালে? তামিমের সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে আবেগী পোস্ট দিচ্ছেন দেশি-বিদেশি ক্রিকেটাররা।
Wishing our friend Tamim Iqbal, a quick recovery. Hoping to see you back and working with us soon.
— Harsha Bhogle (@bhogleharsha) March 24, 2025
তামিম যেন দ্রুত আরোগ্য লাভ করেন, সেই কামনা করে মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, নাহিদ রানারা ফেসবুকে পোস্ট দিয়েছেন। বাংলাদেশের এমন এক তারকা ক্রিকেটারের হঠাৎ অসুস্থ হওয়ার সংবাদ স্পর্শ করেছে লাসিথ মালিঙ্গা, হার্শা ভোগলে, যুবরাজ সিংদেরও। হার্শা নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। তোমাকে শিগগিরই আমাদের পাশে দেখার আশা করছি এবং আমাদের সঙ্গে কাজ করবে।’ ২০২৪ সালে বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যকক্ষে হার্শার সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন।
Sending my prayers and wishes to Tamim Iqbal and his family. You’ve faced tough opponents before and come out stronger, this will be no different. Wishing you a speedy recovery. Stay strong, champion @TamimOfficial28
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 24, 2025
এ বছরের জানুয়ারিতে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম। বাংলাদেশের জার্সিতে অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন তিনি। মনে রাখার মতো অনেক জয় তিনি এনে দিয়েছেন। যুবরাজের মতে অতীতে তামিম ২২ গজে অনেক কঠিন পরিস্থিতি সামলে জয়ী হয়েছেন, এবারও অসুস্থতাকে তুড়ি মেরে উড়িয়ে দেবেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে যুবরাজ লিখেছেন, ‘তামিম ইকবাল ও তাঁর পরিবারের জন্য আমার প্রার্থনা ও শুভকামনা। তুমি এর আগে অনেক কঠিন প্রতিপক্ষ মোকাবিলা করেছ ও শক্তিশালী হয়ে ফিরে এসেছ। এবারও ভিন্ন কিছু হবে না। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। শক্তিশালী থেকো চ্যাম্পিয়ন।’
যুবরাজ ভারতের জার্সিকে বিদায় বলেছেন ২০১৯ সালে। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে তামিম-যুবরাজ মুখোমুখি হয়েছেন ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে। অন্যদিকে তামিমের আরেক প্রতিপক্ষ মালিঙ্গা ছিলেন প্রতিপক্ষের যম। তামিমকেও বলে কয়ে আউট করতেন মালিঙ্গা। আজ সেই তামিমের জন্য মন খারাপ মালিঙ্গা-যুবরাজদের।
তামিম বর্তমানে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর হার্টে রিং পরানো হয়েছে। ব্লক দূর হলেও জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. রাজীব হাসান। বিকেলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, কথা বলতে পারছেন তামিম। তাঁকে দেখতে গিয়েছিলেন বন্ধু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সতীর্থদের সঙ্গেও তামিম কথা বলেছেন। তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের মোহামেডান আজ ডিপিএলে ৭ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।
বিপদ যে কখন কার দরজায় কড়া নাড়বে, সেটা অনুমান করা যায় না। বিকেএসপির তিন নম্বর মাঠের ঘটনা দেখেই সেটা আরও স্পষ্ট বোঝা যাবে। টসের সময় সুস্থ তামিম ইকবাল কি ঘুণাক্ষরেও কল্পনা করতে পেরেছিলেন, মাঠ ছেড়ে তাঁকে ভর্তি হতে হবে হাসপাতালে? তামিমের সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে আবেগী পোস্ট দিচ্ছেন দেশি-বিদেশি ক্রিকেটাররা।
Wishing our friend Tamim Iqbal, a quick recovery. Hoping to see you back and working with us soon.
— Harsha Bhogle (@bhogleharsha) March 24, 2025
তামিম যেন দ্রুত আরোগ্য লাভ করেন, সেই কামনা করে মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, নাহিদ রানারা ফেসবুকে পোস্ট দিয়েছেন। বাংলাদেশের এমন এক তারকা ক্রিকেটারের হঠাৎ অসুস্থ হওয়ার সংবাদ স্পর্শ করেছে লাসিথ মালিঙ্গা, হার্শা ভোগলে, যুবরাজ সিংদেরও। হার্শা নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। তোমাকে শিগগিরই আমাদের পাশে দেখার আশা করছি এবং আমাদের সঙ্গে কাজ করবে।’ ২০২৪ সালে বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যকক্ষে হার্শার সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন।
Sending my prayers and wishes to Tamim Iqbal and his family. You’ve faced tough opponents before and come out stronger, this will be no different. Wishing you a speedy recovery. Stay strong, champion @TamimOfficial28
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 24, 2025
এ বছরের জানুয়ারিতে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম। বাংলাদেশের জার্সিতে অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন তিনি। মনে রাখার মতো অনেক জয় তিনি এনে দিয়েছেন। যুবরাজের মতে অতীতে তামিম ২২ গজে অনেক কঠিন পরিস্থিতি সামলে জয়ী হয়েছেন, এবারও অসুস্থতাকে তুড়ি মেরে উড়িয়ে দেবেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে যুবরাজ লিখেছেন, ‘তামিম ইকবাল ও তাঁর পরিবারের জন্য আমার প্রার্থনা ও শুভকামনা। তুমি এর আগে অনেক কঠিন প্রতিপক্ষ মোকাবিলা করেছ ও শক্তিশালী হয়ে ফিরে এসেছ। এবারও ভিন্ন কিছু হবে না। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। শক্তিশালী থেকো চ্যাম্পিয়ন।’
যুবরাজ ভারতের জার্সিকে বিদায় বলেছেন ২০১৯ সালে। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে তামিম-যুবরাজ মুখোমুখি হয়েছেন ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে। অন্যদিকে তামিমের আরেক প্রতিপক্ষ মালিঙ্গা ছিলেন প্রতিপক্ষের যম। তামিমকেও বলে কয়ে আউট করতেন মালিঙ্গা। আজ সেই তামিমের জন্য মন খারাপ মালিঙ্গা-যুবরাজদের।
তামিম বর্তমানে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর হার্টে রিং পরানো হয়েছে। ব্লক দূর হলেও জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. রাজীব হাসান। বিকেলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, কথা বলতে পারছেন তামিম। তাঁকে দেখতে গিয়েছিলেন বন্ধু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সতীর্থদের সঙ্গেও তামিম কথা বলেছেন। তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের মোহামেডান আজ ডিপিএলে ৭ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।
সিরিজ আগেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ড-পাকিস্তান পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি তাই শুধুই নিয়মরক্ষার। তবে সান্ত্বনার জয় পায়নি পাকিস্তান ক্রিকেট দল। আর এই টি-টোয়েন্টি সিরিজে হারের বদলা ওয়ানডে সিরিজে নেওয়ার হুংকার দিল পাকিস্তান।
১০ ঘণ্টা আগেম্যাচের আগে আর্জেন্টিনাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ব্রাজিলের ফুটবলাররা। কিন্তু মাঠের পারফরম্যান্সে ব্রাজিল ছিটেফোঁটাও দেখাতে পারল না। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৪-১ গোলে হেরেছে।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকটা হয়েছে দুর্দান্ত। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল ভারতকে হারাতে না পারলেও স্বাগতিকদের নাচিয়ে ছেড়েছেন হামজা। ভারতের অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রী পর্যন্ত বোতলবন্দী হয়ে যান।
১১ ঘণ্টা আগেবিশ্ব ক্রিকেটে আফগানিস্তান বেশ দাপট দেখিয়ে খেলছে। আইসিসি ইভেন্টে দেখাচ্ছে চমক। কিন্তু নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সুযোগ এখনো হয়নি তাদের। ‘হোম ম্যাচ’ খেলতে কখনো ভারত, কখনো যেতে হয় সংযুক্ত আরব আমিরাতে। অবশেষে পাঁচ বছরের জন্য নির্দিষ্ট ঘরের মাঠ পেল আফগানরা।
১২ ঘণ্টা আগে