ক্রীড়া ডেস্ক
রোমাঞ্চ, উত্তেজনা—ভারত-পাকিস্তান ম্যাচে গতকাল কোনোটিরই যে অভাব ছিল না। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকপূর্ণ। দর্শকদের উচ্ছ্বাস দেখে বোঝার উপায় ছিল না যে ম্যাচ হচ্ছে সুদূর যুক্তরাষ্ট্রে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচে জসপ্রীত বুমরাহর কাছে নিউইয়র্ককে ভারতেরই কোনো ভেন্যু মনে হয়েছে।
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে গতকাল দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টির বাগড়ায় ৫০ মিনিট পরে বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে শুরু হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। টস হেরে ব্যাটিং পাওয়া ভারত এক ওভার খেলার পর আবার নামে বৃষ্টি। ৩৫ মিনিট বন্ধ থাকার পর রাত ১০টায় শুরু হয় ম্যাচটি। পুরো ২০ ওভারের ম্যাচ হলেও ভারত ১৯ ওভারে ১১৯ রানে অলআউট হয়েছে। ১২০ রান তাড়া করতে নেমে ১০ ওভারে ১ উইকেটে ৫৭ রান করে ফেলে পাকিস্তান। ম্যাচের ভোল পাল্টানো শুরু হয় এখান থেকেই। বুমরা-হার্দিক পান্ডিয়াদের দুর্দান্ত বোলিংয়ে খাবি খেতে থাকে পাকিস্তান। নিয়মিত বিরতিতে যখন পাকিস্তান উইকেট হারাতে থাকে, তখন নাসাউ কাউন্টির গ্যালারিতে দেখা গেছে ভারতীয় ভক্ত-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। গ্যালারির বেশির ভাগজুড়েই ছিল নীল জার্সি পরিহিত দর্শক।
‘লো স্কোরিং থ্রিলারে’ পাকিস্তানকে ৭ উইকেটে ১১৩ রানে বেঁধে ফেলে ভারত। ভারতের ৫ রানের রুদ্ধশ্বাস জয়ে ম্যাচ-সেরা হয়েছেন বুমরা। ৪ ওভারে ১৪ রানে নিয়েছেন ৩ উইকেট। পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানসহ ইফতিখার আহমেদের উইকেট নিয়েছেন বুমরা, যার মধ্যে ১৫তম ওভারের প্রথম বলে রিজওয়ানকে বোল্ড করে ভারতকে ম্যাচে ফেরান বুমরা। ৪৪ বলে ৩১ রান করা রিজওয়ান টিকে গেলে পাকিস্তান হয়তো জিতেও যেত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুমরা বলেন, ‘মনে হচ্ছে, আমরা ভারতে খেলছি। সমর্থকদের প্রতি খুবই খুশি। মাঠে পারফর্ম করতে এটাই আমাদের শক্তি জুগিয়েছে।’
আয়ারল্যান্ড, পাকিস্তান—দুই দলকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন ভারত। যেখানে ৫ জুন নিউইয়র্কে আইরিশদের বিপক্ষে ৪৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত। ভারতের দুই ম্যাচেই জয়ের নায়ক বুমরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারতীয় পেসার বলেন, ‘আমরা এখন বর্তমানে নজর রাখছি। দুই ম্যাচ দারুণ খেলেছি। প্রক্রিয়ার সঙ্গে লেগে থাকতে হবে এবং ভালো খেলতে হবে।’
আরও পড়ুন:
রোমাঞ্চ, উত্তেজনা—ভারত-পাকিস্তান ম্যাচে গতকাল কোনোটিরই যে অভাব ছিল না। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকপূর্ণ। দর্শকদের উচ্ছ্বাস দেখে বোঝার উপায় ছিল না যে ম্যাচ হচ্ছে সুদূর যুক্তরাষ্ট্রে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচে জসপ্রীত বুমরাহর কাছে নিউইয়র্ককে ভারতেরই কোনো ভেন্যু মনে হয়েছে।
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে গতকাল দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টির বাগড়ায় ৫০ মিনিট পরে বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে শুরু হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। টস হেরে ব্যাটিং পাওয়া ভারত এক ওভার খেলার পর আবার নামে বৃষ্টি। ৩৫ মিনিট বন্ধ থাকার পর রাত ১০টায় শুরু হয় ম্যাচটি। পুরো ২০ ওভারের ম্যাচ হলেও ভারত ১৯ ওভারে ১১৯ রানে অলআউট হয়েছে। ১২০ রান তাড়া করতে নেমে ১০ ওভারে ১ উইকেটে ৫৭ রান করে ফেলে পাকিস্তান। ম্যাচের ভোল পাল্টানো শুরু হয় এখান থেকেই। বুমরা-হার্দিক পান্ডিয়াদের দুর্দান্ত বোলিংয়ে খাবি খেতে থাকে পাকিস্তান। নিয়মিত বিরতিতে যখন পাকিস্তান উইকেট হারাতে থাকে, তখন নাসাউ কাউন্টির গ্যালারিতে দেখা গেছে ভারতীয় ভক্ত-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। গ্যালারির বেশির ভাগজুড়েই ছিল নীল জার্সি পরিহিত দর্শক।
‘লো স্কোরিং থ্রিলারে’ পাকিস্তানকে ৭ উইকেটে ১১৩ রানে বেঁধে ফেলে ভারত। ভারতের ৫ রানের রুদ্ধশ্বাস জয়ে ম্যাচ-সেরা হয়েছেন বুমরা। ৪ ওভারে ১৪ রানে নিয়েছেন ৩ উইকেট। পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানসহ ইফতিখার আহমেদের উইকেট নিয়েছেন বুমরা, যার মধ্যে ১৫তম ওভারের প্রথম বলে রিজওয়ানকে বোল্ড করে ভারতকে ম্যাচে ফেরান বুমরা। ৪৪ বলে ৩১ রান করা রিজওয়ান টিকে গেলে পাকিস্তান হয়তো জিতেও যেত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুমরা বলেন, ‘মনে হচ্ছে, আমরা ভারতে খেলছি। সমর্থকদের প্রতি খুবই খুশি। মাঠে পারফর্ম করতে এটাই আমাদের শক্তি জুগিয়েছে।’
আয়ারল্যান্ড, পাকিস্তান—দুই দলকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন ভারত। যেখানে ৫ জুন নিউইয়র্কে আইরিশদের বিপক্ষে ৪৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত। ভারতের দুই ম্যাচেই জয়ের নায়ক বুমরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারতীয় পেসার বলেন, ‘আমরা এখন বর্তমানে নজর রাখছি। দুই ম্যাচ দারুণ খেলেছি। প্রক্রিয়ার সঙ্গে লেগে থাকতে হবে এবং ভালো খেলতে হবে।’
আরও পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
২ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৪ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে