Ajker Patrika

যুক্তরাষ্ট্রে নয়, বুমরা মনে করছেন পাকিস্তান ম্যাচ খেলেছেন ভারতেই 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ জুন ২০২৪, ১৬: ৩৫
যুক্তরাষ্ট্রে নয়, বুমরা মনে করছেন পাকিস্তান ম্যাচ খেলেছেন ভারতেই 

রোমাঞ্চ, উত্তেজনা—ভারত-পাকিস্তান ম্যাচে গতকাল কোনোটিরই যে অভাব ছিল না। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকপূর্ণ। দর্শকদের উচ্ছ্বাস দেখে বোঝার উপায় ছিল না যে ম্যাচ হচ্ছে সুদূর যুক্তরাষ্ট্রে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচে জসপ্রীত বুমরাহর কাছে নিউইয়র্ককে ভারতেরই কোনো ভেন্যু মনে হয়েছে। 

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে গতকাল দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টির বাগড়ায় ৫০ মিনিট পরে বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে শুরু হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। টস হেরে ব্যাটিং পাওয়া ভারত এক ওভার খেলার পর আবার নামে বৃষ্টি। ৩৫ মিনিট বন্ধ থাকার পর রাত ১০টায় শুরু হয় ম্যাচটি। পুরো ২০ ওভারের ম্যাচ হলেও ভারত ১৯ ওভারে ১১৯ রানে অলআউট হয়েছে। ১২০ রান তাড়া করতে নেমে ১০ ওভারে ১ উইকেটে ৫৭ রান করে ফেলে পাকিস্তান। ম্যাচের ভোল পাল্টানো শুরু হয় এখান থেকেই। বুমরা-হার্দিক পান্ডিয়াদের দুর্দান্ত বোলিংয়ে খাবি খেতে থাকে পাকিস্তান। নিয়মিত বিরতিতে যখন পাকিস্তান উইকেট হারাতে থাকে, তখন নাসাউ কাউন্টির গ্যালারিতে দেখা গেছে ভারতীয় ভক্ত-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। গ্যালারির বেশির ভাগজুড়েই ছিল নীল জার্সি পরিহিত দর্শক। 

‘লো স্কোরিং থ্রিলারে’ পাকিস্তানকে ৭ উইকেটে ১১৩ রানে বেঁধে ফেলে ভারত। ভারতের ৫ রানের রুদ্ধশ্বাস জয়ে ম্যাচ-সেরা হয়েছেন বুমরা। ৪ ওভারে ১৪ রানে নিয়েছেন ৩ উইকেট। পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানসহ ইফতিখার আহমেদের উইকেট নিয়েছেন বুমরা, যার মধ্যে ১৫তম ওভারের প্রথম বলে রিজওয়ানকে বোল্ড করে ভারতকে ম্যাচে ফেরান বুমরা। ৪৪ বলে ৩১ রান করা রিজওয়ান টিকে গেলে পাকিস্তান হয়তো জিতেও যেত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুমরা বলেন, ‘মনে হচ্ছে, আমরা ভারতে খেলছি। সমর্থকদের প্রতি খুবই খুশি। মাঠে পারফর্ম করতে এটাই আমাদের শক্তি জুগিয়েছে।’ 

আয়ারল্যান্ড, পাকিস্তান—দুই দলকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন ভারত। যেখানে ৫ জুন নিউইয়র্কে আইরিশদের বিপক্ষে ৪৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত। ভারতের দুই ম্যাচেই জয়ের নায়ক বুমরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারতীয় পেসার বলেন, ‘আমরা এখন বর্তমানে নজর রাখছি। দুই ম্যাচ দারুণ খেলেছি। প্রক্রিয়ার সঙ্গে লেগে থাকতে হবে এবং ভালো খেলতে হবে।’ 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত