ক্রীড়া ডেস্ক
বিরাট কোহলির সেঞ্চুরি! কতদিন পর শুনছেন, মনে করতে পারেন? চট করে মনে আসাটা অবশ্য কঠিন নয়। গত ৩ বছর ধরে যে কোহলির ৭১ তম সেঞ্চুরির ক্ষণগণনা চলছিল। সেঞ্চুরিকে একটা সময় ডালভাত বানিয়ে ফেলেছিলেন। সেই কোহলিই কি না সেঞ্চুরির জন্য ভুভুক্ষ হয়ে উঠেছিলেন। ইতি যে টি-টোয়েন্টি দিয়ে ঘটবে, সেটা হয়ত কোহলিও ভাবেননি। তা ভাববেনই-বা কীভাবে, এই সংস্করণে যে এটিই প্রথম সেঞ্চুরি।
আফগানিস্তানের বিপক্ষে দুবাইয়ে এই সেঞ্চুরিটি বিশেষ কিছু হয়ে থাকবে কোহলির ক্যারিয়ারে। ইনিংস শেষে সঞ্জয় মাঞ্জেকারের সঙ্গে আলোচনায় সেটাই বলছিলেন তিনি। এটাও জানিয়ে রাখলেন, পুরোনো সেই ছন্দ ফিরে পেয়েছেন। সেটা অবশ্য না বললেও চলত। ব্যাটিংয়ে বুঝিয়ে দিলে কথায় বলার প্রয়োজন খুব একটা পড়ে না। তা কেমন বুঝালেন কোহলি? ইনসাইট আউটে সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খানকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা মারলেন। ডাউন দ্য উইকেটে এসে পেস বোলিংয়ের বিপক্ষে আগ্রাসন দেখালেন।
উইকেটে কোহলির রাজকীয় উপস্থিতি। এই কোহলিকেই তো সবাই খুঁজছিলেন। ৬১ বলে ১২২ রানে অপরাজিত থাকলেন। ইনিংসে ১২ চার ও ৬ ছক্কা। স্ট্রাইক রেট কাঁটায় কাঁটায় ২০০। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংস থেমেছে ২১২ রানে। এবারের এশিয়া কাপে প্রথম ২০০ ছাড়ানো স্কোর। আরও একটি প্রথম যোগ হয়েছে ভারতের ইনিংসে। ওপেনিং জুটিতে প্রথম শতরানের ওপেনিং জুটি। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার বিশ্রামে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করেন কোহলি। এই জুটি থেকে আসে ১১৯ রান। এশিয়া কাপে রানের জন্য রীতিমতো সংগ্রাম করছিলেন লোকেশ রাহুল। এদিন ঝড়ের শুরুটা তাঁর ব্যাটে। তাঁর ইনিংস শেষ হয় ৬২ রানে। ভারতের ইনিংসে বলার মতো স্কোর এই দুজনেরই।
ম্যাচটা ভারতের জন্য যেমন, আফগানিস্তানের জন্যও তেমনই। নিয়মরক্ষার ম্যাচ যাকে বলে। গতকাল আফগানিস্তানকে হারিয়ে সমীকরণের কাঁটাছেটা থেকে দুই দলকে 'মুক্তি' দিয়েছে পাকিস্তান। শুধু ভারত-আফগানিস্তান নয়, আজকের পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটিও শুধুই আনুষ্ঠানিকতার। ফাইনালের পোশাকি মহড়াও হয়ে যাবে এই ম্যাচে। নিয়মরক্ষার ম্যাচেও ভারতের টস-ভাগ্য খুলেনি। টস হারলেও ব্যাটে ঝড়ে কমতি ছিল না ভারতীয় ব্যাটারদের। সমীকরণের ধরাবাঁধা না থাকাই ভারত খেলেছে 'ফ্রি হ্যান্ড' ক্রিকেট। তাতেই রানের বোঝা চাপে আফগানদের মাথায়।
বিরাট কোহলির সেঞ্চুরি! কতদিন পর শুনছেন, মনে করতে পারেন? চট করে মনে আসাটা অবশ্য কঠিন নয়। গত ৩ বছর ধরে যে কোহলির ৭১ তম সেঞ্চুরির ক্ষণগণনা চলছিল। সেঞ্চুরিকে একটা সময় ডালভাত বানিয়ে ফেলেছিলেন। সেই কোহলিই কি না সেঞ্চুরির জন্য ভুভুক্ষ হয়ে উঠেছিলেন। ইতি যে টি-টোয়েন্টি দিয়ে ঘটবে, সেটা হয়ত কোহলিও ভাবেননি। তা ভাববেনই-বা কীভাবে, এই সংস্করণে যে এটিই প্রথম সেঞ্চুরি।
আফগানিস্তানের বিপক্ষে দুবাইয়ে এই সেঞ্চুরিটি বিশেষ কিছু হয়ে থাকবে কোহলির ক্যারিয়ারে। ইনিংস শেষে সঞ্জয় মাঞ্জেকারের সঙ্গে আলোচনায় সেটাই বলছিলেন তিনি। এটাও জানিয়ে রাখলেন, পুরোনো সেই ছন্দ ফিরে পেয়েছেন। সেটা অবশ্য না বললেও চলত। ব্যাটিংয়ে বুঝিয়ে দিলে কথায় বলার প্রয়োজন খুব একটা পড়ে না। তা কেমন বুঝালেন কোহলি? ইনসাইট আউটে সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খানকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা মারলেন। ডাউন দ্য উইকেটে এসে পেস বোলিংয়ের বিপক্ষে আগ্রাসন দেখালেন।
উইকেটে কোহলির রাজকীয় উপস্থিতি। এই কোহলিকেই তো সবাই খুঁজছিলেন। ৬১ বলে ১২২ রানে অপরাজিত থাকলেন। ইনিংসে ১২ চার ও ৬ ছক্কা। স্ট্রাইক রেট কাঁটায় কাঁটায় ২০০। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংস থেমেছে ২১২ রানে। এবারের এশিয়া কাপে প্রথম ২০০ ছাড়ানো স্কোর। আরও একটি প্রথম যোগ হয়েছে ভারতের ইনিংসে। ওপেনিং জুটিতে প্রথম শতরানের ওপেনিং জুটি। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার বিশ্রামে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করেন কোহলি। এই জুটি থেকে আসে ১১৯ রান। এশিয়া কাপে রানের জন্য রীতিমতো সংগ্রাম করছিলেন লোকেশ রাহুল। এদিন ঝড়ের শুরুটা তাঁর ব্যাটে। তাঁর ইনিংস শেষ হয় ৬২ রানে। ভারতের ইনিংসে বলার মতো স্কোর এই দুজনেরই।
ম্যাচটা ভারতের জন্য যেমন, আফগানিস্তানের জন্যও তেমনই। নিয়মরক্ষার ম্যাচ যাকে বলে। গতকাল আফগানিস্তানকে হারিয়ে সমীকরণের কাঁটাছেটা থেকে দুই দলকে 'মুক্তি' দিয়েছে পাকিস্তান। শুধু ভারত-আফগানিস্তান নয়, আজকের পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটিও শুধুই আনুষ্ঠানিকতার। ফাইনালের পোশাকি মহড়াও হয়ে যাবে এই ম্যাচে। নিয়মরক্ষার ম্যাচেও ভারতের টস-ভাগ্য খুলেনি। টস হারলেও ব্যাটে ঝড়ে কমতি ছিল না ভারতীয় ব্যাটারদের। সমীকরণের ধরাবাঁধা না থাকাই ভারত খেলেছে 'ফ্রি হ্যান্ড' ক্রিকেট। তাতেই রানের বোঝা চাপে আফগানদের মাথায়।
মিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৪৪ মিনিট আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
১ ঘণ্টা আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে