ক্রীড়া ডেস্ক
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ নিউজিল্যান্ড-ভারত তৃতীয় ওয়ানডেতেও বাধ সেধেছিল বৃষ্টি। রান তাড়া করতে নামা নিউজিল্যান্ড ১৮ ওভার শেষেই ডাকওয়ার্থ লুইস মেথডে (ডিএলএস) এগিয়ে ছিল ৫০ রানে। তবে ২০ ওভার খেলা না হওয়ায় এই ম্যাচের কোনো ফল হয়নি। তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় ১-০ তে সিরিজ জিতল কিউইরা।
২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ দারুণ হয়েছিল নিউজিল্যান্ডের। উদ্বোধনী জুটিতে ফিন অ্যালেন-ডেভন কনওয়ে যোগ করেছিলেন ৯৭ রান। ৫৪ বলে ৫৭ রান করা অ্যালেনকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভেঙে দেন উমরান মালিক। ১৮ ওভারে ১ উইকেটে নিউজিল্যান্ড করে ১০৪ রান। এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় খেলা পরিচালনা করা সম্ভব হয়নি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউই বোলারদের বোলিং তোপে ৪৭.৩ ওভারে ভারত অলআউট হয়ে যায় ২১৯ রানে। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫১ রান করেছিলেন ওয়াশিংটন সুন্দর। কিউই বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছিলেন ড্যারিল মিচেল ও অ্যাডাম মিলনে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজসেরা হয়েছেন টম ল্যাথাম। একমাত্র প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১০৪ বলে ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। অকল্যান্ডে গত শুক্রবার হওয়া প্রথম ওয়ানডে ম্যাচসেরাও হয়েছিলেন কিউই এই উইকেটরক্ষক ব্যাটার।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ নিউজিল্যান্ড-ভারত তৃতীয় ওয়ানডেতেও বাধ সেধেছিল বৃষ্টি। রান তাড়া করতে নামা নিউজিল্যান্ড ১৮ ওভার শেষেই ডাকওয়ার্থ লুইস মেথডে (ডিএলএস) এগিয়ে ছিল ৫০ রানে। তবে ২০ ওভার খেলা না হওয়ায় এই ম্যাচের কোনো ফল হয়নি। তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় ১-০ তে সিরিজ জিতল কিউইরা।
২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ দারুণ হয়েছিল নিউজিল্যান্ডের। উদ্বোধনী জুটিতে ফিন অ্যালেন-ডেভন কনওয়ে যোগ করেছিলেন ৯৭ রান। ৫৪ বলে ৫৭ রান করা অ্যালেনকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভেঙে দেন উমরান মালিক। ১৮ ওভারে ১ উইকেটে নিউজিল্যান্ড করে ১০৪ রান। এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় খেলা পরিচালনা করা সম্ভব হয়নি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউই বোলারদের বোলিং তোপে ৪৭.৩ ওভারে ভারত অলআউট হয়ে যায় ২১৯ রানে। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫১ রান করেছিলেন ওয়াশিংটন সুন্দর। কিউই বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছিলেন ড্যারিল মিচেল ও অ্যাডাম মিলনে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজসেরা হয়েছেন টম ল্যাথাম। একমাত্র প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১০৪ বলে ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। অকল্যান্ডে গত শুক্রবার হওয়া প্রথম ওয়ানডে ম্যাচসেরাও হয়েছিলেন কিউই এই উইকেটরক্ষক ব্যাটার।
সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৩ মিনিট আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
২ ঘণ্টা আগেজসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৩ ঘণ্টা আগে