ক্রীড়া ডেস্ক
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ নিউজিল্যান্ড-ভারত তৃতীয় ওয়ানডেতেও বাধ সেধেছিল বৃষ্টি। রান তাড়া করতে নামা নিউজিল্যান্ড ১৮ ওভার শেষেই ডাকওয়ার্থ লুইস মেথডে (ডিএলএস) এগিয়ে ছিল ৫০ রানে। তবে ২০ ওভার খেলা না হওয়ায় এই ম্যাচের কোনো ফল হয়নি। তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় ১-০ তে সিরিজ জিতল কিউইরা।
২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ দারুণ হয়েছিল নিউজিল্যান্ডের। উদ্বোধনী জুটিতে ফিন অ্যালেন-ডেভন কনওয়ে যোগ করেছিলেন ৯৭ রান। ৫৪ বলে ৫৭ রান করা অ্যালেনকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভেঙে দেন উমরান মালিক। ১৮ ওভারে ১ উইকেটে নিউজিল্যান্ড করে ১০৪ রান। এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় খেলা পরিচালনা করা সম্ভব হয়নি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউই বোলারদের বোলিং তোপে ৪৭.৩ ওভারে ভারত অলআউট হয়ে যায় ২১৯ রানে। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫১ রান করেছিলেন ওয়াশিংটন সুন্দর। কিউই বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছিলেন ড্যারিল মিচেল ও অ্যাডাম মিলনে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজসেরা হয়েছেন টম ল্যাথাম। একমাত্র প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১০৪ বলে ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। অকল্যান্ডে গত শুক্রবার হওয়া প্রথম ওয়ানডে ম্যাচসেরাও হয়েছিলেন কিউই এই উইকেটরক্ষক ব্যাটার।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ নিউজিল্যান্ড-ভারত তৃতীয় ওয়ানডেতেও বাধ সেধেছিল বৃষ্টি। রান তাড়া করতে নামা নিউজিল্যান্ড ১৮ ওভার শেষেই ডাকওয়ার্থ লুইস মেথডে (ডিএলএস) এগিয়ে ছিল ৫০ রানে। তবে ২০ ওভার খেলা না হওয়ায় এই ম্যাচের কোনো ফল হয়নি। তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় ১-০ তে সিরিজ জিতল কিউইরা।
২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ দারুণ হয়েছিল নিউজিল্যান্ডের। উদ্বোধনী জুটিতে ফিন অ্যালেন-ডেভন কনওয়ে যোগ করেছিলেন ৯৭ রান। ৫৪ বলে ৫৭ রান করা অ্যালেনকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভেঙে দেন উমরান মালিক। ১৮ ওভারে ১ উইকেটে নিউজিল্যান্ড করে ১০৪ রান। এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় খেলা পরিচালনা করা সম্ভব হয়নি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউই বোলারদের বোলিং তোপে ৪৭.৩ ওভারে ভারত অলআউট হয়ে যায় ২১৯ রানে। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫১ রান করেছিলেন ওয়াশিংটন সুন্দর। কিউই বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছিলেন ড্যারিল মিচেল ও অ্যাডাম মিলনে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজসেরা হয়েছেন টম ল্যাথাম। একমাত্র প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১০৪ বলে ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। অকল্যান্ডে গত শুক্রবার হওয়া প্রথম ওয়ানডে ম্যাচসেরাও হয়েছিলেন কিউই এই উইকেটরক্ষক ব্যাটার।
২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৩১ মিনিট আগেএগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
২ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৪ ঘণ্টা আগে