Ajker Patrika

বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের নির্বাচক কমিটি বরখাস্ত 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৬: ২৪
বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের নির্বাচক কমিটি বরখাস্ত 

পাকিস্তান ক্রিকেটে যেন ঝামেলার অন্ত নেই। একটা শেষ হতে না হতে আরেকটা শুরু হয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর প্রথম কোপটা পড়ল পিসিবির নির্বাচক কমিটির ওপর। ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে বরখাস্ত করা হয়েছে। 

পিসিবি আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে ওয়াহাব-রাজ্জাকের বরখাস্ত হওয়ার কথা। দুজনেই জাতীয় দলের নির্বাচক কমিটিতে ছিলেন। যেখানে কয়েক সপ্তাহ আগে রাজ্জাক ছেলে,মেয়ে পাকিস্তানের দুই দলেরই নির্বাচক ছিলেন।  কমিনি পুনর্গঠনের ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরে জানানো হবে বলে ক্রিকইনফোর প্রতিবেদনে বোঝা গেছে।   

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় পাকিস্তান। পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরই ওয়াহাবকে পিসিবির প্রধান নির্বাচক নিযুক্ত করা হয়। এ বছরের প্রথম দিকে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে বরখাস্ত করা হলেও যে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছিল, সেখানে ছিলেন ওয়াহাব। 

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান পড়েছিল ‘এ’ গ্রুপে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতসহ ছিল কানাডা, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি পাকিস্তান। এমনকি বাবররা হেরে গেছেন যুক্তরাষ্ট্রের কাছেও। কানাডা, আয়ারল্যান্ডকে হারালেও পয়েন্টের মারপ্যাঁচে গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বেজে যায় পাকিস্তানের। ক্রিকইনফো গত মাসে যে প্রতিবেদন প্রকাশ করেছিল, তখনই ওয়াহাবের চাকরি  হারানোর আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। 

২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল  দিয়ে শেষ হয় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ শেষের দুই সপ্তাহ না পেরোতেই ৮ জুলাই লাহোরের মল রোডে পিসিবির বৈঠক হয়। সেখানে সভাপতিত্ব করেন পিসিবি প্রধান মহসিন নাকভি। বাসিত আলি, ইনতিখাব আলম, সিকান্দার বখত, ইয়াসির হামিদ, মোহাম্মদ সামিসহ ১৫ জনের বেশি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ছিলেন পরশু সভায়। সেখানেই মহসিনকে প্রশ্ন করা হয়েছিল, ‘বাবর কি অধিনায়ক থাকবেন?’ পিসিবি সভাপতি উত্তর দিয়েছিলেন, ‘আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’ গত বছরের নভেম্বরে তিন সংস্করণের নেতৃত্ব ছেড়েছিলেন বাবর। এ বছরের মার্চ মাসে ওয়ানডে, টি-টোয়েন্টি সীমিত ওভারের দুই সংস্করণের নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হয় পাকিস্তানের এই ব্যাটারকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত