জাদেজা-যাদবের ঘূর্ণি জাদুতে ২০০ রানও করতে পারেনি অস্ট্রেলিয়া 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১৮: ৪৯

মোহালি, ইন্দোর, রাজকোট, চেন্নাই-গত ১৬ দিনে চার ভেন্যুতে চার ম্যাচে খেলছে ভারত-অস্ট্রেলিয়া। যেখানে রাজকোটে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারত হেরেছিল ৬৬ রানে। সেই বড় ব্যবধানে হারার ‘ঝাল’ যেন আজ বিশ্বকাপে ভারতীয় বোলাররা ঝেরেছেন। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিনদের ঘূর্ণি জাদুতে নাকাল অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ১৯৯ রানে। 

টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। দলীয় ৫ রানেই ভেঙে যায় অজিদের উদ্বোধনী জুটি। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই ফিরেছেন মিচেল মার্শ। জসপ্রীত বুমরার বলে খোঁচা দিতে গিয়েছিলেন মার্শ। স্লিপে দুর্দান্ত ক্যাচ ধরেন বিরাট কোহলি। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন স্টিভ স্মিথ। ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংস মেরামতের দায়িত্ব নেন স্মিথ। দ্বিতীয় উইকেট জুটিতে ৮৫ বলে ৬৯ রান যোগ করেছেন স্মিথ-ওয়ার্নার। ওয়ার্নারকে কট এন্ড বোল্ড করে জুটি ভেঙেছেন কুলদীপ। ৫২ বলে ৬ চারে করেন ৪১ রান। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম (১৯ ইনিংসে) হাজার রানের রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। 

ওয়ার্নারের বিদায়ের পর উইকেটে আসেন মারনাস লাবুশেন। তৃতীয় উইকেট জুটিতে ৬৪ বলে ৩৬ রান যোগ করেছেন স্মিথ-লাবুশেন। স্মিথকে বোল্ড করে জুটি ভাঙেন জাদেজা। ৭১ বলে ৫ চারে করেন ৪৬ রান। জাদেজার ঘূর্ণিতে সাময়িক ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। ১১০ থেকে ১১৯-৯ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় অজিরা। যেখানে ৩০ তম ওভার বোলিংয়ে এসে লাবুশেন, অ্যালেক্স ক্যারি এই দুই ব্যাটারকে ফিরিয়েছেন জাদেজা। 

গ্লেন ম্যাক্সওয়েলও বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেননি। ৩৬ তম ওভারের পঞ্চম বলে কুলদীপকে লেগ সাইডে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান ম্যাক্সওয়েল। ২৫ বলে ১৫ রান করেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। তিন বল পরে ক্যামেরন গ্রিনকে ফিরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৬.২ ওভারে ৭ উইকেটে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৪০ রান। ৭ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নেমে ৩৫ বলে ২৮ রান করেন মিচেল স্টার্ক। অষ্টম ও নবম উইকেটে প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পার সঙ্গে ২৫ ও ২৪ রানের জুটি গড়তে অবদান রেখেছেন স্টার্ক। তবু ২০০ রান করতে পারেনি অস্ট্রেলিয়া। ৫০ তম ওভারের তৃতীয় বলে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন স্টার্ক। সর্বোচ্চ ৪৬ রান এসেছে লাবুশেনের ব্যাট থেকে। আর ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জাদেজা। ২টি করে উইকেট নিয়েছেন কুলদীপ ও বুমরা। মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, অশ্বিন নিয়েছেন ১টি করে উইকেট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত