নড়াইল প্রতিনিধি
রবি দাস, সুমন দাস। পেশায় জুতা-স্যান্ডেল সেলাই করেন, আরেকজন পরিচ্ছন্নতাকর্মী। দুজনেই নড়াইল-২ আসনের বাসিন্দা। নড়াইল-২ আসন মানে মাশরাফি বিন মুর্তজার এলাকা। তাঁদের আরেকটা পরিচয় দুজনেই মাশরাফির বন্ধু।
মাশরাফির বন্ধুসুলভ মনোভাবের কথা কে না জানে! সেটা মানুষ হোক, ক্রিকেটার হোক কিংবা সংসদ সদস্য— মাশরাফির কোনো ব্যতিক্রম নেই। তারকা খ্যাতি পেলেও ছোটবেলার বন্ধুদের আজও ভুলে যাননি সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। এলাকায় পা রাখলেই নড়াইল শহরের চৌরাস্তা মোড়ে বটগাছের নিচে বসে জুতা সেলাই করা রবি দাসের দোকানে নিয়মিত আড্ডা দেন তিনি।
চিত্রটা বদলায়নি মাশরাফি সংসদ সদস্য হওয়ার পরও। এখনো রবি দাসের দোকানে এসে সময় কাটান। শনিবার রাতে রবি দাসের সঙ্গে সেরকমই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, বটগাছের নিচে জুতা সেলাই করছেন রবি, চারপাশে ছড়ানো পুরোনো ও ছেঁড়া জুতা। সেটার পাশে হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্পে মজেছেন মাশরাফি।
মাশরাফির আরেক বন্ধু সুমন। নড়াইলের সেই দুরন্ত শৈশব থেকে মাশরাফির জীবনের সঙ্গে জড়িয়ে আছেন সুমন। সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘মাশরাফি আমাদের কখনোই ভোলেনি। সেই ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সঙ্গে না মিশলেও পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সঙ্গে যোগাযোগ করে।’
রবি দাস, সুমন দাস। পেশায় জুতা-স্যান্ডেল সেলাই করেন, আরেকজন পরিচ্ছন্নতাকর্মী। দুজনেই নড়াইল-২ আসনের বাসিন্দা। নড়াইল-২ আসন মানে মাশরাফি বিন মুর্তজার এলাকা। তাঁদের আরেকটা পরিচয় দুজনেই মাশরাফির বন্ধু।
মাশরাফির বন্ধুসুলভ মনোভাবের কথা কে না জানে! সেটা মানুষ হোক, ক্রিকেটার হোক কিংবা সংসদ সদস্য— মাশরাফির কোনো ব্যতিক্রম নেই। তারকা খ্যাতি পেলেও ছোটবেলার বন্ধুদের আজও ভুলে যাননি সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। এলাকায় পা রাখলেই নড়াইল শহরের চৌরাস্তা মোড়ে বটগাছের নিচে বসে জুতা সেলাই করা রবি দাসের দোকানে নিয়মিত আড্ডা দেন তিনি।
চিত্রটা বদলায়নি মাশরাফি সংসদ সদস্য হওয়ার পরও। এখনো রবি দাসের দোকানে এসে সময় কাটান। শনিবার রাতে রবি দাসের সঙ্গে সেরকমই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, বটগাছের নিচে জুতা সেলাই করছেন রবি, চারপাশে ছড়ানো পুরোনো ও ছেঁড়া জুতা। সেটার পাশে হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্পে মজেছেন মাশরাফি।
মাশরাফির আরেক বন্ধু সুমন। নড়াইলের সেই দুরন্ত শৈশব থেকে মাশরাফির জীবনের সঙ্গে জড়িয়ে আছেন সুমন। সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘মাশরাফি আমাদের কখনোই ভোলেনি। সেই ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সঙ্গে না মিশলেও পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সঙ্গে যোগাযোগ করে।’
এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
১০ মিনিট আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৩ ঘণ্টা আগে