ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের মোহাম্মদ গজনফার মানুষ নাকি রোবট-অনেকের মনেই এই কৌতূহলী প্রশ্ন। কারণ, ক্রিকেটের ব্যস্ত সূচিতে বেশির ভাগ ক্রিকেটার বেছে বেছে খেললেও গজনফার সেই পথে হাঁটছেন না। বিরামহীন যন্ত্রের মতো খেলে যাচ্ছেন সব জায়গায়।অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, আবুধাবি টি-টেন বাদ যাচ্ছে না কোনো টুর্নামেন্ট।
গজনফারকে অবশ্য ২০২৪-এর ৬ নভেম্বরের আগে খুব কম লোকই চিনতেন। সেটা অমূলকও ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পথচলা যে এ বছরই। লিস্ট ‘এ’, স্বীকৃত টি-টোয়েন্টি কোথাও তেমন ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না। সেই গজনফার ৬ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছেন। তারপর থেকেই আলোচনায় ১৮ বছর বয়সী তরুণ ক্রিকেটার। এবার তিন দিনে চার ম্যাচ খেলে গজনফার আরও অবাক করেছেন ক্রিকেট বিশ্বকে।
সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে একই সঙ্গে চলছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও আবুধাবি টি-টেন। একই দেশে হওয়াতে গজনফারকে তেমন একটা ভ্রমণ করতে হচ্ছে না ঠিকই। তবু তিন দিনে চার ম্যাচ খেলা তো চাট্টিখানি কথা নয়। ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর-এই তিন দিনে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও আবুধাবি টি-টেনে দুটি করে ম্যাচ খেলেছেন গজনফার। যেখানে গতকাল সকালে খেলেছেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ও রাতে আবুধাবি টি-টেনে খেলেছেন।
যন্ত্রের মতো খেললেও গজনফারের পারফরম্যান্সে ভাটা পড়ছে না। দুবাইয়ে ২৯ নভেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২৫ রানে নিয়েছেন ১ উইকেট। ১০ ওভার বোলিং করেছেন। এক ওভার মেডেনও দিয়েছেন। বাংলাদেশ যেখানে ব্যাটিং করেছে ৪.৫৬ রানরেটে, সেখানে তাঁর ২.৫ ইকোনমিতেই বোঝা যাচ্ছে প্রতিপক্ষকে কতটা ভুগিয়েছেন তিনি। পরের দিন (৩০ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিনি টি-টেনে খেলেছেন টিম আবুধাবির হয়ে। রানবন্যার টি-টেনে নর্দার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে ৭.৫০ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট।
শারজায় গতকাল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে গজনফার আরও দুর্দান্ত বোলিং করেন। ৩.৫ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। এবার তিনি ২ ওভার মেডেন দিয়েছেন। বাজে বোলিংটা করেছেন গত রাতে টি-টেনে দিল্লি বুলসের বিপক্ষে। এলিমিনেটর টুয়ের ম্যাচটিতে ২ ওভার বোলিং করে ৩৮ রানে নিয়েছেন ১ উইকেট। একই দিনে দুই ম্যাচ খেলার ফলে হয়তো এমন খরুচে (ওভারপ্রতি ১৯ রান) বোলিং। ১০ ওভারের টুর্নামেন্ট হলেও ক্লান্তির একটা ব্যাপার তো থাকেই। শারজার রৌদ্রে ৬ ঘণ্টারও বেশি সময় কাটিয়ে দেওয়ার পর ভ্রমণ করতে হয়েছে ১৫০ কিলোমিটারের বেশি পথ। গুগল ম্যাপসে শারজা থেকে আবুধাবির দূরত্ব দেখাচ্ছে ১৬৫ কিলোমিটার।
এ বছরের ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হয়েছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। গজনফারকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ানস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ৪ কোটি ৮০ লাখ রুপিতে তাঁকে নিয়েছে মুম্বাই। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার গজনফার উঠে এসেছেন টেনিস বলের ক্রিকেট খেলে। শুরুতে ছিলেন পেসার। কিন্তু বল ঘোরানোয় দক্ষতা দেখে কোচদের পরামর্শে স্পিন বেছে নেন। স্বভাবত অফ স্পিনার; কিন্তু ক্যারম, স্ট্রেইট, আর্ম ডেলিভারি, লো স্পিন—অনেক ভেরিয়েশন আছে গজনফারের ঝুলিতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এখন পর্যন্ত না খেললেও আফগানিস্তানের জার্সিতে খেলেছেন ৮ ওয়ানডে।
আফগানিস্তানের মোহাম্মদ গজনফার মানুষ নাকি রোবট-অনেকের মনেই এই কৌতূহলী প্রশ্ন। কারণ, ক্রিকেটের ব্যস্ত সূচিতে বেশির ভাগ ক্রিকেটার বেছে বেছে খেললেও গজনফার সেই পথে হাঁটছেন না। বিরামহীন যন্ত্রের মতো খেলে যাচ্ছেন সব জায়গায়।অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, আবুধাবি টি-টেন বাদ যাচ্ছে না কোনো টুর্নামেন্ট।
গজনফারকে অবশ্য ২০২৪-এর ৬ নভেম্বরের আগে খুব কম লোকই চিনতেন। সেটা অমূলকও ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পথচলা যে এ বছরই। লিস্ট ‘এ’, স্বীকৃত টি-টোয়েন্টি কোথাও তেমন ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না। সেই গজনফার ৬ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছেন। তারপর থেকেই আলোচনায় ১৮ বছর বয়সী তরুণ ক্রিকেটার। এবার তিন দিনে চার ম্যাচ খেলে গজনফার আরও অবাক করেছেন ক্রিকেট বিশ্বকে।
সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে একই সঙ্গে চলছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও আবুধাবি টি-টেন। একই দেশে হওয়াতে গজনফারকে তেমন একটা ভ্রমণ করতে হচ্ছে না ঠিকই। তবু তিন দিনে চার ম্যাচ খেলা তো চাট্টিখানি কথা নয়। ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর-এই তিন দিনে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও আবুধাবি টি-টেনে দুটি করে ম্যাচ খেলেছেন গজনফার। যেখানে গতকাল সকালে খেলেছেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ও রাতে আবুধাবি টি-টেনে খেলেছেন।
যন্ত্রের মতো খেললেও গজনফারের পারফরম্যান্সে ভাটা পড়ছে না। দুবাইয়ে ২৯ নভেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২৫ রানে নিয়েছেন ১ উইকেট। ১০ ওভার বোলিং করেছেন। এক ওভার মেডেনও দিয়েছেন। বাংলাদেশ যেখানে ব্যাটিং করেছে ৪.৫৬ রানরেটে, সেখানে তাঁর ২.৫ ইকোনমিতেই বোঝা যাচ্ছে প্রতিপক্ষকে কতটা ভুগিয়েছেন তিনি। পরের দিন (৩০ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিনি টি-টেনে খেলেছেন টিম আবুধাবির হয়ে। রানবন্যার টি-টেনে নর্দার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে ৭.৫০ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট।
শারজায় গতকাল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে গজনফার আরও দুর্দান্ত বোলিং করেন। ৩.৫ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। এবার তিনি ২ ওভার মেডেন দিয়েছেন। বাজে বোলিংটা করেছেন গত রাতে টি-টেনে দিল্লি বুলসের বিপক্ষে। এলিমিনেটর টুয়ের ম্যাচটিতে ২ ওভার বোলিং করে ৩৮ রানে নিয়েছেন ১ উইকেট। একই দিনে দুই ম্যাচ খেলার ফলে হয়তো এমন খরুচে (ওভারপ্রতি ১৯ রান) বোলিং। ১০ ওভারের টুর্নামেন্ট হলেও ক্লান্তির একটা ব্যাপার তো থাকেই। শারজার রৌদ্রে ৬ ঘণ্টারও বেশি সময় কাটিয়ে দেওয়ার পর ভ্রমণ করতে হয়েছে ১৫০ কিলোমিটারের বেশি পথ। গুগল ম্যাপসে শারজা থেকে আবুধাবির দূরত্ব দেখাচ্ছে ১৬৫ কিলোমিটার।
এ বছরের ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হয়েছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। গজনফারকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ানস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ৪ কোটি ৮০ লাখ রুপিতে তাঁকে নিয়েছে মুম্বাই। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার গজনফার উঠে এসেছেন টেনিস বলের ক্রিকেট খেলে। শুরুতে ছিলেন পেসার। কিন্তু বল ঘোরানোয় দক্ষতা দেখে কোচদের পরামর্শে স্পিন বেছে নেন। স্বভাবত অফ স্পিনার; কিন্তু ক্যারম, স্ট্রেইট, আর্ম ডেলিভারি, লো স্পিন—অনেক ভেরিয়েশন আছে গজনফারের ঝুলিতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এখন পর্যন্ত না খেললেও আফগানিস্তানের জার্সিতে খেলেছেন ৮ ওয়ানডে।
দরজায় কড়া নাড়ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ। এই সময়ে প্রোটিয়াদের সমস্যা বেড়েই চলেছে। দলের আরও এক তারকা ক্রিকেটারকে পাকিস্তান সিরিজে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।
১ ঘণ্টা আগেআয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে বোলিংটা দারুণ হচ্ছে বাংলাদেশের। আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের সামনে এখন আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের হাতছানি। মিরপুরে তৃতীয় ওয়ানডেতে আজ নিগার সুলতানা জ্যোতির দলকে করতে হবে ১৮৬ রান।
২ ঘণ্টা আগেসিরিজ আগেই খুইয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে আজ মিরপুরে তৃতীয় ওয়ানডে ম্যাচটা আয়ারল্যান্ডের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। টস জিতে ব্যাটিং করা আইরিশরা এখন ৩৩ ওভারে ৪ উইকেটে করেছে ১২১ রান।
৩ ঘণ্টা আগেবিপদ তো বলে কয়ে আসে না। সিরি ‘আ’ তে গত রাতে সুস্থ স্বাভাবিক এদোয়ার্দো বোভ হঠাৎই জ্ঞান হারালেন। মাঠে খেলতে পেরেছেন কেবল ১৬ মিনিট। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে ইতালির এই তরুণ মিডফিল্ডারকে।
৪ ঘণ্টা আগে