Ajker Patrika

জিতেই চলেছে মাশরাফির সিলেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৮: ১৮
জিতেই চলেছে মাশরাফির সিলেট

চট্টগ্রাম পর্বেও নিজেদের প্রথম ম্যাচে জয় পেল সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ ঢাকা ডমিনেটরসকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম জয় তুলে নিল মাশরাফি বিন মুর্তজার দল। চার ম্যাচে ঢাকার এটি তৃতীয় হার। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল সিলেট। ২ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ঢাকা। 

ঢাকার দেওয়া ১২৯ রান লক্ষ্য ৪ বল হাতে রেখে তাড়া করেছে সিলেট। টস জিতে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে ঢাকা। 

আগের চার ম্যাচের মতো ঢাকার বিপক্ষে সহজ জয় পায়নি সিলেট। মোহাম্মদ হারিস ও নাজমুল হোসেন শান্ত ওপেনিং জুটিতে ৮.১ ওভারে তোলেন ৫২ রান। ২০ বলে ১২ রান করা শান্তকে বোল্ড করে জুটি ভাঙেন নাসির হোসেন। নবম ওভারের শেষ বলে হারিসকেও স্টাম্পিংয়ে ফেরান ঢাকার অধিনায়ক। আউট হওয়ার আগে ৩২ বলে ৪৪ রান করেন হারিস। 

এরপর মুশফিকুর রহিমের ২৭, থিসারা পেরেরার ১১ বলে ২১ ও আকবর আলির ৫ বলে ১০ রানের ইনিংসে জয় নিশ্চিত করে সিলেট। ঢাকার হয়ে নাসির ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

এর আগে হিসেবি বোলিংয়ে ঢাকাকে বড় সংগ্রহ করতে দেয়নি সিলেটের বোলাররা। ইনিংসের প্রথম ওভারে সৌম্য সরকারকে এলবিডব্লিউতে ফেরান রুবেল হোসেন। আরও একবার ব্যর্থ হলেন সৌম্য। এবার ড্রেসিংরুমে ফিরেছেন রানের খাতা খোলার আগেই। 

এরপর স্পিন ঘূর্ণিতে ঢাকার মিডল অর্ডারকে দ্রুত ড্রেসিংরুমের দিকে ঘুরিয়ে দিয়েছেন ইমাদ ওয়াসিম। সিলেটের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ইমাদ। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৩৯ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নাসির হোসেন। ২৭ রান করেন ওপেনার উসমান গনি। 

সিলেটের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির, নাজমুল ইসলাম ও রুবেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত