নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পুরোনো রোগ বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপের। সেটির পুনরাবৃত্তি হলো কাল, প্রথম ভেন্যু হিসেবে শারজা ক্রিকেট স্টেডিয়ামের ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ইতিহাস গড়ার ম্যাচে। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট বাংলাদেশ। আফগানিস্তান জিতেছে ৯২ রানে। এই জয়ে তিন ওয়ানডের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা।
অথচ একটা সময় মনেই হয়েছিল এই ম্যাচে হারবে না বাংলাদেশ। ২৩৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে এসে ২৫ ওভারে ২ উইকেটে ১১৮ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। তখন দলের জয়ের সহজ সমীকরণটাও ছিল কত সহজ—বাকি ৮ উইকেটে ২৫ ওভারে তুলতে হবে ১১৮। কিন্তু সহজ এই সমীকরণের সামনেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন মোহাম্মদ গজনফারের দুর্বোধ্য স্পিন। ২৬ রানে নিয়েছেন ৬ উইকেট। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে কোনো আফগান বোলারের ৫ কিংবা তার চেয়ে বেশি উইকেট পাওয়ার ঘটনা এটাই প্রথম।
রান তাড়ায় দলীয় ১২ রানে তানজিদ তামিমকে হারালেও দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৫৩) এবং শান্তর সঙ্গে মেহেদী হাসান মিরাজের (৫৫) দুটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটি শুরুর বুঝতে দেয়নি। কিন্তু উইকেটে যে দায়িত্ব নিয়ে খেলার কথা, বরাবরের মতো এবার সে দায়িত্ব নিয়ে খেলতে ব্যর্থ বাংলাদেশ ব্যাটাররা। সৌম্যের আউটটার কথাই ধরা যাক না। ৪৫ বলে ৬ চারে ৩৩ রান করেছেন তিনি। কিন্তু যেভাবে আউট হলেন, তা দেখে মনে হয়েছিল আউট হওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন! আগের বলেই এলবিডব্লিউর আবেদন থেকে বেঁচে যাওয়া সৌম্য অযথাই পুল করতে গিয়েছিলেন আজমতউল্লাহ ওমরজাইকে। খাটো লেংন্থের বলে পুল করতে গিয়েছিলেন। ৫ বলে যখন ১৩ রান তোলার প্রয়োজন, তখনই এই শট খেলার ঝুঁকি নেওয়া যায়!
কয়েকবার ‘জীবন’ পেলেও ফিফটি ছোঁয়ার আগেই আউট হয়েছেন শান্ত । ৪টি চার ও ২টি ছয়ে ৬৮ বলে ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করলেও সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানো যায় তাঁকেও। অফ স্টাম্পের বাইরের বল দূর থেকেই সুইপ করতে গিয়ে শট ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন। এরপরই তো গজনফারের ‘গজবে’ মড়ক লাগে বাংলাদেশ ইনিংসে। শেষ ২৩ রানে হারায় ৮ উইকেট।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে ২৩৫ রান করে আফগানিস্তান। তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমানের বোলিং তোপের মুখে একপর্যায়ে ৩৫ রানে ৪ উইকেট খুইয়ে ফেলেছিল আফগানিস্তান। তখন মনেই হয়নি আফগানদের স্কোর সোয়া দুই শ ছাড়িয়ে যাবে। কিন্তু সেটি সম্ভব হয়েছে অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি ও অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর ব্যাটিংয়ের সুবাদে। দুজনেই ফিফটি করেছেন। মোস্তাফিজের শিকার হওয়ার আগে ৯২ বলে ৫২ রান করেন শাহিদি। আর তাসকিনকে উইকেট দিয়ে আসার আগে ৭৯ বলে ইনিংস সর্বোচ্চ ৮৪ রান করেন তিনি। ৪টি চার ও ৩টি ছয়ে সাজানো এই ইনিংসের সুবাদে রেকর্ড বইয়ের ছোট একটা জায়গায় নামও উঠিয়েছেন আফগান অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি বয়সে ৫০ পেরোনো ইনিংস খেলা ব্যাটার এখন তিনিই।
৩৫ রানে ৪ উইকেটে পতনের পর পঞ্চম উইকেটে গুলবদিন নাইবকে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন শাহিদি। নাইদের বিদায়ের পর নবী-শাহিদি ১২২ বলে ১০৪ রান করেন। এই জুটিই আফগানদের পাইয়ে দেয় ২৩৫ রানের স্কোর। বল হাতে সবচেয়ে সফল তাসকিন ও মোস্তাফিজ। দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট।
হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পুরোনো রোগ বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপের। সেটির পুনরাবৃত্তি হলো কাল, প্রথম ভেন্যু হিসেবে শারজা ক্রিকেট স্টেডিয়ামের ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ইতিহাস গড়ার ম্যাচে। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট বাংলাদেশ। আফগানিস্তান জিতেছে ৯২ রানে। এই জয়ে তিন ওয়ানডের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা।
অথচ একটা সময় মনেই হয়েছিল এই ম্যাচে হারবে না বাংলাদেশ। ২৩৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে এসে ২৫ ওভারে ২ উইকেটে ১১৮ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। তখন দলের জয়ের সহজ সমীকরণটাও ছিল কত সহজ—বাকি ৮ উইকেটে ২৫ ওভারে তুলতে হবে ১১৮। কিন্তু সহজ এই সমীকরণের সামনেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন মোহাম্মদ গজনফারের দুর্বোধ্য স্পিন। ২৬ রানে নিয়েছেন ৬ উইকেট। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে কোনো আফগান বোলারের ৫ কিংবা তার চেয়ে বেশি উইকেট পাওয়ার ঘটনা এটাই প্রথম।
রান তাড়ায় দলীয় ১২ রানে তানজিদ তামিমকে হারালেও দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৫৩) এবং শান্তর সঙ্গে মেহেদী হাসান মিরাজের (৫৫) দুটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটি শুরুর বুঝতে দেয়নি। কিন্তু উইকেটে যে দায়িত্ব নিয়ে খেলার কথা, বরাবরের মতো এবার সে দায়িত্ব নিয়ে খেলতে ব্যর্থ বাংলাদেশ ব্যাটাররা। সৌম্যের আউটটার কথাই ধরা যাক না। ৪৫ বলে ৬ চারে ৩৩ রান করেছেন তিনি। কিন্তু যেভাবে আউট হলেন, তা দেখে মনে হয়েছিল আউট হওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন! আগের বলেই এলবিডব্লিউর আবেদন থেকে বেঁচে যাওয়া সৌম্য অযথাই পুল করতে গিয়েছিলেন আজমতউল্লাহ ওমরজাইকে। খাটো লেংন্থের বলে পুল করতে গিয়েছিলেন। ৫ বলে যখন ১৩ রান তোলার প্রয়োজন, তখনই এই শট খেলার ঝুঁকি নেওয়া যায়!
কয়েকবার ‘জীবন’ পেলেও ফিফটি ছোঁয়ার আগেই আউট হয়েছেন শান্ত । ৪টি চার ও ২টি ছয়ে ৬৮ বলে ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করলেও সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানো যায় তাঁকেও। অফ স্টাম্পের বাইরের বল দূর থেকেই সুইপ করতে গিয়ে শট ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন। এরপরই তো গজনফারের ‘গজবে’ মড়ক লাগে বাংলাদেশ ইনিংসে। শেষ ২৩ রানে হারায় ৮ উইকেট।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে ২৩৫ রান করে আফগানিস্তান। তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমানের বোলিং তোপের মুখে একপর্যায়ে ৩৫ রানে ৪ উইকেট খুইয়ে ফেলেছিল আফগানিস্তান। তখন মনেই হয়নি আফগানদের স্কোর সোয়া দুই শ ছাড়িয়ে যাবে। কিন্তু সেটি সম্ভব হয়েছে অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি ও অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর ব্যাটিংয়ের সুবাদে। দুজনেই ফিফটি করেছেন। মোস্তাফিজের শিকার হওয়ার আগে ৯২ বলে ৫২ রান করেন শাহিদি। আর তাসকিনকে উইকেট দিয়ে আসার আগে ৭৯ বলে ইনিংস সর্বোচ্চ ৮৪ রান করেন তিনি। ৪টি চার ও ৩টি ছয়ে সাজানো এই ইনিংসের সুবাদে রেকর্ড বইয়ের ছোট একটা জায়গায় নামও উঠিয়েছেন আফগান অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি বয়সে ৫০ পেরোনো ইনিংস খেলা ব্যাটার এখন তিনিই।
৩৫ রানে ৪ উইকেটে পতনের পর পঞ্চম উইকেটে গুলবদিন নাইবকে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন শাহিদি। নাইদের বিদায়ের পর নবী-শাহিদি ১২২ বলে ১০৪ রান করেন। এই জুটিই আফগানদের পাইয়ে দেয় ২৩৫ রানের স্কোর। বল হাতে সবচেয়ে সফল তাসকিন ও মোস্তাফিজ। দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট।
সভাপতি নির্বাচিত হওয়ার পর আজই প্রথম বাফুফেতে এলেন তাবিথ আউয়াল। এসেই ফেডারেশনকে দুর্নীতিমুক্ত করার বার্তা দিয়েছেন নতুন সভাপতি।
৬ ঘণ্টা আগেআফগানিস্তান সিরিজে বাংলাদেশের প্রথম ধাক্কা ছিল দলের দুই ক্রিকেটার নাহিদ রানা ও নাসুম আহমেদকে শুরু থেকে না পাওয়া। দুই ভাগে গত শনি ও রোববার দলের ১৩ ক্রিকেটার এবং কোচিং স্টাফরা সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান। কিন্তু ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি নাহিদ ও নাসুম। অবশেষে সুখবর পেয়েছে বাংলাদেশ। আগামীকাল
৬ ঘণ্টা আগেশারজায় সাত মাস পর ওয়ানডে সংস্করণে ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ দল। টেস্ট ও টি-টোয়েন্টির ভিড়ে ৫০ ওভারের ম্যাচে লম্বা একটা বিরতি ছিল তাদের। তবে প্রিয় সংস্করণে তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানরা বোলিং করেছেন চেনা ছন্দেই। শুরুতেই আফগানিস্তানের টপ অর্ডার এলোমেলো করে দিয়েছেন তাঁরা। মাঝে মোহাম্মদ নবী ও হাসমতউ
৭ ঘণ্টা আগে২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। শুধু নিষিদ্ধই হননি, আজীবন অস্ট্রেলিয়ান ক্রিকেটের যেকোনো ফরম্যাটে নেতৃত্ব দিতে পারবেন না ওয়ার্নার, এমন ঘোষণাই দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড।
৮ ঘণ্টা আগে