ক্রীড়া ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফেরার সময় হয়েছে মোস্তাফিজুর রহমানের ৷ দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে বসেই এবার অধিকাংশ সময় কেটেছে তাঁর। আইপিএলের শেষটাও বসে কাটবে কি না, বাংলাদেশের বাঁহাতি পেসার হয়তো এখন এটা নিয়েই ভাবছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গতকাল ইংল্যান্ডে পৌঁছে গেছেন মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। আর আগামীকাল বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ। এরপর পরশু ইংল্যান্ডে যাবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। সে হিসাবে মোস্তাফিজের এবারের আইপিএলে আজই শেষ ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস।
ভাড়া করা বিমানে চড়ে গত ১ এপ্রিল আইপিএলে খেলতে যান মোস্তাফিজ। যাওয়ার পর বাংলাদেশের এই বাঁহাতি পেসারের প্রথম তিন ম্যাচ কেটেছে দিল্লি ক্যাপিটালসের ‘ফেসবুকে’। দিল্লির ম্যাচের দিন গড়ে মোস্তাফিজের ৩-৪টি ছবি পোস্ট করেছিল। পোস্ট করামাত্রই রিঅ্যাকশন, মন্তব্য, শেয়ারের বন্যায় সয়লাব হয়ে যেত। রিঅ্যাকশন ও মন্তব্যদাতাদের বেশির ভাগই ছিলেন বাংলাদেশি। ফেসবুক গরম করার পর অবশেষে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে খেলার সুযোগ পান মোস্তাফিজ। অরুণ জেটলি স্টেডিয়ামে গত ১১ এপ্রিল দিনটি ছিল ‘অম্লমধুর।’ রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেট নেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। মুম্বাইয়ের জয় কিছুটা কঠিন হয়ে গিয়েছিল তাঁর বোলিংয়েই। আবার তিনিই ১৯তম ওভারে এসে ২ ছক্কায় ১৫ রান দিয়ে রোহিতদের জয়ের সমীকরণ সহজ করে দিয়েছেন। ৪ ওভারে ৩৮ রান খরচায় ১ উইকেটে শেষ হয় বাংলাদেশের এই বাঁহাতি পেসারের বোলিং।
অম্লমধুর এই পারফরম্যান্সের পরও মোস্তাফিজকে পরের ম্যাচে সুযোগ দেয় দিল্লি টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচটি ছিল বাংলাদেশের এই বাঁহাতি পেসারের জন্য ভুলে যাওয়ার এক ম্যাচ। ৩ ওভারে কোনো উইকেট না নিয়ে ৪১ রান দিয়েছেন তিনি। ৫ চার ও ২ ছক্কা হজম করেন, যেখানে কোহলির কাছে ১টি করে চার ও ছক্কা হজম করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। মোস্তাফিজকে ছাড়াই পরের তিন ম্যাচ খেলে দিল্লি, যার মধ্যে দুই ম্যাচে জয় এবং একটিতে হেরেছে ডেভিড ওয়ার্নারের দল। তা ছাড়া এবারের আইপিএলে দিল্লির অবস্থাও ভালো নয়। ৮ ম্যাচে ২ জয় ও ৬ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে ওয়ার্নারের দিল্লি। দিল্লির বিদেশি ক্রিকেটাররাও এখন দারুণ ছন্দে আছেন। মিচেল মার্শ সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে হয়েছেন ম্যাচসেরা। ৩৯ বলে ৬৩ রান ও ৪ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। ওপেনিংয়ে ওয়ার্নার-ফিল সল্ট ঝোড়ো শুরু এনে দিচ্ছেন। সঙ্গে এনরিখ নরকীয়া, রাইলি রুশোর মতো বিদেশি ক্রিকেটাররা তো আছেনই।
অথচ এবার আইপিএলে খেলার কথা ছিল তিন বাংলাদেশি ক্রিকেটারের, যা বাংলাদেশিদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ। সাকিব আল হাসান ও লিটন দাসকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং মোস্তাফিজকে ধরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। সেখানে টুর্নামেন্ট শুরুর আগেই সাকিব আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আর লিটন গত শুক্রবার দেশে ফিরে এসেছেন। আয়ারল্যান্ড সিরিজ খেলতে আজ রাতে ইংল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফেরার সময় হয়েছে মোস্তাফিজুর রহমানের ৷ দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে বসেই এবার অধিকাংশ সময় কেটেছে তাঁর। আইপিএলের শেষটাও বসে কাটবে কি না, বাংলাদেশের বাঁহাতি পেসার হয়তো এখন এটা নিয়েই ভাবছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গতকাল ইংল্যান্ডে পৌঁছে গেছেন মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। আর আগামীকাল বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ। এরপর পরশু ইংল্যান্ডে যাবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। সে হিসাবে মোস্তাফিজের এবারের আইপিএলে আজই শেষ ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস।
ভাড়া করা বিমানে চড়ে গত ১ এপ্রিল আইপিএলে খেলতে যান মোস্তাফিজ। যাওয়ার পর বাংলাদেশের এই বাঁহাতি পেসারের প্রথম তিন ম্যাচ কেটেছে দিল্লি ক্যাপিটালসের ‘ফেসবুকে’। দিল্লির ম্যাচের দিন গড়ে মোস্তাফিজের ৩-৪টি ছবি পোস্ট করেছিল। পোস্ট করামাত্রই রিঅ্যাকশন, মন্তব্য, শেয়ারের বন্যায় সয়লাব হয়ে যেত। রিঅ্যাকশন ও মন্তব্যদাতাদের বেশির ভাগই ছিলেন বাংলাদেশি। ফেসবুক গরম করার পর অবশেষে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে খেলার সুযোগ পান মোস্তাফিজ। অরুণ জেটলি স্টেডিয়ামে গত ১১ এপ্রিল দিনটি ছিল ‘অম্লমধুর।’ রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেট নেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। মুম্বাইয়ের জয় কিছুটা কঠিন হয়ে গিয়েছিল তাঁর বোলিংয়েই। আবার তিনিই ১৯তম ওভারে এসে ২ ছক্কায় ১৫ রান দিয়ে রোহিতদের জয়ের সমীকরণ সহজ করে দিয়েছেন। ৪ ওভারে ৩৮ রান খরচায় ১ উইকেটে শেষ হয় বাংলাদেশের এই বাঁহাতি পেসারের বোলিং।
অম্লমধুর এই পারফরম্যান্সের পরও মোস্তাফিজকে পরের ম্যাচে সুযোগ দেয় দিল্লি টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচটি ছিল বাংলাদেশের এই বাঁহাতি পেসারের জন্য ভুলে যাওয়ার এক ম্যাচ। ৩ ওভারে কোনো উইকেট না নিয়ে ৪১ রান দিয়েছেন তিনি। ৫ চার ও ২ ছক্কা হজম করেন, যেখানে কোহলির কাছে ১টি করে চার ও ছক্কা হজম করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। মোস্তাফিজকে ছাড়াই পরের তিন ম্যাচ খেলে দিল্লি, যার মধ্যে দুই ম্যাচে জয় এবং একটিতে হেরেছে ডেভিড ওয়ার্নারের দল। তা ছাড়া এবারের আইপিএলে দিল্লির অবস্থাও ভালো নয়। ৮ ম্যাচে ২ জয় ও ৬ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে ওয়ার্নারের দিল্লি। দিল্লির বিদেশি ক্রিকেটাররাও এখন দারুণ ছন্দে আছেন। মিচেল মার্শ সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে হয়েছেন ম্যাচসেরা। ৩৯ বলে ৬৩ রান ও ৪ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। ওপেনিংয়ে ওয়ার্নার-ফিল সল্ট ঝোড়ো শুরু এনে দিচ্ছেন। সঙ্গে এনরিখ নরকীয়া, রাইলি রুশোর মতো বিদেশি ক্রিকেটাররা তো আছেনই।
অথচ এবার আইপিএলে খেলার কথা ছিল তিন বাংলাদেশি ক্রিকেটারের, যা বাংলাদেশিদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ। সাকিব আল হাসান ও লিটন দাসকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং মোস্তাফিজকে ধরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। সেখানে টুর্নামেন্ট শুরুর আগেই সাকিব আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আর লিটন গত শুক্রবার দেশে ফিরে এসেছেন। আয়ারল্যান্ড সিরিজ খেলতে আজ রাতে ইংল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১২ ঘণ্টা আগে