ক্রীড়া ডেস্ক
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলল বলে। মূল টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ব্যাপার তো রয়েছেই। সেই প্রস্তুতি পর্বের শুরুতে ব্যর্থতার গল্প লিখল বাংলাদেশ ও পাকিস্তান, যেখানে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ডের কাছে ধরা খেল পাকিস্তান।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ওয়ার্মআপ’ ম্যাচ শুরু হয়েছে গতকাল। দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-স্কটল্যান্ড, যাদের কাছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম টুর্নামেন্ট, সেই স্কটল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। দুবাইয়ে আরেক মাঠে বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে লঙ্কানদের কাছে।
দ্য সেভেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। স্কটিশ বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান ২০ ওভারে করেছে ৯ উইকেটে ১৩২ রান। অধিনায়ক সানা ৮ নম্বরে নেমে ১৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানি অধিনায়ক ছাড়া ২০-এর বেশি রান করতে পেরেছেন উমাইমা সোহেল (৩০) ও মুনিবা আলি (২৭)।
১৩৩ রান তাড়া করতে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনার সাস্কি হোর্লি-সারাহ ব্রাইস গড়েন ৭৩ রানের জুটি। হোর্লিকে ১২তম ওভারের ওভারের তৃতীয় বলে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন নাশরা সান্ধু। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন ক্যাথরিন ব্রাইস। দুই ব্রাইস বোন (সারাহ ও ক্যাথরিন) দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটিতে স্কটিশরা পায় জয়ের ভিত। ক্যাথরিন ১৪ বলে ১৮ রান করে রান আউট হলেও সারাহ অপরাজিত থাকেন। ২ ওভার হাতে রেখে ৮ উইকেটে জিতে প্রস্তুতি পর্বটা দারুণভাবে শুরু করল স্কটিশরা। ৫২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন সারাহ।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অপর ম্যাচে বাংলাদেশ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে করে ১৪৩ রান। লক্ষ্য মাঝারি হলেও বাংলাদেশ উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ১৩.২ ওভারে ৭ উইকেটে ৬২ রানে পরিণত হয় জ্যোতির দল। যেখানে ১৪তম ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন সুগন্দিকা কুমারি। শেষ পর্যন্ত লঙ্কানরা পায় ৩৩ রানের বিশাল জয়। বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১১০ রান যে করতে পেরেছে, তাতে অবদান মূলত জ্যোতির। ৩৮ বলে ১ চারে ৩০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক।
হার দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করা বাংলাদেশ, পাকিস্তান দল দুটি আরও একটি সুযোগ পাচ্ছে। পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে এই দল দুটি। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। তবে মূল পর্বে দল দুটি পড়েছে আলাদা গ্রুপে।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলল বলে। মূল টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ব্যাপার তো রয়েছেই। সেই প্রস্তুতি পর্বের শুরুতে ব্যর্থতার গল্প লিখল বাংলাদেশ ও পাকিস্তান, যেখানে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ডের কাছে ধরা খেল পাকিস্তান।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ওয়ার্মআপ’ ম্যাচ শুরু হয়েছে গতকাল। দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-স্কটল্যান্ড, যাদের কাছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম টুর্নামেন্ট, সেই স্কটল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। দুবাইয়ে আরেক মাঠে বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে লঙ্কানদের কাছে।
দ্য সেভেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। স্কটিশ বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান ২০ ওভারে করেছে ৯ উইকেটে ১৩২ রান। অধিনায়ক সানা ৮ নম্বরে নেমে ১৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানি অধিনায়ক ছাড়া ২০-এর বেশি রান করতে পেরেছেন উমাইমা সোহেল (৩০) ও মুনিবা আলি (২৭)।
১৩৩ রান তাড়া করতে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনার সাস্কি হোর্লি-সারাহ ব্রাইস গড়েন ৭৩ রানের জুটি। হোর্লিকে ১২তম ওভারের ওভারের তৃতীয় বলে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন নাশরা সান্ধু। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন ক্যাথরিন ব্রাইস। দুই ব্রাইস বোন (সারাহ ও ক্যাথরিন) দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটিতে স্কটিশরা পায় জয়ের ভিত। ক্যাথরিন ১৪ বলে ১৮ রান করে রান আউট হলেও সারাহ অপরাজিত থাকেন। ২ ওভার হাতে রেখে ৮ উইকেটে জিতে প্রস্তুতি পর্বটা দারুণভাবে শুরু করল স্কটিশরা। ৫২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন সারাহ।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অপর ম্যাচে বাংলাদেশ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে করে ১৪৩ রান। লক্ষ্য মাঝারি হলেও বাংলাদেশ উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ১৩.২ ওভারে ৭ উইকেটে ৬২ রানে পরিণত হয় জ্যোতির দল। যেখানে ১৪তম ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন সুগন্দিকা কুমারি। শেষ পর্যন্ত লঙ্কানরা পায় ৩৩ রানের বিশাল জয়। বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১১০ রান যে করতে পেরেছে, তাতে অবদান মূলত জ্যোতির। ৩৮ বলে ১ চারে ৩০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক।
হার দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করা বাংলাদেশ, পাকিস্তান দল দুটি আরও একটি সুযোগ পাচ্ছে। পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে এই দল দুটি। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। তবে মূল পর্বে দল দুটি পড়েছে আলাদা গ্রুপে।
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনের অর্ধেকটা সময় কেড়ে নিয়েছে বাজে আবহাওয়া। পরে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে পঞ্চম উইকেটে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ৯৭ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে তাঁরা। তবে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হতেও দেরি...
২১ মিনিট আগেআকাশে উড়তে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামিয়ে আনার দারুণ একটা সুযোগ পেয়েছিল চিটাগং কিংস। ১৬৪ রানেই তারা আটকে দিয়েছিল রংপুর রাইডার্সকে। কিন্তু ঘরের মাঠ, গ্যালারিভর্তি দর্শকের সমর্থন নিয়েও ব্যাটিংয়ে অনুজ্জ্বল চিটাগং; ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেনি তারা। তাতে রংপুর রাইডার্সের জয় ৩
১২ ঘণ্টা আগেবোঝাই যাচ্ছিল, একটা অস্বস্তিতে আছেন। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। চিকিৎসা বিরতি নিয়ে ইনহেলার সেবন করতেও দেখা গেল। তারপরও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাককে।
১৪ ঘণ্টা আগেপয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল...
১৪ ঘণ্টা আগে