বাংলাদেশের হারের রাতে ধরা খেল পাকিস্তানও

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৪০
Thumbnail image

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলল বলে। মূল টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ব্যাপার তো রয়েছেই। সেই প্রস্তুতি পর্বের শুরুতে ব্যর্থতার গল্প লিখল বাংলাদেশ ও পাকিস্তান, যেখানে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ডের কাছে ধরা খেল পাকিস্তান। 

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ওয়ার্মআপ’ ম্যাচ শুরু হয়েছে গতকাল। দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-স্কটল্যান্ড, যাদের কাছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম টুর্নামেন্ট, সেই স্কটল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। দুবাইয়ে আরেক মাঠে বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে লঙ্কানদের কাছে। 

দ্য সেভেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। স্কটিশ বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান ২০ ওভারে করেছে ৯ উইকেটে ১৩২ রান। অধিনায়ক সানা ৮ নম্বরে নেমে ১৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানি অধিনায়ক ছাড়া ২০-এর বেশি রান করতে পেরেছেন উমাইমা সোহেল (৩০) ও মুনিবা আলি (২৭)। 

১৩৩ রান তাড়া করতে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনার সাস্কি হোর্লি-সারাহ ব্রাইস গড়েন ৭৩ রানের জুটি। হোর্লিকে ১২তম ওভারের ওভারের তৃতীয় বলে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন নাশরা সান্ধু। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন ক্যাথরিন ব্রাইস। দুই ব্রাইস বোন (সারাহ ও ক্যাথরিন) দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটিতে স্কটিশরা পায় জয়ের ভিত। ক্যাথরিন ১৪ বলে ১৮ রান করে রান আউট হলেও সারাহ অপরাজিত থাকেন। ২ ওভার হাতে রেখে ৮ উইকেটে জিতে প্রস্তুতি পর্বটা দারুণভাবে শুরু করল স্কটিশরা। ৫২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন সারাহ। 

পাকিস্তান নারী ক্রিকেট দলকে প্রস্তুতি ম্যাচে হারিয়েছে স্কটল্যান্ডদুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অপর ম্যাচে বাংলাদেশ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে করে ১৪৩ রান। লক্ষ্য মাঝারি হলেও বাংলাদেশ উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ১৩.২ ওভারে ৭ উইকেটে ৬২ রানে পরিণত হয় জ্যোতির দল। যেখানে ১৪তম ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন সুগন্দিকা কুমারি। শেষ পর্যন্ত লঙ্কানরা পায় ৩৩ রানের বিশাল জয়। বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১১০ রান যে করতে পেরেছে, তাতে অবদান মূলত জ্যোতির। ৩৮ বলে ১ চারে ৩০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। 

হার দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করা বাংলাদেশ, পাকিস্তান দল দুটি আরও একটি সুযোগ পাচ্ছে। পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে এই দল দুটি। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। তবে মূল পর্বে দল দুটি পড়েছে আলাদা গ্রুপে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত