ক্রীড়া ডেস্ক
নারী বিশ্বকাপের ফাইনালে একাই সব আলো কেড়ে নিলেন অ্যালিসা হিলি। খেলেছেন ১৩৮ বলে ১৭০ রানের বিস্ফোরক এক ইনিংস। এই ইনিংস খেলার পথে রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টকে ছাপিয়ে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন হিলি।
স্ত্রীর এমন কীর্তি গ্যলারিতে বসে দেখেছেন মিচেল স্টার্ক। হিলির ব্যাটিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছেন প্রিয়তাকে। হ্যামিলটনে নারী বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন হিলি।
সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ বলে ১২৯ রান করে দলকে জিতিয়েছিলেন বড় ব্যবধানে। ফাইনালে এবার শুরুটা করলেন সেমিফাইনালে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই। র্যাচেল হেইন্সের সঙ্গে জুটি বেঁধে স্রেফ কচুকাটা করেন ইংলিশ বোলারদের। হেইন্স কিছুটা দেখেশুনে খেললেও শুরু থেকেই তাণ্ডব চালিয়েছেন হিলি। উদ্বোধনী জুটিতে এই দুজন তোলেন ১৬০ রান। এরপর ব্যক্তিগত ৬৮ রানে হেইন্স ফিরলে বেথ মুনিকে নিয়ে আবার শুরু করেন হিলি। দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৫৬ রান। দলীয় ৩১৬ রানে আউট হন হিলি। তখনো ইনিংস শেষ হতে ২৭ বল বাকি। যেভাবে রান আসছিল, শেষ পর্যন্ত হিলি উইকেটে হয়তো ডাবল সেঞ্চুরিই করে ফেলতেন!
ততক্ষণে গড়ে ফেলেছেন একাধিক রেকর্ড । প্রথম ব্যাটার হিসেবে নারী ও পুরুষ মিলিয়ে একই ৫০ ওভারের বিশ্বকাপের নকআউটে দুটি সেঞ্চুরি । রিকি পন্টিং এবং মাহেলা জয়াবর্ধনে দুটি শতরান হাঁকালেও আলাদা বিশ্বকাপের নকআউটে সেই কীর্তি তারা গড়েছিলেন। একই সঙ্গে যেকোনো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন এই অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার। আগে যে রেকর্ড ছিল আরেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের দখলে।
হিলির ১৭০ রানের সুবাদে আগে ব্যাটিং করে ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৫৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। রানের পাহাড় তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭১।
নারী বিশ্বকাপের ফাইনালে একাই সব আলো কেড়ে নিলেন অ্যালিসা হিলি। খেলেছেন ১৩৮ বলে ১৭০ রানের বিস্ফোরক এক ইনিংস। এই ইনিংস খেলার পথে রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টকে ছাপিয়ে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন হিলি।
স্ত্রীর এমন কীর্তি গ্যলারিতে বসে দেখেছেন মিচেল স্টার্ক। হিলির ব্যাটিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছেন প্রিয়তাকে। হ্যামিলটনে নারী বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন হিলি।
সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ বলে ১২৯ রান করে দলকে জিতিয়েছিলেন বড় ব্যবধানে। ফাইনালে এবার শুরুটা করলেন সেমিফাইনালে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই। র্যাচেল হেইন্সের সঙ্গে জুটি বেঁধে স্রেফ কচুকাটা করেন ইংলিশ বোলারদের। হেইন্স কিছুটা দেখেশুনে খেললেও শুরু থেকেই তাণ্ডব চালিয়েছেন হিলি। উদ্বোধনী জুটিতে এই দুজন তোলেন ১৬০ রান। এরপর ব্যক্তিগত ৬৮ রানে হেইন্স ফিরলে বেথ মুনিকে নিয়ে আবার শুরু করেন হিলি। দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৫৬ রান। দলীয় ৩১৬ রানে আউট হন হিলি। তখনো ইনিংস শেষ হতে ২৭ বল বাকি। যেভাবে রান আসছিল, শেষ পর্যন্ত হিলি উইকেটে হয়তো ডাবল সেঞ্চুরিই করে ফেলতেন!
ততক্ষণে গড়ে ফেলেছেন একাধিক রেকর্ড । প্রথম ব্যাটার হিসেবে নারী ও পুরুষ মিলিয়ে একই ৫০ ওভারের বিশ্বকাপের নকআউটে দুটি সেঞ্চুরি । রিকি পন্টিং এবং মাহেলা জয়াবর্ধনে দুটি শতরান হাঁকালেও আলাদা বিশ্বকাপের নকআউটে সেই কীর্তি তারা গড়েছিলেন। একই সঙ্গে যেকোনো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন এই অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার। আগে যে রেকর্ড ছিল আরেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের দখলে।
হিলির ১৭০ রানের সুবাদে আগে ব্যাটিং করে ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৫৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। রানের পাহাড় তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭১।
২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৩ মিনিট আগেএগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
২ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৪ ঘণ্টা আগে