ক্রীড়া ডেস্ক
আইপিএলের নতুন সংস্করণকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু টুর্নামেন্টে খেলতে নামার আগে আইনি ঝামেলা থেকে নিজেকে মুক্ত করার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে।
গতকাল ধোনির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। মামলাটি করেছেন তাঁর সাবেক ব্যবসায়িক সঙ্গী মিহির দিবাকর ও সৌম্যা দাস দম্পতি। অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি সংস্থার কর্ণধার এই দম্পতি। দিল্লি হাইকোর্টে আগামীকাল বিচারপতি প্রতিভা এম সিংহ মামলাটির শুনানি করবেন।
পিটিআই জানিয়েছে, ধোনির বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট মামলা করেছেন দিবাকর। ভারতের সাবেক অধিনায়কের অভিযোগ ভিত্তিহীন এবং অবমাননা কর বলে এই মামলা করেছেন ভারতের হয়ে ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার। এই মানহানির জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন এই দম্পতি। সঙ্গে বিষয়টি যেন সামাজিক মাধ্যমে আলোচনা ও সংবাদমাধ্যমে প্রকাশ করা না হয় সেই নিষেধাজ্ঞার জন্য আবেদন করেছেন তাঁরা।
দিবাকর-সৌম্যা দম্পতির বিরুদ্ধে কিছুদিন আগে অবশ্য মামলা করেছেন ধোনি। ১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনে মামলাটি করেছিলেন ভারতকে টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। ধোনির অভিযোগ ছিল, চুক্তির শর্ত লঙ্ঘন করেছে দিবাকরের সংস্থা অর্ক স্পোর্টস।
এর জেরে পরে চুক্তি ভেঙে দেন ধোনি। কিন্তু পরে বকেয়া ১৫ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি নাকি দিবাকরের সংস্থা। প্রথমে সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটমাট করার চেষ্টা হলেও তা সাফল্যে মুখ দেখেনি। এ কারণেই পরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ধোনি। ২০১৭ সালে দিবাকরের ক্রিকেট একাডেমির সঙ্গে চুক্তি করেছিলেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার। এরও আগে থেকে তাঁদের মধ্যে বন্ধুত্ব ছিল। ধোনির সঙ্গে রঞ্জি ট্রফিতেও খেলেছেন দিবাকর।
আইপিএলের নতুন সংস্করণকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু টুর্নামেন্টে খেলতে নামার আগে আইনি ঝামেলা থেকে নিজেকে মুক্ত করার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে।
গতকাল ধোনির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। মামলাটি করেছেন তাঁর সাবেক ব্যবসায়িক সঙ্গী মিহির দিবাকর ও সৌম্যা দাস দম্পতি। অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি সংস্থার কর্ণধার এই দম্পতি। দিল্লি হাইকোর্টে আগামীকাল বিচারপতি প্রতিভা এম সিংহ মামলাটির শুনানি করবেন।
পিটিআই জানিয়েছে, ধোনির বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট মামলা করেছেন দিবাকর। ভারতের সাবেক অধিনায়কের অভিযোগ ভিত্তিহীন এবং অবমাননা কর বলে এই মামলা করেছেন ভারতের হয়ে ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার। এই মানহানির জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন এই দম্পতি। সঙ্গে বিষয়টি যেন সামাজিক মাধ্যমে আলোচনা ও সংবাদমাধ্যমে প্রকাশ করা না হয় সেই নিষেধাজ্ঞার জন্য আবেদন করেছেন তাঁরা।
দিবাকর-সৌম্যা দম্পতির বিরুদ্ধে কিছুদিন আগে অবশ্য মামলা করেছেন ধোনি। ১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনে মামলাটি করেছিলেন ভারতকে টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। ধোনির অভিযোগ ছিল, চুক্তির শর্ত লঙ্ঘন করেছে দিবাকরের সংস্থা অর্ক স্পোর্টস।
এর জেরে পরে চুক্তি ভেঙে দেন ধোনি। কিন্তু পরে বকেয়া ১৫ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি নাকি দিবাকরের সংস্থা। প্রথমে সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটমাট করার চেষ্টা হলেও তা সাফল্যে মুখ দেখেনি। এ কারণেই পরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ধোনি। ২০১৭ সালে দিবাকরের ক্রিকেট একাডেমির সঙ্গে চুক্তি করেছিলেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার। এরও আগে থেকে তাঁদের মধ্যে বন্ধুত্ব ছিল। ধোনির সঙ্গে রঞ্জি ট্রফিতেও খেলেছেন দিবাকর।
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৩ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৩ ঘণ্টা আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
৪ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৬ ঘণ্টা আগে