ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়ছেন তাসকিন আহমেদ। তবে কখনো হার মানেননি। সর্বশেষ বিশ্বকাপে যেমন চোট নিয়েই খেলেছেন তিনি। তবে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বিশ্রামে ছিলেন বাংলাদেশি পেসার।
এবারের বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন তাসকিন। কিন্তু চোট পিছু ছাড়ছে না ২৮ বছর বয়সী পেসারের। গতকালের ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা শরীফুল ইসলামের কথার মর্মার্থ এমনই ইঙ্গিত দিয়েছে।
রংপুর রাইডার্সের কাছে ৭৯ রানের হারের পর শরীফুল বলেছেন, ‘তাসকিন ভাইয়ের ব্যাক হালকা (ব্যথা) লেগে আসছিল, সে জন্য বোলিং করেননি, ব্যাটিংয়েও নামেননি। আমরা ঝুঁকি নিতে চাইনি তাঁকে নিয়ে। আশা করছি, পরের ম্যাচের আগে উনি সুস্থ হয়ে যাবেন।’
তাসকিনের যে কিছু একটা হয়েছে সেটা ম্যাচের সময়ই বোঝা যাচ্ছিল। কেননা, ২ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া ঢাকার পেসার পরে আর বোলিংয়েই আসেননি। তাঁকে না পাওয়াটা যে দলের জন্য ক্ষতি হয়েছে, সেটাও জানিয়েছেন শরীফুল।
গতকাল ঢাকাকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। তাড়া করতে নেমে ১০৪ রানে অলআউট হয় ঢাকা। তাসকিন বাকি দুই ওভার বোলিং করলে এমনটা হতো না বলে জানিয়েছেন শরীফুল। তিনি বলেছেন, ‘আজ আমরা যদি কিছু রান কম দিতাম বা তাসকিন ভাই যদি ফিট থেকে দুইটা ওভার বোলিং করতে পারত, হয়তো কিছু রান কম হতো। হয়তো ২টা উইকেটও পড়ত। খেলাটাও অন্য রকম হতো।’
ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়ছেন তাসকিন আহমেদ। তবে কখনো হার মানেননি। সর্বশেষ বিশ্বকাপে যেমন চোট নিয়েই খেলেছেন তিনি। তবে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বিশ্রামে ছিলেন বাংলাদেশি পেসার।
এবারের বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন তাসকিন। কিন্তু চোট পিছু ছাড়ছে না ২৮ বছর বয়সী পেসারের। গতকালের ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা শরীফুল ইসলামের কথার মর্মার্থ এমনই ইঙ্গিত দিয়েছে।
রংপুর রাইডার্সের কাছে ৭৯ রানের হারের পর শরীফুল বলেছেন, ‘তাসকিন ভাইয়ের ব্যাক হালকা (ব্যথা) লেগে আসছিল, সে জন্য বোলিং করেননি, ব্যাটিংয়েও নামেননি। আমরা ঝুঁকি নিতে চাইনি তাঁকে নিয়ে। আশা করছি, পরের ম্যাচের আগে উনি সুস্থ হয়ে যাবেন।’
তাসকিনের যে কিছু একটা হয়েছে সেটা ম্যাচের সময়ই বোঝা যাচ্ছিল। কেননা, ২ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া ঢাকার পেসার পরে আর বোলিংয়েই আসেননি। তাঁকে না পাওয়াটা যে দলের জন্য ক্ষতি হয়েছে, সেটাও জানিয়েছেন শরীফুল।
গতকাল ঢাকাকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। তাড়া করতে নেমে ১০৪ রানে অলআউট হয় ঢাকা। তাসকিন বাকি দুই ওভার বোলিং করলে এমনটা হতো না বলে জানিয়েছেন শরীফুল। তিনি বলেছেন, ‘আজ আমরা যদি কিছু রান কম দিতাম বা তাসকিন ভাই যদি ফিট থেকে দুইটা ওভার বোলিং করতে পারত, হয়তো কিছু রান কম হতো। হয়তো ২টা উইকেটও পড়ত। খেলাটাও অন্য রকম হতো।’
আন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
৭ মিনিট আগেটেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
১ ঘণ্টা আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
১০ ঘণ্টা আগে