লিটনদের আইপিএলে চান রোহিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ১৪: ৫৬
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৫: ১৯

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের খেলোয়াড়দের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুযোগ পান না বাংলাদেশের ক্রিকেটাররা। সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলেছেন। অবশ্য গত মৌসুমে দল পাননি সাকিব। তবে বাংলাদেশ ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন রোহিত শর্মা।

আগামীকাল প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন রোহিত। সেখানে এবারের আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা সুযোগ পাবেন কি না, এক প্রশ্নে ভারত অধিনায়ক বলেন, ‘আমি সত্যিই আশা করি তারা সুযোগ পাবে। কারণ তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন খেলোয়াড়। আমি সত্যিই অনুভব করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে।’

আগামী মৌসুমের জন্য আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছানো শুরু করেনি বলে মনে করেন রোহিত। তিনি বলেন, ‘এখনো পরিকল্পনা সাজানো শুরু করেনি, এটি আমার ধারণা। নিলামের কাছাকাছি সময়ে তারা ভাবনা শুরু করবে, বিভিন্ন পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যিই মনে করি তাদের সুযোগ পাওয়া উচিত।

এবার আইপিএলের নিলামে আছেন ছয়জন বাংলাদেশি। জানা গেছে, সাকিব ছাড়াও তালিকায় আছেন লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, আফিফ হোসেন। মোস্তাফিজকে তাঁর দল দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত