নাসুমের পিটুনি খাওয়া এক ওভারেই পাল্টে গেছে ম্যাচ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০০: ০০
Thumbnail image

যে আশা নিয়ে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের ছাড়া নতুন ব্রান্ডের বাংলাদেশ; তা পূরণ হলো না। প্রথম ম্যাচে ১৭ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো ৭ উইকেটের জয়। সিরিজ নিজেদের করে নিতে হলে বাংলাদেশের জিততে হতো তৃতীয় ও শেষ ম্যাচে। একই সমীকরণ ছিল জিম্বাবুয়েরও। সেই পরীক্ষায় পাস তারা। ইতিহাস গড়া জয় পেয়েছে জিম্বাবুয়ে। 

হারারেতে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে সিকান্দার রাজার দল। মঙ্গলবার শেষ টি-টোয়েন্টিতে ১০ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে এটি তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। 

সিরিজের শেষ ম্যাচ হারের কারণ হিসেবে নাসুম আহমেদের এক ওভারে ৩৪ রান দেওয়াকে কাঠগড়ায় দাঁড় করালেন মোসাদ্দেক হোসেন সৈকত। নতুন ব্রান্ডের বাংলাদেশের নেতৃত্ব পাওয়া নুরুল হাসান সোহান আঙুলের চোটে ছিটকে যাওয়ায় দায়িত্ব উঠেছিল তাঁর কাঁধে। কিন্তু তাতে ব্যর্থ মোসাদ্দেক। দলে মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়েও চাপের মুখে আরেকবার ভেঙে পড়ল বাংলাদেশ। 

ফের টসে জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে শুরুতে বেশ চেপে ধরেছিল সফরকারীদের বোলিং লাইন-আপ। কিন্তু ১৫তম ওভারে সব এলোমেলো। ৬,৬, ৬,৬, ৪ ও ৬—নাসুম আহমেদের করা ওই ওভারে ৩৪ রান নেন রায়ান বার্ল। এরপর যেন ম্যাচটাও নিজেদের মুঠোয় নিয়ে নেয় জিম্বাবুয়ে। লুক জঙ্গোয়েকে সঙ্গে নিয়ে শেষ চার ওভারে ঝোড়ো ব্যাটিং করেন বার্ল। দুজনের ৩১ বলে ৭৯ রানের জুটি গড়েন দুজনে। জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৬ রান। লক্ষ্য তাড়ায় বাংলাদেশ থামে ৮ উইকেটে ১৪৬ রানে। 

এই হারের পেছনে নাসুমের ওই লজ্জার রেকর্ড গড়া ওভারকে দায়ী করলেন মোসাদ্দেক। ম্যাচ শেষে সেই কথায় বললেন তিনি, ‘প্রথম ১৪ ওভারে আমাদের আধিপত্য ছিল। তবে ওই এক ওভারে ম্যাচ পাল্টে যায়। টি-টোয়েন্টিতে যদি আমরা দ্রুত উইকেট হারায় তবে রান তাড়া সবসময় কঠিন হয়ে যায়।’ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ বোলার হিসেবে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড গড়লেন নাসুম। বাংলাদেশিদের মধ্যে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার লজ্জার রেকর্ডও এখন এই স্পিনারের। 

বাংলাদেশ গত ১৩ টি-টোয়েন্টিতে জিতেছে মাত্র দুটিতে। সীমিত ওভারের এই ক্রিকেটে নিজেদর ব্যর্থতার প্রসঙ্গে মোসাদ্দেক সংবাদ সম্মলেন বলেন, ‘এখানে যে জিনিসটা হচ্ছে, আমরা ম্যাচ থেকে সরে যাচ্ছি মিডল ওভারে। বোলিংয়ের দিকে তাকালে দেখবেন মিডল ওভারে আমরা উইকেট বের করতে পারছি না। ব্যাটিংইয়েও একই, মিডল ওভারে যেভাবে বানানো দরকার সেভাবে হচ্ছে না। এ কারণে আমরা শেষের দিকে চাপে পড়ে যাচ্ছি। আমার মনে হয় এ জায়গা থেকে বের হয়ে আসতে পারলে আমরা ভালো করতে পারবো।’ 

ভবিষ্যতে টি-টোয়েন্টিতে ভালো করার জন্য ওপেনিংয়ে মনোযোগ দেওয়ার পাশাপাশি ডেথ বোলিং ও ফিনিশিংয়েও চিন্তা করতে হবে বাংলাদেশকে। এই ব্যাপারে মোসাদ্দেক বলেন, ‘এখন আপনি যদি ধারাবাহিক না থাকেন তাহলে এটা অবশ্যই একটা চিন্তার কারণ। অবশ্যই আমাদের এই জায়গাগুলোতে ধারাবাহিক হতে হবে যদি আমরা ভালো দল হিসেবে টি-টোয়েন্টিতে আরও বেশি উন্নতি করতে চাই বা সফল হতে চাই। আমি মনে করি, অবশ্যই দুই-একটা বিভাগ দেখলেই হবে না পুরো দল নিয়েই চিন্তা করতে হবে। দল নিয়ে চিন্তা করলে এ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।’ 

দু’দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ আগস্ট (শুক্রবার), হারারেতে। গত পাঁচ ওয়ানডে সিরিজের প্রত্যেকটিতে জিতেছে বাংলাদেশ। তার মধ্যে গত বছর জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল তারা। আর গত মাসে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে একই ব্যবধানে হারায় বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ হারলেও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মোসাদ্দেকের কণ্ঠে, ‘সবাই জানে ওয়ানডেতে আমরা কতটা ভালো। আশা করি, আঘাত ফিরিয়ে দিতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত