ক্রীড়া ডেস্ক
টেস্টে বাংলাদেশ ১৩ ম্যাচ খেলে একবারও হারাতে পারেনি ভারতকে। সৌরভ গাঙ্গুলী গতকাল এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, এবারও বাংলাদেশ কিছুই করতে পারবে না। তবে শুবমান গিল কথা বলেছেন ভিন্ন সুরে।
যে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোনো জয়ই ছিল না, সেই বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতে ক্রিকেট বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে। পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর খোদ পাকিস্তানের ক্রিকেটারসহ ভারত-ইংল্যান্ডের ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশ দলকে। পাকিস্তান দুর্গ জয় করে নাজমুল হোসেন শান্তরা এবার যাবেন ভারত সফরে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই টেস্ট সিরিজ শুরুর আগেই ঘুরেফিরে আলোচনায় আসছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের কথা। জিও সিনেমায় গতকাল বাংলাদেশকে নিয়ে গিল বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকে হালকাভাবে নিতে চাই না। বাংলাদেশ গত দুই মাসে যে ক্রিকেট খেলেছে, বিশেষ করে পাকিস্তানে সত্যিই অসাধারণ।’
লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ—বাংলাদেশের এই চার ক্রিকেটার রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন। যেখানে ধ্বংসস্তূপ থেকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে বাঁচিয়েছেন লিটন ও মিরাজ। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। যা টেস্টে বাংলাদেশের পেসারদের প্রথমবারের মতো ১০ উইকেট। বাংলাদেশকে টেস্টে সামলানোর টোটকা দিলেন গিল, ‘তাদের পেসার ও মিডল অর্ডার ব্যাটাররা চাপ যেভাবে সামলেছেন, সেটা খাটো করে দেখার সুযোগ নেই। আমার মতে দারুণ লড়াই হবে।’
২৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে গিল চার সেঞ্চুরি করেছেন। যার দুটিই এসেছে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এ বছরের শুরুতে। দুর্দান্ত ছন্দ গিল ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় এই ব্যাটার। পাশাপাশি তাঁর ক্যারিয়ারের দুর্বল দিকের কথাও উল্লেখ করেছেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমি যখন তিন নম্বরে ব্যাটিং করেছি, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলতে পারিনি। শুরুটা ভালো করছিলাম। ২০ ও ৩০-এর ঘরে রান করতাম। তবে সেগুলো বড় স্কোরে রূপ দিতে পারতাম না। যখন ফিরেছি, জানতাম যে পারফরম্যান্স ভালো করতে হবে। সামনে এগিয়ে যেতে চাই। ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে চাই।’
টেস্টে বাংলাদেশ ১৩ ম্যাচ খেলে একবারও হারাতে পারেনি ভারতকে। সৌরভ গাঙ্গুলী গতকাল এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, এবারও বাংলাদেশ কিছুই করতে পারবে না। তবে শুবমান গিল কথা বলেছেন ভিন্ন সুরে।
যে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোনো জয়ই ছিল না, সেই বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতে ক্রিকেট বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে। পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর খোদ পাকিস্তানের ক্রিকেটারসহ ভারত-ইংল্যান্ডের ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশ দলকে। পাকিস্তান দুর্গ জয় করে নাজমুল হোসেন শান্তরা এবার যাবেন ভারত সফরে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই টেস্ট সিরিজ শুরুর আগেই ঘুরেফিরে আলোচনায় আসছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের কথা। জিও সিনেমায় গতকাল বাংলাদেশকে নিয়ে গিল বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকে হালকাভাবে নিতে চাই না। বাংলাদেশ গত দুই মাসে যে ক্রিকেট খেলেছে, বিশেষ করে পাকিস্তানে সত্যিই অসাধারণ।’
লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ—বাংলাদেশের এই চার ক্রিকেটার রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন। যেখানে ধ্বংসস্তূপ থেকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে বাঁচিয়েছেন লিটন ও মিরাজ। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। যা টেস্টে বাংলাদেশের পেসারদের প্রথমবারের মতো ১০ উইকেট। বাংলাদেশকে টেস্টে সামলানোর টোটকা দিলেন গিল, ‘তাদের পেসার ও মিডল অর্ডার ব্যাটাররা চাপ যেভাবে সামলেছেন, সেটা খাটো করে দেখার সুযোগ নেই। আমার মতে দারুণ লড়াই হবে।’
২৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে গিল চার সেঞ্চুরি করেছেন। যার দুটিই এসেছে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এ বছরের শুরুতে। দুর্দান্ত ছন্দ গিল ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় এই ব্যাটার। পাশাপাশি তাঁর ক্যারিয়ারের দুর্বল দিকের কথাও উল্লেখ করেছেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমি যখন তিন নম্বরে ব্যাটিং করেছি, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলতে পারিনি। শুরুটা ভালো করছিলাম। ২০ ও ৩০-এর ঘরে রান করতাম। তবে সেগুলো বড় স্কোরে রূপ দিতে পারতাম না। যখন ফিরেছি, জানতাম যে পারফরম্যান্স ভালো করতে হবে। সামনে এগিয়ে যেতে চাই। ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে চাই।’
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথম সিরিজেই বদলে গেল নিউজিল্যান্ডের অধিনায়ক। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার খেলবেন আইপিএলে। তিনিসহ আরও যাঁরা ভারতের লিগে খেলবেন, তাঁদের সবাইকে অনাপত্তিপত্র দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
২২ মিনিট আগেনারীদের ক্রিকেট নিষিদ্ধ করায় আফগানিস্তান পুরুষ দলের বিপক্ষে সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে আফগানিস্তান ম্যাচ বয়কটের করার জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আহ্বান জানিয়েছিল ১৬০ জন ব্রিটিশ রাজনীতিবিদ।
২ ঘণ্টা আগে১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ—১৯ দিনের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। চার ভেন্যুতে হয়েছে মোট ১৫ ম্যাচ। তবে পাকিস্তান এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার পর থেকেই আলোচনা শুরু, সেটি চলছিল ট্রফি দেওয়া পর্যন্ত।
৩ ঘণ্টা আগেউয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ শেষ ষোলোর দ্বিতীয় লেগে মাঠে নামছে বার্সেলোনা ও বেনফিকা। কাতালানরা প্রথম লেগে পর্তুগাল ক্লাবটির মাঠ থেকে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল। আজ নিজেদের মাঠে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে হান্সি ফ্লিকের শিষ্যরা।
৩ ঘণ্টা আগে