বাংলাদেশের তানজিম সাকিব খেলবেন গ্লোবাল সুপার লিগে

 ক্রীড়া ডেস্ক
Thumbnail image
গ্লোবাল সুপার লিগে তানজিম হাসান সাকিব খেলবেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। ছবি: ফেসবুক

গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন তানজিম হাসান সাকিব। তিনি খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ান অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। গ্লোবাল সুপার লিগ নিজেদের ফেসবুক পেজে গত রাতে তানজিম সাকিবের দল পাওয়ার কথা নিশ্চিত করেছে।

৫ দেশের ৫ দল নিয়ে এবারই প্রথমবারের মতো শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগ। গায়ানার সঙ্গে এই টুর্নামেন্টে থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রংপুর রাইডার্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। ২৬ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৭ ডিসেম্বর। সব ম্যাচই হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।

গ্লোবাল সুপার লিগের টুর্নামেন্টটি হবে রাউন্ড রবিন ফরম্যাটে। মানে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে খেলবে। ফলে তানজিমকে খেলতে হবে রংপুর রাইডার্সের বিপক্ষেও। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। সব মিলে টুর্নামেন্টে ম্যাচ হবে ১১টি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপক্ষীয় সিরিজও চলবে গ্লোবাল সুপার লিগ চলার সময়ে। ২২ নভেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ জ্যামাইকায় শুরু ৩০ নভেম্বর। ক্রিকেটের রাজকীয় সংস্করণ শেষে দল দুটি মুখোমুখি হবে সাদা বলের ক্রিকেটে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সব মিলে সিরিজ শেষ হবে ২০ ডিসেম্বর। বাংলাদেশের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্ট খেলেননি তানজিম সাকিব। যদি ক্যারিবীয় সিরিজের টেস্ট দলে জায়গা না পান, তাহলে তাঁর গ্লোবাল সুপার লিগেই খেলার সম্ভাবনা বেশি।

চোটের সঙ্গে লড়াইও চলছে তানজিমের। সেকারণে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে তিনি সুযোগ পাননি। শারজায় আজ বিকেল ৪টায় শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত