নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগের তুলনায় বাংলাদেশ দলের বর্তমান পেস বোলিং বিভাগটা এখন বেশ সমীহ জাগানিয়া; বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, তাসকিন আহমেদের মতো অভিজ্ঞদের সঙ্গে শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, ইবাদত হোসেনদের মতো তরুণ পেসাররা বড় আশাই দিচ্ছেন পেস আক্রমণে।
গত দেড় বছরে বাংলাদেশ পেস বোলিং বিভাগটা বেশ গুছিয়ে এনেছেন যিনি, ওটিস গিবসন। গিবসনের আগেও একজন ক্যারিবীয় কাজ করেছেন বাংলাদেশের পেসারদের নিয়ে—কোর্টনি ওয়ালশ। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই—তিন বছর বাংলাদেশ দলে কাজ করলেও এই ক্যারিবীয়র কাছ থেকে প্রাপ্তি কী, এ নিয়ে প্রশ্ন আছে দেশের ক্রিকেটের। গিবসনের ক্ষেত্রে অন্তত এ প্রশ্নটা এখনো শোনা যায়নি; বরং তাঁর অধীনে নতুন স্বপ্নই দেখাচ্ছেন বাংলাদেশের পেসাররা।
বাংলাদেশ ক্রিকেটে গিবসনের আগমন ২০১৯ বঙ্গবন্ধু বিপিএল দিয়ে। সেবার কুমিল্লা ওয়ারিয়ার্সের কোচ হিসেবে কাজ করা গিবসন গত বছরের জানুয়ারিতে বিসিবির সঙ্গে যুক্ত হন দুই বছরের চুক্তিতে। গত দেড় বছরে তাঁর অধীনে বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগের বদলে যাওয়ার চিত্র বেশ স্পষ্ট। এ বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ভালো করেছেন পেসাররা; বিশেষ করে গত কয়েক মাসে তাসকিন আহমেদের ফেরাটা নিয়ে আলোচনা হচ্ছে বেশি। দলে এসেছেন শরিফুল–হাসানের মতো প্রতিভাবান পেসাররা। গিবসন পেস বোলিং কোচ হওয়ার পর বাংলাদেশের পেসাররা তিন সংস্করণে ১০৫ ম্যাচে নিয়েছেন ১৩৭ উইকেট। তাঁরা ভালো করছেন এই জিম্বাবুয়ে সফরেও। সফরে পেসাররা এখন পর্যন্ত ৬ ম্যাচে নিয়েছেন ৩৩ উইকেট। সেখানে স্পিনাররা পেয়েছেন ২৮ উইকেট। মাঠের সাফল্য পেতে ফিটনেস নিয়ে পেসারদের সচেতনতা ও চেষ্টাও বেড়েছে চোখে পড়ার মতোই।
বাংলাদেশের পেসাররা নিয়মিত ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন না, এই ‘বদনাম’ ঘোচানোর প্রচেষ্টায় আছেন গিবসন। ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের বার্বাডিয়ান পেস বোলিং কোচ বলেছিলেন, ‘বাংলাদেশের ফাস্ট বোলাররা এখন দলের পারফরম্যান্সে প্রভাব রাখতে শুরু করেছে। আমার আশা, একদিন পেসাররা বাংলাদেশকে ম্যাচ জেতাবে। আমার লক্ষ্য, পেসারদের নিয়ে এমন একটা গ্রুপ তৈরি করা, যারা বাংলাদেশকে ম্যাচ জেতাবে।’
গিবসনের আস্থার প্রতিদানই দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশ দলের পেসাররা। ওয়ালশের সঙ্গে পেসারদের ‘ভাষাগত দূরত্বে’র কথা একাধিকবার শোনা গেছে। যদিও বাংলাদেশ দলের খেলোয়াড়েরা এ কথা উড়িয়ে দিয়েছেন সব সময়ই। গিবসনের ক্ষেত্রে অবশ্য এমন কিছু শোনা যায়নি এখনো; বরং তাঁর সঙ্গে পেসারদের রসায়নটা যে বেশ জমছে, সেটি বোঝা গেল শরিফুল ইসলামের কথায়। কাল হারারেতে তরুণ বাঁহাতি পেসার বলেছেন, ‘এখানে (জিম্বাবুয়ে) আসার পর লাল বলে মুগ্ধ হয়ে গিয়েছিলাম (গিবসনের সঙ্গে কাজ করে)। ওটিস গিবসনের সঙ্গে অনেক কাজ করেছি। তিনি আমাকে অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছেন। ব্যাটসম্যানকে কীভাবে বুঝতে হয়, নতুন বলে ও পুরোনো বলে অনুশীলন করছি। সেগুলোই ম্যাচে কাজে লাগিয়ে ভালো ফল আসছে।’
আজ সফরের শেষ টি-টোয়েন্টিতেও শিষ্যরা বড় অবদান রাখতে পারলে গিবসনের হাসিটা আরও চওড়া হবে নিশ্চিত।
আগের তুলনায় বাংলাদেশ দলের বর্তমান পেস বোলিং বিভাগটা এখন বেশ সমীহ জাগানিয়া; বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, তাসকিন আহমেদের মতো অভিজ্ঞদের সঙ্গে শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, ইবাদত হোসেনদের মতো তরুণ পেসাররা বড় আশাই দিচ্ছেন পেস আক্রমণে।
গত দেড় বছরে বাংলাদেশ পেস বোলিং বিভাগটা বেশ গুছিয়ে এনেছেন যিনি, ওটিস গিবসন। গিবসনের আগেও একজন ক্যারিবীয় কাজ করেছেন বাংলাদেশের পেসারদের নিয়ে—কোর্টনি ওয়ালশ। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই—তিন বছর বাংলাদেশ দলে কাজ করলেও এই ক্যারিবীয়র কাছ থেকে প্রাপ্তি কী, এ নিয়ে প্রশ্ন আছে দেশের ক্রিকেটের। গিবসনের ক্ষেত্রে অন্তত এ প্রশ্নটা এখনো শোনা যায়নি; বরং তাঁর অধীনে নতুন স্বপ্নই দেখাচ্ছেন বাংলাদেশের পেসাররা।
বাংলাদেশ ক্রিকেটে গিবসনের আগমন ২০১৯ বঙ্গবন্ধু বিপিএল দিয়ে। সেবার কুমিল্লা ওয়ারিয়ার্সের কোচ হিসেবে কাজ করা গিবসন গত বছরের জানুয়ারিতে বিসিবির সঙ্গে যুক্ত হন দুই বছরের চুক্তিতে। গত দেড় বছরে তাঁর অধীনে বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগের বদলে যাওয়ার চিত্র বেশ স্পষ্ট। এ বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ভালো করেছেন পেসাররা; বিশেষ করে গত কয়েক মাসে তাসকিন আহমেদের ফেরাটা নিয়ে আলোচনা হচ্ছে বেশি। দলে এসেছেন শরিফুল–হাসানের মতো প্রতিভাবান পেসাররা। গিবসন পেস বোলিং কোচ হওয়ার পর বাংলাদেশের পেসাররা তিন সংস্করণে ১০৫ ম্যাচে নিয়েছেন ১৩৭ উইকেট। তাঁরা ভালো করছেন এই জিম্বাবুয়ে সফরেও। সফরে পেসাররা এখন পর্যন্ত ৬ ম্যাচে নিয়েছেন ৩৩ উইকেট। সেখানে স্পিনাররা পেয়েছেন ২৮ উইকেট। মাঠের সাফল্য পেতে ফিটনেস নিয়ে পেসারদের সচেতনতা ও চেষ্টাও বেড়েছে চোখে পড়ার মতোই।
বাংলাদেশের পেসাররা নিয়মিত ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন না, এই ‘বদনাম’ ঘোচানোর প্রচেষ্টায় আছেন গিবসন। ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের বার্বাডিয়ান পেস বোলিং কোচ বলেছিলেন, ‘বাংলাদেশের ফাস্ট বোলাররা এখন দলের পারফরম্যান্সে প্রভাব রাখতে শুরু করেছে। আমার আশা, একদিন পেসাররা বাংলাদেশকে ম্যাচ জেতাবে। আমার লক্ষ্য, পেসারদের নিয়ে এমন একটা গ্রুপ তৈরি করা, যারা বাংলাদেশকে ম্যাচ জেতাবে।’
গিবসনের আস্থার প্রতিদানই দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশ দলের পেসাররা। ওয়ালশের সঙ্গে পেসারদের ‘ভাষাগত দূরত্বে’র কথা একাধিকবার শোনা গেছে। যদিও বাংলাদেশ দলের খেলোয়াড়েরা এ কথা উড়িয়ে দিয়েছেন সব সময়ই। গিবসনের ক্ষেত্রে অবশ্য এমন কিছু শোনা যায়নি এখনো; বরং তাঁর সঙ্গে পেসারদের রসায়নটা যে বেশ জমছে, সেটি বোঝা গেল শরিফুল ইসলামের কথায়। কাল হারারেতে তরুণ বাঁহাতি পেসার বলেছেন, ‘এখানে (জিম্বাবুয়ে) আসার পর লাল বলে মুগ্ধ হয়ে গিয়েছিলাম (গিবসনের সঙ্গে কাজ করে)। ওটিস গিবসনের সঙ্গে অনেক কাজ করেছি। তিনি আমাকে অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছেন। ব্যাটসম্যানকে কীভাবে বুঝতে হয়, নতুন বলে ও পুরোনো বলে অনুশীলন করছি। সেগুলোই ম্যাচে কাজে লাগিয়ে ভালো ফল আসছে।’
আজ সফরের শেষ টি-টোয়েন্টিতেও শিষ্যরা বড় অবদান রাখতে পারলে গিবসনের হাসিটা আরও চওড়া হবে নিশ্চিত।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৯ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৯ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৯ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১০ ঘণ্টা আগে