Ajker Patrika

ফিফা ও উয়েফার সমালোচনায় আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১০: ৫২
ফিফা ও উয়েফার সমালোচনায় আনচেলত্তি

ফুটবলের ব্যস্ত সূচি নিয়ে গত কয়েক মৌসুম ধরেই সমালোচনা করে আসছেন কোচ ও খেলোয়াড়েরা। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে ফিফা ও লিগগুলোর কর্তৃপক্ষরা। ফলে এবারের মৌসুমেও ব্যস্ত সূচির কোনো পরিবর্তন ঘটেনি।

আর এ নিয়ে এবার লিগগুলোর কর্তৃপক্ষের প্রতি খেপেছেন কার্লো আনচেলত্তি। ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন ইতালিয়ান কোচ। তাঁর মতে, খেলোয়াড়দের শরীরের বিষয়ে মনোযোগ না দিয়ে কর্তৃপক্ষে নিজের লাভের চিন্তা করছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘প্রকৃতপক্ষে এমন সূচির কোনো মানেই হয় না। খুবই আঁটসাঁট এবং একসঙ্গে অনেকগুলো ম্যাচ। খেলোয়াড়দের স্বাস্থ্যের প্রতি আমাদের নজর দেওয়া উচিত। কারণ এরাই ফুটবলের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু প্রত্যেকে নিজেদের চিন্তাই করে। লিগ, ফেডারেশন, ফিফা ও উয়েফা সবাই নিজেদের চিন্তা করে। এটা ফুটবলের জন্য ভালো নয়। এটা সঠিক নয়। কিছু পরিবর্তন করতে হবে। অনেক খেলা।’

লা লিগায় শিরোপার লড়াই থেকে অনেকটা ছিটকে পড়লেও অন্যান্য প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে আছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার মঞ্চে আগামী মাসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিতে লড়বে তারা। এ ছাড়া কোপা দেল রের ফাইনালেও খেলতে হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেমির সময়। আবার লিগের ম্যাচও রয়েছে। সব মিলিয়ে আগামী চার সপ্তাহ কঠিন এক সময়ই পার করতে হবে রিয়ালকে। গড়ে দু-তিন দিন পর একটি করে ম্যাচ খেলতে হবে তাদের। ফলে যেসব দলের শিরোপার সম্ভাবনা যত বেশি, তারা তত ব্যস্ত সূচির ঝুঁকিতে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত