ক্রীড়া ডেস্ক
সাকিব আল হাসান মানেই একের পর এক স্মরণীয় কীর্তি। অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে এনে দিয়েছেন মনে রাখার মতো অনেক জয়। দ্বিপাক্ষীয় সিরিজ থেকে আইসিসি ইভেন্ট—সব জায়গাতেই দুর্দান্ত বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
প্রতি বিশ্বকাপ শুরুর আগে স্বাভাবিকভাবেই গত বিশ্বকাপের বিশেষ মুহূর্তগুলো স্মরণ করা হয়। টুর্নামেন্টের সময় যত এগিয়ে আসে, স্মৃতিচারণা করা হয় তত বেশি। আর বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। নতুন বিশ্বকাপ শুরুর আগে তাই পুরোনো বিশ্বকাপ, বিশেষ করে ২০১৯ বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো সামাজিকমাধ্যমে দেখা যাচ্ছে বেশি। মহাযজ্ঞ শুরুর চার দিন আগে গতকাল সন্ধ্যায় স্টার স্পোর্টস ২০১৯ বিশ্বকাপের সেরা চার মুহূর্ত নিয়ে ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছে। যার মধ্যে আছেন সাকিব। কার্ডিফে ইংল্যান্ডের পেসার মার্ক উডের বল পয়েন্টের ওপর দিয়ে চার মারেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার।
সাকিব ছাড়াও ভিডিওতে রয়েছে জস বাটলার, বিরাট কোহলি, কুইন্টন ডি কক-এই তিন তারকা ব্যাটারের বাউন্ডারি। ট্রেন্ট ব্রিজে পাকিস্তানি বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজকে স্কুপ করে ফাইন লেগ দিয়ে চার মারেন বাটলার। কোহলির বাউন্ডারি ছিল বাংলাদেশের বিপক্ষে। এজবাস্টনে রুবেল হোসেনের বল মিড অফ দিয়ে চার মারেন ভারতীয় তারকা ব্যাটার। আর কুইন্টন ডি কক চার মারেন রশিদ খানের বলে। কার্ডিফে স্লগ সুইপে চার মেরে নিজের ফিফটি তুলে নেন ডি কক।
২০১৯ বিশ্বকাপে ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন সাকিব। ৮৬.৫৭ গড়ে করেন ৬০৬ রান। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নারের পরেই ছিলেন সাকিব। বোলিংয়ে নিয়েছেন ১১ উইকেট, যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।
সাকিব আল হাসান মানেই একের পর এক স্মরণীয় কীর্তি। অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে এনে দিয়েছেন মনে রাখার মতো অনেক জয়। দ্বিপাক্ষীয় সিরিজ থেকে আইসিসি ইভেন্ট—সব জায়গাতেই দুর্দান্ত বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
প্রতি বিশ্বকাপ শুরুর আগে স্বাভাবিকভাবেই গত বিশ্বকাপের বিশেষ মুহূর্তগুলো স্মরণ করা হয়। টুর্নামেন্টের সময় যত এগিয়ে আসে, স্মৃতিচারণা করা হয় তত বেশি। আর বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। নতুন বিশ্বকাপ শুরুর আগে তাই পুরোনো বিশ্বকাপ, বিশেষ করে ২০১৯ বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো সামাজিকমাধ্যমে দেখা যাচ্ছে বেশি। মহাযজ্ঞ শুরুর চার দিন আগে গতকাল সন্ধ্যায় স্টার স্পোর্টস ২০১৯ বিশ্বকাপের সেরা চার মুহূর্ত নিয়ে ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছে। যার মধ্যে আছেন সাকিব। কার্ডিফে ইংল্যান্ডের পেসার মার্ক উডের বল পয়েন্টের ওপর দিয়ে চার মারেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার।
সাকিব ছাড়াও ভিডিওতে রয়েছে জস বাটলার, বিরাট কোহলি, কুইন্টন ডি কক-এই তিন তারকা ব্যাটারের বাউন্ডারি। ট্রেন্ট ব্রিজে পাকিস্তানি বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজকে স্কুপ করে ফাইন লেগ দিয়ে চার মারেন বাটলার। কোহলির বাউন্ডারি ছিল বাংলাদেশের বিপক্ষে। এজবাস্টনে রুবেল হোসেনের বল মিড অফ দিয়ে চার মারেন ভারতীয় তারকা ব্যাটার। আর কুইন্টন ডি কক চার মারেন রশিদ খানের বলে। কার্ডিফে স্লগ সুইপে চার মেরে নিজের ফিফটি তুলে নেন ডি কক।
২০১৯ বিশ্বকাপে ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন সাকিব। ৮৬.৫৭ গড়ে করেন ৬০৬ রান। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নারের পরেই ছিলেন সাকিব। বোলিংয়ে নিয়েছেন ১১ উইকেট, যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে