Ajker Patrika

তামিম কদিন ধরেই অসুস্থ ছিলেন, জানালেন সাইফউদ্দিন

ক্রীড়া ডেস্ক    
তামিম আগে থেকেই অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন সাইফউদ্দিন। ছবি: ফেসবুক
তামিম আগে থেকেই অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন সাইফউদ্দিন। ছবি: ফেসবুক

বিকেএসপির তিন নম্বর মাঠে আজ টসের সময়ও সুস্থ ছিলেন তামিম ইকবাল। কিন্তু ফিল্ডিংয়ে হঠাৎই বুকে ব্যথা অনুভব করায় মাঠ ছেড়ে হাসপাতালে ভর্তি হতে হয়। তামিমকে নিয়ে যখন দেশি-বিদেশি ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন, তখনই মোহাম্মদ সাইফউদ্দিন দিলেন চমকে দেওয়ার মতো তথ্য।

এবারের ডিপিএলে তামিমের নেতৃত্বাধীন মোহামেডান দলে খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সতীর্থ তামিম যে অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন, একই দলে খেলায় সেটা আগেই সাইফউদ্দিন খেয়াল করেছিলেন। আজ সন্ধ্যায় সাইফউদ্দিন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই তথ্যটাই জানিয়েছেন। ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘ডিপিএলে আমি সব সময় তার পাশের সিটে বসি। গত কয়েকটা ম্যাচ ধরে আমি লক্ষ্য করলাম তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো না। আজকে ম্যাচের টস করে আসার পর ড্রেসিংরুমে তার হাত দিয়ে বুক ধরছিলেন। তখনো বলছিলেন মনে হয় গ্যাস্ট্রিক অনেক সমস্যা করছে। কিন্তু এত বড় বিপদ হয়ে যাবে বুঝতে পারিনি | দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ভাই।’

বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব-মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ। ম্যাচ শুরুর আগে শাইনপুকুর অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করেন মোহামেডান অধিনায়ক তামিম। টস জিতে শাইনপুকুর ব্যাটিং নিলে ফিল্ডিংয়ের সময় তামিম অসুস্থ হলে চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না এই বাঁহাতি ব্যাটার।

তামিম বর্তমানে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর হার্টে রিং পরানো হয়েছে। ব্লক দূর হলেও জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. রাজীব হাসান। বিকেলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, কথা বলতে পারছেন তামিম। তাঁকে দেখতে গিয়েছিলেন বন্ধু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সতীর্থদের সঙ্গেও তামিম কথা বলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

১৫ লাখ টাকায় বিক্রি হলো এক পরিবারের সেই উমানাথপুর গ্রাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত