Ajker Patrika

বিশ্বকাপে হ্যাটট্রিক না করতে পারার ‘আক্ষেপ’ ফারুকির

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৪, ১৪: ১০
বিশ্বকাপে হ্যাটট্রিক না করতে পারার ‘আক্ষেপ’ ফারুকির

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিংয়ের জন্য ফজলহক ফারুকি বেছে নিয়েছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। গায়ানায় আজ উগান্ডার ব্যাটারদের খাবি খাইয়েছেন তিনি। ক্যারিয়ার-সেরা বোলিংয়ের পরও হ্যাটট্রিক না হওয়ার আক্ষেপ করছেন ফারুকি। 

উগান্ডার বিপক্ষে আজ ৪ ওভার বোলিং করে ৯ রানে নিয়েছেন ৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সেরা বোলিং এটা। এর আগে মুজিব উর রহমান ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ২০ রানে নেন ৫ উইকেট। তিন বছর পর মুজিবের রেকর্ড ভাঙার রাতে উগান্ডার অর্ধেক উইকেট নিতে ফারুকির লেগেছে ২ ওভার। উগান্ডার ইনিংসের প্রথম ও ১৩তম ওভার—দুই ওভারেই হ্যাটট্রিকের সুযোগ এসেছিল তাঁর কাছে। শেষ পর্যন্ত আফগানদের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করা হয়নি এই বাঁহাতি পেসারের। ম্যাচ-সেরার পুরস্কার হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফারুকি বলেন, ‘এটা (হ্যাটট্রিক) আমি মিস করেছি কয়েকবার (হাসি দিয়ে)। মাঝেমধ্যে সেটা আমার নিয়ন্ত্রণে থাকে না এবং যদি সুযোগ পাই, চেষ্টা করব হ্যাটট্রিক করার।’ 

আন্তর্জাতিক ক্রিকেটে ফারুকির পথচলা শুরু ২০২১ সালে। এর আগে ২০১৯ সালে পাকিজা ক্রিকেট লিগ দিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেন আফগান বাঁহাতি পেসার। খেলেছেন আইপিএল, বিপিএল, বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি লিগেও। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির অভিজ্ঞতা বিশ্বকাপের মতো মঞ্চে অনেক কাজে লাগে বলে মনে করেন ফারুকি। আফগান বাঁহাতি পেসার বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আপনাকে বড় মঞ্চে দারুণ খেলতে সাহায্য করবে। অনেক তারকা ক্রিকেটারের সঙ্গে খেলা আপনাকে চাপের মুহূর্ত সামলাতে অনেক সাহায্য করবে। ঠিক জায়গায় আপনি বোলিং করতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত