ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিংয়ের জন্য ফজলহক ফারুকি বেছে নিয়েছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। গায়ানায় আজ উগান্ডার ব্যাটারদের খাবি খাইয়েছেন তিনি। ক্যারিয়ার-সেরা বোলিংয়ের পরও হ্যাটট্রিক না হওয়ার আক্ষেপ করছেন ফারুকি।
উগান্ডার বিপক্ষে আজ ৪ ওভার বোলিং করে ৯ রানে নিয়েছেন ৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সেরা বোলিং এটা। এর আগে মুজিব উর রহমান ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ২০ রানে নেন ৫ উইকেট। তিন বছর পর মুজিবের রেকর্ড ভাঙার রাতে উগান্ডার অর্ধেক উইকেট নিতে ফারুকির লেগেছে ২ ওভার। উগান্ডার ইনিংসের প্রথম ও ১৩তম ওভার—দুই ওভারেই হ্যাটট্রিকের সুযোগ এসেছিল তাঁর কাছে। শেষ পর্যন্ত আফগানদের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করা হয়নি এই বাঁহাতি পেসারের। ম্যাচ-সেরার পুরস্কার হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফারুকি বলেন, ‘এটা (হ্যাটট্রিক) আমি মিস করেছি কয়েকবার (হাসি দিয়ে)। মাঝেমধ্যে সেটা আমার নিয়ন্ত্রণে থাকে না এবং যদি সুযোগ পাই, চেষ্টা করব হ্যাটট্রিক করার।’
আন্তর্জাতিক ক্রিকেটে ফারুকির পথচলা শুরু ২০২১ সালে। এর আগে ২০১৯ সালে পাকিজা ক্রিকেট লিগ দিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেন আফগান বাঁহাতি পেসার। খেলেছেন আইপিএল, বিপিএল, বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি লিগেও। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির অভিজ্ঞতা বিশ্বকাপের মতো মঞ্চে অনেক কাজে লাগে বলে মনে করেন ফারুকি। আফগান বাঁহাতি পেসার বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আপনাকে বড় মঞ্চে দারুণ খেলতে সাহায্য করবে। অনেক তারকা ক্রিকেটারের সঙ্গে খেলা আপনাকে চাপের মুহূর্ত সামলাতে অনেক সাহায্য করবে। ঠিক জায়গায় আপনি বোলিং করতে পারবেন।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিংয়ের জন্য ফজলহক ফারুকি বেছে নিয়েছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। গায়ানায় আজ উগান্ডার ব্যাটারদের খাবি খাইয়েছেন তিনি। ক্যারিয়ার-সেরা বোলিংয়ের পরও হ্যাটট্রিক না হওয়ার আক্ষেপ করছেন ফারুকি।
উগান্ডার বিপক্ষে আজ ৪ ওভার বোলিং করে ৯ রানে নিয়েছেন ৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সেরা বোলিং এটা। এর আগে মুজিব উর রহমান ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ২০ রানে নেন ৫ উইকেট। তিন বছর পর মুজিবের রেকর্ড ভাঙার রাতে উগান্ডার অর্ধেক উইকেট নিতে ফারুকির লেগেছে ২ ওভার। উগান্ডার ইনিংসের প্রথম ও ১৩তম ওভার—দুই ওভারেই হ্যাটট্রিকের সুযোগ এসেছিল তাঁর কাছে। শেষ পর্যন্ত আফগানদের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করা হয়নি এই বাঁহাতি পেসারের। ম্যাচ-সেরার পুরস্কার হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফারুকি বলেন, ‘এটা (হ্যাটট্রিক) আমি মিস করেছি কয়েকবার (হাসি দিয়ে)। মাঝেমধ্যে সেটা আমার নিয়ন্ত্রণে থাকে না এবং যদি সুযোগ পাই, চেষ্টা করব হ্যাটট্রিক করার।’
আন্তর্জাতিক ক্রিকেটে ফারুকির পথচলা শুরু ২০২১ সালে। এর আগে ২০১৯ সালে পাকিজা ক্রিকেট লিগ দিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেন আফগান বাঁহাতি পেসার। খেলেছেন আইপিএল, বিপিএল, বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি লিগেও। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির অভিজ্ঞতা বিশ্বকাপের মতো মঞ্চে অনেক কাজে লাগে বলে মনে করেন ফারুকি। আফগান বাঁহাতি পেসার বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আপনাকে বড় মঞ্চে দারুণ খেলতে সাহায্য করবে। অনেক তারকা ক্রিকেটারের সঙ্গে খেলা আপনাকে চাপের মুহূর্ত সামলাতে অনেক সাহায্য করবে। ঠিক জায়গায় আপনি বোলিং করতে পারবেন।’
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২৪ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে