ক্রীড়া ডেস্ক
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম মানেই যেন ‘লো স্কোরিং থ্রিলার’। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের পর গত রাতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও ঘটেছে একই ঘটনা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশকে ৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন জয়ের পরও কিছুটা আক্ষেপ রয়েছে প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেনের।
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৪.২ ওভারে ৪ উইকেটে ২৩ রান। এমন পরিস্থিতিতে পঞ্চম উইকেটে ক্লাসেন ও ডেভিড মিলার ৭৯ বলে ৭৯ রানের জুটি গড়েছেন। দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত করেছে ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রান। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশ পুরো ২০ ওভার ব্যাটিং করলেও ৭ উইকেটে ১০৯ রানে থেমে গেছে।
৪৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার স্কোরটা আরও একটু বেশি না হওয়ার আক্ষেপ করছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রোটিয়া মিডল অর্ডার ব্যাটার বলেছেন, ‘জয়টা সন্তোষজনক ছিল না। তবে জিততে পেরে ভালো লাগছে। উইকেটটা শট খেলার জন্য ভালো না। তবে ডেভিড গত ম্যাচে দেখিয়েছে এমন উইকেটে কীভাবে খেলতে হয়। তার থেকে তথ্য নিয়েছি। আমরা দারুণ স্কোর করেছি। তবে ১০ রান কম হয়েছে।’
টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে যে ক্লাসেন অভ্যস্ত, স্কোরই বলে দিচ্ছে তিনি খেলেছেন ওয়ানডে মেজাজে। শুধু তাই নয়, নিউইয়র্কে এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নিজেদের তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে। নাসাউ কাউন্টিতে কোনো ম্যাচেই টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি প্রোটিয়ারা। ক্লাসেনের মতে জিতলেই দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। প্রোটিয়া ব্যাটার বলেন, ‘আমাদের অভিজ্ঞতা রয়েছে। ১৫ ওভার পর্যন্ত আমরা ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছি। জয় স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী করেছে ছেলেদের। তিনটি চাপের ম্যাচ খেলেছি এখনো পর্যন্ত। আমরা উঠে গেছি। আর এক ম্যাচ পরই খেলব পরের রাউন্ডে।’
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম মানেই যেন ‘লো স্কোরিং থ্রিলার’। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের পর গত রাতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও ঘটেছে একই ঘটনা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশকে ৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন জয়ের পরও কিছুটা আক্ষেপ রয়েছে প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেনের।
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৪.২ ওভারে ৪ উইকেটে ২৩ রান। এমন পরিস্থিতিতে পঞ্চম উইকেটে ক্লাসেন ও ডেভিড মিলার ৭৯ বলে ৭৯ রানের জুটি গড়েছেন। দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত করেছে ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রান। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশ পুরো ২০ ওভার ব্যাটিং করলেও ৭ উইকেটে ১০৯ রানে থেমে গেছে।
৪৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার স্কোরটা আরও একটু বেশি না হওয়ার আক্ষেপ করছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রোটিয়া মিডল অর্ডার ব্যাটার বলেছেন, ‘জয়টা সন্তোষজনক ছিল না। তবে জিততে পেরে ভালো লাগছে। উইকেটটা শট খেলার জন্য ভালো না। তবে ডেভিড গত ম্যাচে দেখিয়েছে এমন উইকেটে কীভাবে খেলতে হয়। তার থেকে তথ্য নিয়েছি। আমরা দারুণ স্কোর করেছি। তবে ১০ রান কম হয়েছে।’
টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে যে ক্লাসেন অভ্যস্ত, স্কোরই বলে দিচ্ছে তিনি খেলেছেন ওয়ানডে মেজাজে। শুধু তাই নয়, নিউইয়র্কে এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নিজেদের তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে। নাসাউ কাউন্টিতে কোনো ম্যাচেই টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি প্রোটিয়ারা। ক্লাসেনের মতে জিতলেই দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। প্রোটিয়া ব্যাটার বলেন, ‘আমাদের অভিজ্ঞতা রয়েছে। ১৫ ওভার পর্যন্ত আমরা ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছি। জয় স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী করেছে ছেলেদের। তিনটি চাপের ম্যাচ খেলেছি এখনো পর্যন্ত। আমরা উঠে গেছি। আর এক ম্যাচ পরই খেলব পরের রাউন্ডে।’
২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
১৭ মিনিট আগেএগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
২ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৪ ঘণ্টা আগে