ক্রীড়া ডেস্ক
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম মানেই যেন ‘লো স্কোরিং থ্রিলার’। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের পর গত রাতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও ঘটেছে একই ঘটনা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশকে ৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন জয়ের পরও কিছুটা আক্ষেপ রয়েছে প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেনের।
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৪.২ ওভারে ৪ উইকেটে ২৩ রান। এমন পরিস্থিতিতে পঞ্চম উইকেটে ক্লাসেন ও ডেভিড মিলার ৭৯ বলে ৭৯ রানের জুটি গড়েছেন। দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত করেছে ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রান। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশ পুরো ২০ ওভার ব্যাটিং করলেও ৭ উইকেটে ১০৯ রানে থেমে গেছে।
৪৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার স্কোরটা আরও একটু বেশি না হওয়ার আক্ষেপ করছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রোটিয়া মিডল অর্ডার ব্যাটার বলেছেন, ‘জয়টা সন্তোষজনক ছিল না। তবে জিততে পেরে ভালো লাগছে। উইকেটটা শট খেলার জন্য ভালো না। তবে ডেভিড গত ম্যাচে দেখিয়েছে এমন উইকেটে কীভাবে খেলতে হয়। তার থেকে তথ্য নিয়েছি। আমরা দারুণ স্কোর করেছি। তবে ১০ রান কম হয়েছে।’
টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে যে ক্লাসেন অভ্যস্ত, স্কোরই বলে দিচ্ছে তিনি খেলেছেন ওয়ানডে মেজাজে। শুধু তাই নয়, নিউইয়র্কে এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নিজেদের তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে। নাসাউ কাউন্টিতে কোনো ম্যাচেই টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি প্রোটিয়ারা। ক্লাসেনের মতে জিতলেই দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। প্রোটিয়া ব্যাটার বলেন, ‘আমাদের অভিজ্ঞতা রয়েছে। ১৫ ওভার পর্যন্ত আমরা ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছি। জয় স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী করেছে ছেলেদের। তিনটি চাপের ম্যাচ খেলেছি এখনো পর্যন্ত। আমরা উঠে গেছি। আর এক ম্যাচ পরই খেলব পরের রাউন্ডে।’
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম মানেই যেন ‘লো স্কোরিং থ্রিলার’। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের পর গত রাতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও ঘটেছে একই ঘটনা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশকে ৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন জয়ের পরও কিছুটা আক্ষেপ রয়েছে প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেনের।
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৪.২ ওভারে ৪ উইকেটে ২৩ রান। এমন পরিস্থিতিতে পঞ্চম উইকেটে ক্লাসেন ও ডেভিড মিলার ৭৯ বলে ৭৯ রানের জুটি গড়েছেন। দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত করেছে ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রান। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশ পুরো ২০ ওভার ব্যাটিং করলেও ৭ উইকেটে ১০৯ রানে থেমে গেছে।
৪৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার স্কোরটা আরও একটু বেশি না হওয়ার আক্ষেপ করছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রোটিয়া মিডল অর্ডার ব্যাটার বলেছেন, ‘জয়টা সন্তোষজনক ছিল না। তবে জিততে পেরে ভালো লাগছে। উইকেটটা শট খেলার জন্য ভালো না। তবে ডেভিড গত ম্যাচে দেখিয়েছে এমন উইকেটে কীভাবে খেলতে হয়। তার থেকে তথ্য নিয়েছি। আমরা দারুণ স্কোর করেছি। তবে ১০ রান কম হয়েছে।’
টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে যে ক্লাসেন অভ্যস্ত, স্কোরই বলে দিচ্ছে তিনি খেলেছেন ওয়ানডে মেজাজে। শুধু তাই নয়, নিউইয়র্কে এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নিজেদের তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে। নাসাউ কাউন্টিতে কোনো ম্যাচেই টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি প্রোটিয়ারা। ক্লাসেনের মতে জিতলেই দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। প্রোটিয়া ব্যাটার বলেন, ‘আমাদের অভিজ্ঞতা রয়েছে। ১৫ ওভার পর্যন্ত আমরা ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছি। জয় স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী করেছে ছেলেদের। তিনটি চাপের ম্যাচ খেলেছি এখনো পর্যন্ত। আমরা উঠে গেছি। আর এক ম্যাচ পরই খেলব পরের রাউন্ডে।’
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৩ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৩ ঘণ্টা আগে