Ajker Patrika

২০২৫ বিপিএল

ফাইনালের আগে আয়োজকদের কেন দুষলেন তামিম

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ২৭
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ছবি: আজকের পত্রিকা
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ছবি: আজকের পত্রিকা

২০২৩ বিপিএলের আগে ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম মেট্রোরেলে ট্রফি নিয়ে ছবি তুলেছিলেন। গত বছর এমন আয়োজন করা হয়েছিল ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। অথচ এবারের বিপিএল ফাইনাল নিয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। তামিম ইকবালের মতে পরিকল্পনার অভাবের কারণে এমনটা দেখা যায়নি।

মিরপুর শেরেবাংলায় আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। ফাইনালের আগে আজ গত দুই বারের মতো ঘটা করে ফটোসেশন হয়নি। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম উল্লেখ করেছেন গত বিপিএলের কথা। সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘হ্যাঁ নিয়েছিল (বিসিবির গতবার ফাইনালের আগে ফটোসেশন) । আমি এ কথাটা বলছিলাম যে আমাদের এখানে দোষ আছে। এই জিনিসটা যদি আরও ভালোভাবে পরিকল্পনা করা যায়...আমি যে কারণে যাইনি কারণ, তার আগের রাতে আমি সেমিফাইনাল খেলেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার সেখানে যাওয়া অসম্ভব ছিল। আমি নিশ্চিত, এটা হলে ভালো হতো। তবে ওই পরিকল্পনা যদি আগে থেকে জানা থাকে, যে দল ফাইনালে যাবে, পরিকল্পনাটা এমন। এটা খুব গুছিয়ে আয়োজন করা যেত।’

২০২৪ বিপিএলেও তামিম ছিলেন বরিশালের অধিনায়ক। আরেক ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে ছিলেন লিটন দাস। তবে তামিমের মতো লিটনও যাননি ফাইনালের আগে ফটোসেশনে। কুমিল্লার প্রতিনিধি হয়ে গিয়েছিলেন জাকের আলী অনিক আর বরিশালের পক্ষ থেকে মেহেদী হাসান মিরাজ গিয়েছিলেন। এই প্রসঙ্গে তামিম বলেন,‘দুই অধিনায়ক কে গিয়েছিল? মিরাজ ও জাকের আলী অনিক। তবে যাওয়া উচিত ছিল আমার এবং লিটন দাসের। আমাদেরও তো দোষ আছে। আমরা সেই জিনিসটা করিনি।’

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৪৫ ম্যাচে ৮.৪৭ রানরেটে রান হয়েছে। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। মাঠের খেলায় রান হলেও মাঠের বাইরের নেতিবাচক ঘটনা নিয়ে বিপিএলে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক বেশি। তামিম এখানে অবদান দেখছেন গণমাধ্যমেরও। ফরচুন বরিশালের অধিনায়ক বলেন, ‘আমি আবারও বললাম, এই বিপিএলে অনেক জিনিস নিয়ে কথা বলতে পারি। কীভাবে করলে ভালো হতো বা কী করা উচিত না। তবে আবারও বলি, অনেক ক্রিকেটার টুর্নামেন্ট খেলেছে। গণমাধ্যমেরও অবদান রয়েছে।’

তামিমের মতে দীর্ঘ দিন কোনো সংগঠনে কেউ কাজ করলেও যদি সৎ না থাকেন, তাহলে কাজের কাজ কিছুই হয়না। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমার কাছে মনে হয় ভবিষ্যতে এই টুর্নামেন্টকে ভালো করতে আসলেই কী কী দরকার, তা হলো, যোগ্য মানুষগুলোর সঠিক নির্দেশনায় কাজ করা উচিত। আপনার ৫০ বছরের অভিজ্ঞতা থাকতে পারে। তবে আপনার উদ্দেশ্য যদি সৎ না হয়, সেই ৫০ বছর অভিজ্ঞতার কোনো মূল্য থাকে না। যেটা আমি সব সময় মনে করি, ক্রিকেট সংগঠক বলে একটা কথা আছে। ৩০ বছর ধরে দায়িত্বে আছেন। অথচ বাংলাদেশের ক্রিকেট তলানিতে নামছে। সেই ৩০ বছরের অভিজ্ঞতার কোনো মূল্য নেই আমার কাছে। নতুন চিন্তাভাবনা আছে, এমন কাউকে আনা উচিত। তিনি সংগঠক হোক। তাই আসল জায়গায় সৎ ব্যক্তি থাকা গুরুত্বপূর্ণ।’

তামিমের সংবাদ সম্মেলনের পরই নড়চড়ে বসেছে বিসিবি। বিকেল সাড়ে ৫টায় এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আজ সন্ধ্যায় সাড়ে ৭টায় বনানির শেরাটনে হবে ট্রফি নিয়ে ফটোসেশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ