নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সময় রাত ৯টায় জ্যামাইকার স্যাবাইনা পার্কে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে টানা বৃষ্টির কারণে মাঠ ও উইকেট এখনো ভেজা ও নরম থাকায় টসের সময় পেছানো হয়েছে। ফিল্ড আম্পায়াররা স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) মাঠ ও উইকেট পরিদর্শনের পর এই সিদ্ধান্ত নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জ্যামাইকায় গেল সপ্তাহজুড়ে বৃষ্টি ছিল। রোদ খুব একটা না থাকায় মাঠ ও উইকেট প্রস্তুত করতে সময় লেগেছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী, পাকিস্তানি আম্পায়ার আসিফ ইয়াকুব ও লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা সকালে মাঠ পরিদর্শনে আসেন। তবে তারা উইকেট ও আশপাশের অংশগুলো কিছুটা ভেজা এবং নরম দেখতে পান। এই পরিস্থিতি বিবেচনায় আম্পায়াররা স্বাগতিক ও সফরকারী দলের সঙ্গে আলোচনা করে মাঠের পরবর্তী পরিদর্শনের জন্য স্থানীয় সময় দুপুর ১টা (বাংলাদেশ সময় রাত ১১টা) নির্ধারণ করেন।
এদিকে, অ্যান্টিগায় প্রথম টেস্টে ২০১ রানে হারা বাংলাদেশ দুই ম্যাচের সিরিজে ১-ব্যবধানে পিছিয়ে রয়েছে। জ্যামাইকা টেস্ট বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর শেষ সুযোগ।
বাংলাদেশ সময় রাত ৯টায় জ্যামাইকার স্যাবাইনা পার্কে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে টানা বৃষ্টির কারণে মাঠ ও উইকেট এখনো ভেজা ও নরম থাকায় টসের সময় পেছানো হয়েছে। ফিল্ড আম্পায়াররা স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) মাঠ ও উইকেট পরিদর্শনের পর এই সিদ্ধান্ত নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জ্যামাইকায় গেল সপ্তাহজুড়ে বৃষ্টি ছিল। রোদ খুব একটা না থাকায় মাঠ ও উইকেট প্রস্তুত করতে সময় লেগেছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী, পাকিস্তানি আম্পায়ার আসিফ ইয়াকুব ও লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা সকালে মাঠ পরিদর্শনে আসেন। তবে তারা উইকেট ও আশপাশের অংশগুলো কিছুটা ভেজা এবং নরম দেখতে পান। এই পরিস্থিতি বিবেচনায় আম্পায়াররা স্বাগতিক ও সফরকারী দলের সঙ্গে আলোচনা করে মাঠের পরবর্তী পরিদর্শনের জন্য স্থানীয় সময় দুপুর ১টা (বাংলাদেশ সময় রাত ১১টা) নির্ধারণ করেন।
এদিকে, অ্যান্টিগায় প্রথম টেস্টে ২০১ রানে হারা বাংলাদেশ দুই ম্যাচের সিরিজে ১-ব্যবধানে পিছিয়ে রয়েছে। জ্যামাইকা টেস্ট বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর শেষ সুযোগ।
শুরুতেই হোঁচট খাওয়া বাংলাদেশের ব্যাটিং লাইন আপে খুবই পরিচিত দৃশ্য। বিশেষ করে টেস্টে এই রোগ থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারছে না কিছুতেই। জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও দেখা গেছে একই ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররাও মিস করেছেন একের পর এক ক্যাচ।
১৩ মিনিট আগেবাংলাদেশ যখন আজ জ্যামাইকায় ঘুরে দাঁড়ানোর টেস্ট খেলতে নামছে, তখন দেশে আলোচনা সাকিব আল হাসানের ওয়ানডে দলে না থাকা নিয়ে। আগামী ৮ ডিসেম্বর শুরু ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব নেই—এটা নিশ্চিত। তারকা অলরাউন্ডারের অনুপস্থিতি নিশ্চিত হওয়ার পরও নির্বাচকেরা দল ঘোষণা করতে পারেননি।
১২ ঘণ্টা আগেনির্ধারিত ৯০ মিনিটের পর খেলা হলো আরও ৯ মিনিট। তারপরও সমতায় ফিরতে পারেনি বার্সেলোনা। এবার নিজেদের মাঠে লাস পালমাসের বিপক্ষে ২-১ ব্যবধানে হারল হানসি ফ্লিকের দল।
১২ ঘণ্টা আগেজুনিয়র এশিয়া কাপ হকির তৃতীয় ম্যাচে দারুণ চমক দেখালো বাংলাদেশ। আজ ওমানের মাসকটে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে। পয়েন্ট ভাগাভাগি করলেও যুব বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেঁচে রইল বাংলাদেশের।
১৪ ঘণ্টা আগে