Ajker Patrika

জমেছে হাথুরু-শান্তর জুটি

লাইছ ত্বোহা, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১১: ১৪
জমেছে হাথুরু-শান্তর জুটি

একটু দেরিতে শুরু করলেও বেশ প্রশংসিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের নতুন উদ্যোগ। তারা নিয়মিত মানসম্মত কনটেন্ট প্রকাশ করেছে বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে। আর তাতে দর্শকের সুযোগ হচ্ছে বাংলাদেশ দলের অন্দর দেখার। তাঁরা দেখতে পাচ্ছেন ড্রেসিংরুমের ব্যতিক্রম কিছু ঘটনাও।

পরশু যেমন দেখা গেল কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ড্রেসিংরুমে নাজমুল হোসেন শান্তকে পরিয়ে দিচ্ছেন ‘মেরুন জ্যাকেট’। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে একাধিক পারফরমার ছিলেন এই মেরুন জ্যাকেট গায়ে জড়ানোর। দুর্দান্ত সেঞ্চুরিতে পারফরমার সতীর্থদের পেছনে ফেলে শান্তই পেয়েছেন মেরুন জ্যাকেট। ম্যাচের পর ড্রেসিংরুমে হাথুরুর দেওয়া ভাষণে বোঝা যাচ্ছিল, বাংলাদেশ পরশু যে ‘ক্যারেক্টার’ দেখিয়েছে, এটাই তিনি চান দলের কাছ থেকে। শ্রীলঙ্কা ভালো শুরু করার পরও বাংলাদেশের বোলাররা প্রত্যাবর্তন করেছেন। ব্যাটিংয়েও বাজে শুরুর পর মাহমুদউল্লাহ, শান্ত আর মুশফিকুর রহিমের পাল্টা লড়াই মুগ্ধ করেছে সবাইকে। বিপর্যয়ে ঘুরে দাঁড়ানোই হচ্ছে প্রকৃত যোদ্ধার পরিচয়। দ্বিতীয় দফায় বাংলাদেশে ফিরে এই লড়াকু মানসিকতা তৈরির চ্যালেঞ্জটা নিয়েছেন হাথুরু।

খেলোয়াড়দের উজ্জীবিত করতে কোচরা অনেক কিছুই করেন। হাথুরু যেমন বাংলাদেশ দলে নতুন সংস্কৃতি তৈরি করতে কিছু উদ্যোগ নিয়েছেন। ২০২৩ বিশ্বকাপে গুয়াহাটি থেকে বিশেষ বই ‘দ্য টাইগার্স কোড’ তুলে দিচ্ছেন জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়ের হাতে। বাংলাদেশ ক্রিকেটের সংস্কৃতি কেমন হবে, কীভাবে ক্রিকেটাররা একটা আদর্শ দল হয়ে খেলতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যক্তিস্বার্থ দূরে রেখে কী করে সবকিছুর ঊর্ধ্বে দলীয় বিশ্বস্ততাকে প্রাধান্য দেওয়া যায়, এটিই টাইগার্স কোডের মূল কথা। শুধু ক্রিকেট নয়, এর বাইরেও একজন পেশাদার খেলোয়াড়ের জীবনবৈচিত্র্য কেমন হবে সেটি উল্লেখ আছে। মেরুন জ্যাকেট, টাইগার্স কোডের সঙ্গে গত কয়েক মাসে পরিবর্তন এসেছে বাংলাদেশ দলের কোচিং স্টাফে। নতুন কয়েকজন কোচ যুক্ত হয়েছেন এরই মধ্যে। সবচেয়ে বড় পরিবর্তন নেতৃত্বে। নাজমুল হোসেন শান্তর কাঁধে সওয়ার হয়ে বাংলাদেশ শুরু করেছে নবযাত্রা।

এই পরিবর্তনের হাওয়ায় বাংলাদেশ যদি পেছন ফেলতে পারে দলকে ঘিরে থাকা কিছু বিতর্ক। মাশরাফি বিন মর্তুজার বিদায়ের পর চার সিনিয়র ক্রিকেটারকে একসঙ্গে খুব কমই পাওয়া গেছে গত চার বছরে। এর মধ্যে যোগ হয়েছে সাকিব-তামিম ইকবালের দ্বন্দ্ব। স্পষ্ট হয়েছে কোচের সঙ্গে তামিমের দূরত্বও। মজার ব্যাপার, গত বছর বাংলাদেশে ফেরার পর প্রথম সংবাদ সম্মেলনে হাথুরুকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, সিনিয়র ক্রিকেটারদের সামলানো সবচেয়ে কঠিন কাজ হবে কি না। উত্তরে তিনি বলেছিলেন, ‘নাহ! একেবারেই না।’ এর ঠিক কয়েক মাসের মধ্যেই তামিম-মাহমুদউল্লাহর দলে থাকা-না থাকার পেছনে হাথুরুর ভূমিকা নিয়ে কম বিতর্ক হয়নি। এখনো যা চলছে।

বিতর্ক-সমালোচনার মধ্যেও হাথুরু নিজের কাজে অটল থেকেছেন। কয়েক মাসের অদল-বদলের সময়ে দলে নতুন সংস্কৃতি গড়ে তুলতে হাথুরুর ট্রাম্পকার্ড হয়ে এসেছেন ‘লিডার’ শান্ত। ইম্প্যাক্ট, ইনটেন্ট, পারফরম্যান্স—সব মিলিয়ে শান্তই ছিলেন এ দায়িত্ব নেওয়ার গুরুত্বপূর্ণ সদস্য। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি জয় এবং একই প্রতিপক্ষের সঙ্গে নিজেদের মাঠে টেস্ট জিতেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত ৪৫.০২ গড়ে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ১৮৪৬ রান শান্তর।

 পূর্ণ মেয়াদে অধিনায়ক হওয়ার পর প্রথম টি-টোয়েন্টি সিরিজ হারলেও শান্তর পারফরম্যান্স প্রশংসনীয়। ওয়ানডে সিরিজে আজ তাঁর সামনে রেকর্ড গড়ার সুযোগ। শান্তর নেতৃত্ব প্রথম ওয়ানডে সিরিজ জেতার লক্ষ্যে আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিকেরা। শান্ত রান করলেই যে বাংলাদেশ জেতে, সেটি গত পাঁচ মাসে লঙ্কানদের বিপক্ষেই দেখা গেল তিনবার। গত বছর ওয়ানডে বিশ্বকাপে দিল্লিতে আলোচিত ‘টাইমড আউট’ ম্যাচে লঙ্কানদের ৩ উইকেটে হারায় বাংলাদেশ দল। সে ম্যাচে ৯০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন শান্ত। সিলেটে জেতা টি-টোয়েন্টিতে ৫৩ রানে অপরাজিত ছিলেন। আর পরশু ওয়ানডে তো দেখাই গেল। অথচ কে বলবে এই শান্ত পুরো বিপিএলে রানখরায় ভুগেছেন।

তাহলে বিষয়টি কী দাঁড়াল, কোচ হাথুরুর সঙ্গেই অধিনায়ক শান্তর রসায়নটা বেশ জমে উঠেছে। এটি যত জমজমাট থাকবে, ততই গৌরবগাথা লিখবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২: ০২
গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ছবি: বিসিবি
গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ছবি: বিসিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারশন (বাফুফে)। আলাদা আলাদা বার্তায় শোক জানিয়েছে দেশের ক্রীড়াঙ্গনের এই দুই সংস্থা।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে হাদির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বিসিবি লিখেছে, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

বাফুফে লিখেছে, ‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

গত ১২ ডিসেম্ব শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি হাদির মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ। ছবি: এসিসি
‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ। ছবি: এসিসি

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার সেমিফাইনালের লড়াই। যেখানে আছে বাংলাদেশও। ফাইনালে ওঠার মিশনে আজিজুল হাকিম তামিমদের প্রতিপক্ষ পাকিস্তান। এছাড়া আজ টিভিতে আছে আরও বেশকিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

যুব এশিয়া কাপ: সেমিফাইনাল

বাংলাদেশ-পাকিস্তান

বেলা ১১ টা, সরাসরি

টি স্পোর্টস

মাউন্ট মঙ্গানুই টেস্ট: দ্বিতীয় দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

ভোর ৪ টা, সরাসরি

সনি টেন ৫

অ্যাডিলেড টেস্ট: তৃতীয় দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ভোর ৫টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ১ ও ২

বিগ ব্যাশ লিগ

ব্রিসবেন হিট-পার্থ স্কর্চার্স

স্টার স্পোর্টস ২

পঞ্চম টি-টোয়েন্টি

ভারত-দক্ষিণ আফ্রিকা

সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

ক্রীড়া ডেস্ক    
প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-ইয়ামাল। ছবি: সংগৃহীত
প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-ইয়ামাল। ছবি: সংগৃহীত

কিছুদিন আগেও বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আজ ফিনালিসিমার সূচি নির্ধারণ করেছে দুই মহাদেশীয় ফুটবল সংস্থা উয়েফা ও কনমেবল।

আগামী বছরের ২৭ মার্চ হবে ফিনালিসিমা। কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটিতে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে স্পেন। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচ। এই স্টেডিয়ামেই ২০২২ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

দীর্ঘদিন হিমাগারে থাকা ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে ২০২২ সালে। সেবার ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২০২৪ সালেও কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে তারা। একই বছর ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো জেতে স্পেন।

এর আগে প্রতিযোগিতাটি ‘আরতেমিও ফ্রাঙ্কি কাপ’ নামে পরিচিত ছিল। ১৯৮৫ সালে উরুগুয়েকে হারিয়ে প্রথম শিরোপা জেতে ফ্রান্স আর ১৯৯৩ সালে ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে ট্রফি জেতে আর্জেন্টিনা। এবারের লড়াইয়ে সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। সব ঠিক থাকলে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন তারা।

স্পেন ও আর্জেন্টিনা এনিয় ১৪ বার মুখোমুখি হয়েছে, যেখানে দুই দলই সমানভাবে ৬টি ম্যাচ জিতেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

ক্রীড়া ডেস্ক    
ঢাকায় বিশ্বকাপের মূল ট্রফি দেখার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। ছবি: সংগৃহীত
ঢাকায় বিশ্বকাপের মূল ট্রফি দেখার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। ছবি: সংগৃহীত

আর মাস ছয়েক পরই শুরু হবে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় এই বিশ্বকাপ শুরুর আগেই টুর্নামেন্টের উত্তাপ ছড়াতে বাংলাদেশ সফরে আসছে বিশ্বকাপ ট্রফি। কোকো-কোলার উদ্যোগে আসছে ১৪ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছবে বিশ্বকাপের মূল ট্রফিটি।

গতকাল কোকাকোলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ‘কোকা-কোলার উদ্যোগে আয়োজিত ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার—মূল ফিফা বিশ্বকাপ ট্রফি স্বচক্ষে দেখার সুযোগ পাবেন।’

বিশ্ব ভ্রমণে ৩০টি দেশ, ১৫০ দিনে ৭৫টি স্থানে হাজির হবে বিশ্বকাপ ট্রফির মূল ট্রফি। যা স্থানীয় মানুষের জন্য নিয়ে আসবে অনন্য এক অভিজ্ঞতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত